পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়নের দায়ভার অন্তবর্তীকালীন সরকারকেও নিতে হবে বলে মন্তব্য করেছেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সহ সভাপতি ও সাবেক সংসদ সদস্য ঊষাতন তালুকদার। তিনি বলেন, পার্বত্য অঞ্চলের সমস্যা বাংলাদেশের জাতীয় ও রাজনৈতিক সমস্যা। দীর্ঘ বছর ক্ষমতায় থাকলেও তাৎকালীন আওয়ামীলীগ সরকার এ সমস্যার কোন সমাধান করেনি। উল্টো মিথ্যা আশ্বাস দিয়ে গেছে।
সোমবার দুপুর ১২টায় পার্বত্য চুক্তির ২৭বছর পূর্তি উপলক্ষে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি ওরফে জেএসএসের আয়োজিত মহা সমাবেশে ঊষাতন তালুকদার এসব কথা বলেন।
তিনি আরও বলেন, ইউপিডিএফ নামে সশস্ত্র সন্ত্রাসী সংগঠনের কারণে পার্বত্য চুক্তি বাস্তবায়নে বার বার বাধাগ্রস্ত হয়েছে, হচ্ছে। এ সশস্ত্র গোষ্ঠীকে প্রতিহত করতে তাদের রাজনীতি নিষিদ্ধ করতে হবে। ইউপিডিএফের হানাহানি, সন্ত্রাসী কর্মকাণ্ড ও...
<p style="text-align:justify">ইসকন নিষিদ্ধ ও চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার বিচারের দাবিতে ঝিনাইদহের মহেশপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে হেফাজতে ইসলাম।</p>
<p style="text-align:justify">সোমবার (২ ডিসেম্বর) সকালে হেফাজতে ইসলাম এর উপজেলা শাখার উদ্যোগে শহরের কেন্দ্রীয় জামে মসজিদ এলাকা থেকে মিছিলটি বের হয়। পরে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কলেজষ্ট্যান্ড চত্বরে সমাবেশে মিলিত হয় তারা।</p>
<p style="text-align:justify">সে সময় হেফাজতে ইসলামের উপজেলা শাখার সভাপতি মাওলানা শেখ আসআদ, সাধারণ সম্পাদক মুফতি শোয়াইব আহমাদ মাহদীসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।</p>
<p style="text-align:justify">সমাবেশে বক্তারা, অনতিবিলম্বে ইসকন নিষিদ্ধসহ হত্যাকাণ্ডের সাথে জড়িতদের সকলের বিচারের আওতায় আনার দাবি জানান।<br />
&nbsp;</p>
<p style="text-align:justify">news24bd.tv/নাহিদ শিউলী</p>
বৈষম্যহীন বাংলাদেশ গড়তে আলোচনা সভা করেছে পঞ্চগড় তথ্য অফিস
পঞ্চগড় প্রতিনিধি
পঞ্চগড়ে তারুণ্য নির্ভর বৈষম্যহীন ও জবাবদিহিমূলক বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মকবুলার রহমান সরকারি কলেজের হল রুমে দুপুরে এ সভায় সভাপতিত্ব করেন জেলা তথ্য অফিসার আলমগীর কবির। আলোচনা সভায় কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
বার্ষিক কর্মসম্পাদন চুক্তি ২০২৪-২৫ এর আওতায় তারুণ্য নির্ভর উন্নত, সমৃদ্ধ, বৈষম্যহীন ও জবাবদিহিমুলক বাংলাদেশ গড়ার নিমিত্তে জনসম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মকবুলার রহমান সরকারি কলেজের অধ্যক্ষ জাহাঙ্গীর আলম।
শিক্ষার্থীসহ অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বাংলা বিভাগের সহযোগি অধ্যাপক রিয়াজুল ইসলাম, এহতেশামুল হক, ইতিহাস বিভাগের সহযোগি অধ্যাপক আব্দুর রশিদ, বাংলাদেশ প্রতিদিন ও নিউজ ২৪ এর জেলা প্রতিনিধি সরকার হায়দার। বক্তারা...
ঝিনাইদহের শৈলকুপায় মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহত
ঝিনাইদহ প্রতিনিধি
<p style="text-align:justify">ঝিনাইদহের শৈলকুপায় মোটরসাইকেলের ধাক্কায় এক পথচারী নিহত হয়েছেন। সোমবার (২ ডিসেম্বর) সকালে উপজেলার ভান্ডারিপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।</p>
<p style="text-align:justify">স্থানীয়রা জানান, ওই গ্রামের কৃষক ছবেদ আলী বাড়ির পাশের স্কুলে নাতিকে দিয়ে ফিরছিলেন। পথে &nbsp;বাড়ির সামনে পৌঁছালে ওই সড়কে চলা একটি দ্রুত গতির মোটরসাইকেল তাকে ধাক্কা দিলে রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন। সেখান থেকে তাকে উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই তথ্য নিশ্চিত করেন শৈলকূপা থানার অফিসার ইনচার্জ মাসুদুর রহমান।</p>
<p style="text-align:justify">news24bd.tv/নাহিদ শিউলী</p>