দুই বছর পর পাকিস্তান দলে আকমল ও জুনায়েদ

ছবি সংগৃহীত

দুই বছর পর পাকিস্তান দলে আকমল ও জুনায়েদ

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান। যেখানে বিশ্রাম দেয়া হয়েছে নিয়মিত দলের ৬ সদস্যকে।  

এদিকে দুই বছরেরও বেশি সময় পর দলে ঢুকেছেন অভিজ্ঞ মিডল অর্ডার ব্যাটসম্যান উমর আকমল। ২০১৭ সালের জানুয়ারিতে অস্ট্রেলিয়ার বিপক্ষেই অ্যাডিলেডে শেষ ওয়ানডে খেলেছিলেন উমর আকমল।

পাশাপাশি পিএসএলে দারুণ পারফরম্যান্সের পর ডাক পেয়েছেন অভিজ্ঞ পেসার জুনায়েদ খানও।

এদিকে দলের প্রধান নির্বাচক ইনজামাম উল হক জানিয়েছেন, অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন সিরিজে ৬ জন ক্রিকেটারকে বিশ্রাম দেয়ার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। বিশ্রামে যাওয়া ছয় খেলোয়াড় হলেন-সরফরাজ আহমেদ, বাবর আজম, শাহীন শাহ আফ্রিদি, ফাখর জামান, শাদাব খান এবং হাসান আলি।

বেশ কিছু খেলোয়াড়কে বিশ্রাম দেয়ায় অভিষেক ঘটতে পারে ৩১ বছর বয়সী আবিদ আলী ও ১৮ বছর বয়সী ফাস্ট বোলার মোহাম্মদ হাসনাইন।

দক্ষিণ আফ্রিকায় সর্বশেষ সফরের দল থেকে বাদ পড়েছেন কেবল হুসাইন তালাত। আর বুড়ো আঙুলের সার্জারির পর এখনও সুস্থ হয়ে না উঠায় দলে নেই মোহাম্মদ হাফিজ।

অস্ট্রেলিয়া-পাকিস্তানের পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজটি শুরু হবে আগামী ২২ মার্চ শারজায় সিরিজের প্রথম ওয়ানডে দিয়ে। শেষ হবে ৩১ মার্চ দুবাইয়ে।

পাকিস্তানের ওয়ানডে দল

শোয়েব মালিক (অধিনায়ক), আবিদ আলি, ফাহিম আশরাফ, হারিস সোহেল, ইমাদ ওয়াসিম, ইমাম উল হক, জুনায়েদ খান, মোহাম্মদ আব্বাস, মোহাম্মদ আমির, মোহাম্মদ হাসনাইন, মোহাম্মদ রিজওয়ান, সাদ আলি, শান মাসুদ, উমর আকমল, উসমান শেনওয়ারি, ইয়াসির শাহ।


(নিউজ টোয়েন্টিফোর/কামরুল)

সম্পর্কিত খবর