যশোরে ঘরের ভেতরে বোমা বিস্ফোরণে শিশু দুই ভাই-বোন হতাহত হয়েছে। সোমবার (১৯মে) সকাল সাড়ে ৮টার দিকে শহরের শংকরপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত খাদিজাতুল কুবরা (৫) ও আহত সজিব আহমেদ (৭) শংকরপুর গোলপাতা মসজিদ এলাকার মৃত সুজন হোসেনের সন্তান। যশোর কোতয়ালি থানার পরিদর্শক (তদন্ত) কাজী বাবুল হোসেন জানান, ঘরের ভেতরে বোমা বিস্ফোরণের খবর পেয়ে ঘটনাস্থলে এসেছেন। আহত ভাই বোনকে যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। অবস্থান অবনতি হওয়ায় চিকিৎসক তাদের ঢাকায় স্থানান্তর করেন। ঢাকায় যাওয়ার পথে নড়াইলে তার মৃত্যু হয় বলে জানিয়েছেন মা সুমি খাতুন। তিনি জানান, পরিবারের সদস্যরা বলছেন বোমাটি তাদের ছেলে সজিব বাইরে কুড়িয়ে পায়। তদন্ত করা হচ্ছে আসলে ঘরে ছিল, না বাইরে থেকে শিশুরা নিয়ে এসেছে। ঘটনার পরপরই যশোরের পুলিশ ও সেনাবাহিনী কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।...
যশোরে ঘরে বোমা বিস্ফোরণ, দুই শিশু হতাহত
যশোর প্রতিনিধি

বগুড়ায় চলতি মৌসুমে সর্বোচ্চ বৃষ্টির রেকর্ড
আব্দুস সালাম বাবু, বগুড়া

বগুড়ায় চলতি মৌসুমে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস। সোমবার (১৯ মে) সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত একটানা মাঝারি ধরনের ভারি বৃষ্টি হয়েছে। এসময় ৩৪.০ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করেছে। টানা বৃষ্টিতে ড্রেন উপচে সড়কে হাঁটু পানি জমে। এসময় দুর্ভোগে পড়ে শহরে চলাচলকারীরা। শহরের সাতমাথা, বড়গোলা, সহ বিভিন্ন সড়কে পানি জমে যান চলাচল বিঘ্নিত হয়। বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা গোলাম কবির জানান, অফিসে আসার সময় বৃষ্টি শুরু হয়ে যায়, এরপর সড়কে হাঁটু পানি জমে, ছাতা নিয়ে চলাচল করতে হচ্ছে, রাস্তায় পানি জমে চলাচল করা কঠিন হয়ে পড়েছে। স্কুলে যাওয়ার পথে বৃষ্টির পানিতে ভিজেছেন শিক্ষার্থী রাহুল দেব। তিনি জানান, সকালে আবহাওয়া ভালো দেখে বের হয়ে ফেরার সময় বৃষ্টিতে ভিজে গেছেন ছাতা না নিয়ে আসার জন্য। স্কুল শিক্ষক অরুপ রতন ও মাহবুব সোহাগ জানান,...
সাতসকালে ট্রাক-মাইক্রোবাসের সংঘর্ষে নিহত ৪
ঠাকুরগাঁও প্রতিনিধি

দিনাজপুরে ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে চার জন নিহত হয়েছেন। ঘটনাস্থলেই দুইজন এবং হাসপাতালে নিয়ে যাওয়ার পথে একজন ও হাসপাতালে একজনে মৃত্যু হয়ে। এ ঘটনায় গুরুতর আহতদের ঠাকুরগাঁও সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। সোমবার (১৯ মে) সকাল সাড়ে ৬টার দিকে বীরগঞ্জ উপজেলার ২৯ মাইল এলাকায় দুর্ঘটনাটি ঘটে। নিহতদের মধ্যে দুইজনের নাম পরিচয় জানা গেছে। একজন হলেন, মাইক্রোবাস চালক আরিফুল ইসলাম মানিক। অপরজনের নাম দেলোয়ার। আহতদের নাম পরিচয় জানা যায়নি। ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি)। তিনি বলেন, ঘটনাস্থলে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন উপস্থিত হয়ে উদ্ধার কার্যক্রম চালাচ্ছে।...
জমি নিয়ে বিরোধে ভাইয়ের হাতে ভাই খুন
বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটের মোরেলগঞ্জে জায়গা-জমি নিয়ে বিরোধের জেরে বড় ভাইয়ের বিরুদ্ধে ছোট ভাইকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় শনিবার গভীর রাতে ঘাতক বড় ভাই নিখিল মাতাকে (৬২) পুলিশ গ্রেপ্তার করেছে। এর আগে শনিবার রাত ৮টার দিকে জায়গা-জমি নিয়ে বিরোধের জেরে মোরেলগঞ্জ উপজেলার ডুমুরিয়া গ্রামের কৃষক সুনিল মাতাকে (৫৮) তারই আপন বড় সেজো ভাই নিখিল মাতা ও তার ছেলে প্রসেনজিৎ মাতা ধারালো কুড়াল ও দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে বাড়ির সামনে ফেলে রেখে যায়। পরে নিহতের পরিবার ও স্থানীয় গ্রামবাসি তাকে উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাজীব আল রশিদ জানান, এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। ঘাতক নিখিল মাতাকে রাতে গ্রেপ্তার করে রোববার সকালে আদালতের মাধ্যমে তাকে...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর