যুক্তরাষ্ট্রের মহাকাশবিষয়ক সংস্থা নাসার প্রধান নভোচারী জোসেফ এম আকাবা চলতি সপ্তাহে বাংলাদেশে আসছেন। দেশের তরুণ প্রজন্ম, শিক্ষাপ্রতিষ্ঠান এবং গণমাধ্যমের সঙ্গে মতবিনিময়ই তার সফরের মূল উদ্দেশ্য। এটি নাসার প্রধান নভোচারীর প্রথমবারের মতো বাংলাদেশ সফর। এ তথ্য জানিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস। দূতাবাস সূত্র জানিয়েছে,তার সফরের অংশ হিসেবে শিক্ষার্থীদের সঙ্গে একাধিক আলোচনা পর্ব অনুষ্ঠিত হবে। আকাবা শিক্ষার্থীদের মহাকাশ বিজ্ঞান, রোবোটিক্স এবং স্টেম (বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল, গণিত) শিক্ষায় ক্যারিয়ার গড়ার প্রতি উৎসাহিত করবেন। এছাড়া মহাকাশ অনুসন্ধানের মাধ্যমে প্রযুক্তির অগ্রগতি এবং বৈশ্বিক চ্যালেঞ্জ, বিশেষত জলবায়ু সংকট মোকাবিলায় এর ভূমিকা নিয়ে আলোচনা করবেন তিনি। প্রাতিষ্ঠানিক কার্যক্রম ছাড়াও আকাবা একটি টেলিভিশন সাক্ষাৎকারে...
প্রথমবারের মতো বাংলাদেশে আসছেন নাসার প্রধান নভোচারী
অনলাইন ডেস্ক
কাল দুদফা জানাজা শেষে বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত হবেন কবি হেলাল হাফিজ
নিজস্ব প্রতিবেদক
কবি হেলাল হাফিজ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার (১৩ ডিসেম্বর) শাহবাগে এক হোস্টেলে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। শনিবার সকালে বাংলা একাডেমিতে এবং বাদজোহর জাতীয় প্রেসক্লাবে জানাজা হবে হেলাল হাফিজের। পরে রাষ্ট্রীয় মর্যাদায় মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফন করা হবে। হেলাল হাফিজের বড় ভাই দুলাল হাফিজ এ কথা জানান। জানা যায়, আজ শাহবাগের সুপার হোস্টেলের ওয়াশরুমের দরজা খুলে মৃত অবস্থায় দেখতে পাওয়া যায় হেলাল হাফিজকে। দুপুর সোয়া ২টার দিকে ওয়াশরুমের দরজা খোলা হয়। পড়ে গিয়ে তিনি মাথায় আঘাত পেয়েছিলেন। ব্লিডিং হয়েছে। হেলাল হাফিজ দীর্ঘদিন ধরে গ্লুকোমায় আক্রান্ত ছিলেন। পাশাপাশি কিডনি জটিলতা, ডায়াবেটিস ও স্নায়ু জটিলতায় ভুগছিলেন। ১৯৪৮ সালের ৭ অক্টোবর নেত্রকোণার বারহাট্টায় হেলাল হাফিজের জন্ম। সেখানে স্কুল-কলেজের...
হেলাল হাফিজের মৃত্যু সাহিত্য অঙ্গনের জন্য অপূরণীয় ক্ষতি: প্রফেসর ইউনূস
অনলাইন ডেস্ক
কবি হেলাল হাফিজের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। আজ শুক্রবার (১৩ ডিসেম্বর) এক শোক বার্তায় মুহাম্মদ ইউনূস বলেন, দ্রোহ ও প্রেমের কবি হেলাল হাফিজেক মৃত্যু বাংলা ভাষা ও সাহিত্য অঙ্গনের জন্য অপূরণীয় ক্ষতি। প্রধান উপদেষ্টা কবির পরকালীন জীবনের শান্তি কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। তিনি বলেন, কবি হেলাল হাফিজ ছিলেন তারুণ্যের শক্তি এবং স্বৈরতন্ত্রের বিরুদ্ধে এক সাহসী কণ্ঠ। তাঁর কালজয়ী কবিতার মতোই তিনি চিরস্মরণীয় হয়ে থাকবেন মানুষের হৃদয়ে। প্রসঙ্গত, আজ শুক্র্রবার দুপুরে শাহবাগে এক হোস্টেলে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর। জানা যায়, শাহবাগের সুপার হোস্টেলের ওয়াশরুমের দরজা খুলে মৃত অবস্থায় দেখতে পাওয়া যায় তাকে। দুপুর...
গণ-অভ্যুত্থানে আহত চারজনের একজন তীব্র বিষণ্নতায় ভুগছেন
গণ-অভ্যুত্থানে আহতদের প্রতি চারজনের একজন তীব্র মাত্রার বিষণ্নতায় ভুগছেন বলে জানিয়েছেন মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞরা। জাতীয় প্রেস ক্লাবে বৃহস্পতিবার (১৩ ডিসেম্বর) বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাইকিয়াট্রিস্টস (বিএপি) আয়োজিত গণ-অভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশে মানসিক স্বাস্থ্য শীর্ষক গোলটেবিল বৈঠকে এই তথ্য প্রকাশ করা হয়। বিশেষজ্ঞরা জানান, অঙ্গহানি, চিকিৎসার অনিশ্চয়তা, বেকারত্ব, সামাজিক নিরাপত্তাহীনতা, বঞ্চনা এবং মৃত্যুজনিত শোক এসব মানসিক সমস্যার প্রধান কারণ। তীব্র বিষণ্নতায় আক্রান্তরা সাধারণত আনন্দহীনতা, আত্মবিশ্বাসের ঘাটতি এবং ভবিষ্যৎ নিয়ে অন্ধকারাচ্ছন্ন অনুভব করেন। জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট এবং বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) মানসিক রোগ বিভাগ পৃথক দুটি জরিপ পরিচালনা করেছে। জাতীয় মানসিক স্বাস্থ্য...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর