ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর গুলিতে পঞ্চগড় সদর উপজেলায় আনোয়ার হোসেন নামে এক বাংলাদেশি যুবকের মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটি এ ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছে। আজ শনিবার (৭ ডিসেম্বর) এক বিবৃতিতে এ প্রতিবাদ জানান জামায়াতের সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। বিবৃতিতে তিনি বলেন, গত ৬ ডিসেম্বর ভোরে বিএসএফ বিনা উস্কানিতে আনোয়ার হোসেনকে গুলি চালিয়ে হত্যা করেছে। এটি মানবাধিকারের চরম লঙ্ঘন। এ ধরনের অন্যায় হত্যাকাণ্ড মেনে নেওয়া যায় না। তিনি আরও বলেন, ভারত-বাংলাদেশ সীমান্তে বারবার এ ধরনের হত্যাকাণ্ড ঘটলেও প্রতিশ্রুতি অনুযায়ী সীমান্ত হত্যা শূন্যে নামিয়ে আনার কোনো বাস্তব পদক্ষেপ নেওয়া হয়নি। সীমান্তে বাংলাদেশিদের অন্যায়ভাবে হত্যা উদ্বেগজনকভাবে বাড়ছে, অথচ এসব ঘটনার সঠিক...
সীমান্তে বাংলাদেশি হত্যার ঘটনায় জামায়াতের উদ্বেগ
অনলাইন ডেস্ক
ইসলামই ছিল পতিত স্বৈরাচারের প্রধান প্রতিপক্ষ: রেজাউল করিম
নিজস্ব প্রতিবেদক
আওয়ামী-বাকশালীরা দেশের জনপ্রিয় জাতীয় নেতা ও বরেণ্য আলেম-ওলামাদের নির্মমভাবে হত্যা এবং নির্যাতনের মাধ্যমে দেশে এক ভয়ের রাজত্ব কায়েম করেছিল বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম। আজ শনিবার (৭ ডিসেম্বর) রাজধানীর মোহাম্মদপুর পশ্চিম থানার নবীনগর ও চন্দ্রিমা উদ্যান এলাকার বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। মাওলানা মোহাম্মদ সাইদুর রহমানের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামায়াতের মোহাম্মদপুর জোন টিম সদস্য আব্দুল ওয়াজেদ কিরন ও প্রিন্সিপাল সিরাজুল ইসলাম,মোহাম্মদপুর পশ্চিম থানা আমির মো. মাসুদুজ্জামান, উপস্থিত ছিলেন থানা শুরা সদস্য এবাদত হোসেন, নুরে আলম সিদ্দিক, আশরাফুল আলম, আবুল কালাম আজাদ,...
বাংলাদেশকে কেউ মাথা নত করাতে পারবে না: রিজভী
নিজস্ব প্রতিবেদক
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, আমরা জানতাম ভারত অনেক জ্ঞানী-গুণী মানুষের দেশ, সেই দেশটিকে এখন মনে হচ্ছে হিংস্র ঘাতক এবং প্রচণ্ড রক্তপিপাসু মানুষরা বসবাস করে। শেখ হাসিনাকে দিয়ে তারা নিজেদের স্বার্থ রক্ষা করতে পারে। সেই স্বার্থ রক্ষার জন্যই তারা শেখ হাসিনার জন্য যে কুমিরের মায়া কান্না করছে, এটাই এখন সত্য প্রমাণিত হচ্ছে। আজ শনিবার (৭ ডিসেম্বর) সকালে আমরা বিএনপি পরিবার-এর উদ্যোগে রাজধানী ঢাকার জাতীয় বার্ণ ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট হাসপাতালে ভর্তি চব্বিশের গণঅভ্যুত্থান ছাত্র-জনতার গণআন্দোলন চলাকালে আহত ব্যক্তিদের খোঁজ-খবর নিতে গিয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে এসব কথা বলেন তিনি। এসময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও আমরা বিএনপি পরিবার-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমানের পক্ষ থেকে আহতদের প্রতি সহমর্মিতার বার্তা...
বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্রের মাত্রা প্রতিদিনই গতিশীল হচ্ছে: শিবির সভাপতি
নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্রের মাত্রা প্রতিদিনই গতিশীল হচ্ছে। শনিবার (৭ ডিসেম্বর) রাজধানীর জাতীয় যাদুঘরে এক আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠানে এ মন্তব্য করেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সভাপতি মঞ্জুরুল ইসলাম। ‘ফ্রেমেবন্দি ৩৬ জুলাই : অভ্যুত্থানের পূর্বাপর’ শীর্ষক এই আলোকচিত্র প্রদর্শনী ও সেমিনারের আয়োজন করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। সেমিনারে উপস্থিত বক্তারা আন্দোলনের সময় পতিত ফ্যাসিবাদ সরকারের বিভিন্ন নির্যাতনের কথা তুলে ধরেন। এসময় শিবির সভাপতি আরও বলেন, অন্তর্বর্তী সরকারের অনেকেই জুলাই বিপ্লবের আদর্শ এখনো ধারণ করে না। এজন্য এখনো ফ্যাসিবাদের দোসররা রয়েছে বিচারের বাইরে। news24bd.tv/তৌহিদ