এই বাংলাদেশে জামায়াতে ইসলামি কোনো মাইনরিটি-মেজরিটি মানে না বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামির আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, দেশের সার্বভৌমত্বের প্রশ্নে জামায়াতে ইসলামি কখনো আপস করেনি। এখন করছে না, ভবিষ্যতেও করবে না। বাংলাদেশ বিভিন্ন গোলাপের গঠিত দেশ। এই দেশের সব ধর্মের বর্ণের সমস্ত মানুষ আমরা মিলেমিশে আছি, কারণ বাংলাদেশ আমাদের সবার। শুক্রবার (৬ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে কুমিল্লা টাউন হল মাঠে কুমিল্লা মহানগর জামায়াত ইসলামির কর্মীসভার প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। তিনি বলেন, আমরা বলেছি-শক্তভাবে বলেছি, আমাদের এই বাংলাদেশে কোনো মাইনরিটি-মেজরিটি আমরা মানি না। বাংলাদেশের যারাই জন্মগ্রহণ করেছে তারাই বাংলাদেশের গর্বিত নাগরিক। এই মাইনরিটি শব্দ বলে বলে অন্যান্য ধর্মের ভাই-বোনদের ব্যবহার করে একটি গোষ্ঠী মূলত দেশের বাইরে...
এই বাংলাদেশে আমরা কোনো মাইনরিটি-মেজরিটি মানি না: জামায়াতের আমির
শেখ হাসিনার নেতৃত্বে যারা আওয়ামী লীগ করবেন তারা দেশদ্রোহী: রেজাউল করিম
শেখ হাসিনার নেতৃত্বে এখন যারা আওয়ামী লীগ করবেন তারা দেশদ্রোহী বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করিম। শুক্রবার (৬ ডিসেম্বর) রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। এ সময় ইসকন ইস্যুতে ফয়জুল করিম বলেন, ইসকন কোনো ধর্মীয় সংগঠন নয়, এটি সন্ত্রাসী বাহিনী। এটি নিষেধাজ্ঞার দাবি জানান তিনি৷ বাংলাদেশে অশান্তি সৃষ্টি করতে ভারত নীলনকশা করছে উল্লেখ করে তিনি বলেন, ভারত কখনো আমাদের সঙ্গে ভালো বন্ধুর পরিচয় দিতে পারেনি। বাংলাদেশ সবার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে চায়। তবে কেউ ক্ষতি করতে আসলে তা কঠোরভাবে প্রতিহত করা হবে। এ সময় চরমোনাই পীর মোস্তফা সরোয়ার ফারুকীকে উপদেষ্টা পদ থেকে সরিয়ে দেওয়ারও দাবি জানান।...
আমাদের ঘৃণা করে এমন দেশের সঙ্গে বাণিজ্য নয়: রিজভী
নিজস্ব প্রতিবেদক
ভারতের সঙ্গে বাণিজ্যের বিষয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, যারা আমাদের ঘৃণা করে এবং আমাদের দেশের ভেতর আগ্রাসন চালাতে উসকানি দেয়, তাদের সঙ্গে আমরা কোনো ব্যবসা বাণিজ্য করতে চাই না। শুক্রবার (৬ ডিসেম্বর) রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। রিজভী বলেন, ভারত যেসব পণ্য বাংলাদেশে রপ্তানি বন্ধ করেছে, বাংলাদেশ সেগুলো বিকল্প দেশ থেকে আমদানি করবে এবং উৎপাদন করবে। এর আগে বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে সাধারণ চিকিৎসক সমাজের উদ্যোগে আয়োজিত ভারতীয় পণ্য বর্জন কর্মসূচিতে নিজের স্ত্রীর একটি ভারতীয় শাড়ি ছুড়ে ফেলে পুড়িয়ে দেন রিজভী। এর আগে চলতি বছর ২২ মার্চ নিজের গায়ে থাকা একটি ভারতীয় চাদর ছুড়ে ফেলেছিলেন বিএনপির এই নেতা।...
ঐক্যবদ্ধ থাকলে ধর্ম নিয়ে বিভেদের ষড়যন্ত্র সফল হবে না: খন্দকার মোশাররফ
পতিত স্বৈরাচার দেশ থেকে পালিয়ে গিয়ে অবৈধভাবে অন্যদেশে বসে দেশবিরোধী ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। তিনি বলেন, ঐক্যবদ্ধ থাকলে ধর্ম নিয়ে বিভেদের ষড়যন্ত্র সফল হবে না। শুক্রবার (৬ ডিসেম্বর) সকালে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। তিনি বলেন, অন্তর্বর্তী সরকার ও দেশকে ব্যর্থ করতে নানামুখী ষড়যন্ত্রে লিপ্ত পতিত সরকার৷ এ সময় যথাযথ সংস্কার শেষে নিরপেক্ষ নির্বাচন দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠার মাধ্যমে অন্তর্বর্তী সরকার বিদায় নেবে বলে আশাবাদ ব্যক্ত করেন বিএনপির এই নেতা। খন্দকার মোশাররফ বলেন, ঐক্যবদ্ধ থাকলে ধর্ম নিয়ে বিভেদের কোনো ষড়যন্ত্র সফল হবে না। এ সময় বিএনপি নেতা আমানউল্লাহ আমান বলেন, বিএনপি জাতীয় সরকারের যে রূপরেখা ৩১ দফায় দিয়েছিল তারই প্রতিফলন এই জাতীয় ঐক্য।...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর