সংবিধান সংস্কার কমিশনের প্রধান ড. আলী রিয়াজ বলেছেন, সংবিধান সংস্কার কমিশন বাংলাদেশের সংবিধানকে আরও সংক্ষিপ্ত এবং বোধগম্য করার লক্ষ্যে কাজ করছে। এ জন্য কিছু অনুচ্ছেদ বাদ দেওয়া বা প্রতিস্থাপন করতে হতে পারে। সংবিধানের প্রস্তাবনায় জুলাই আন্দোলনের কথা অবশ্যই উল্লেখ থাকতে হবে। ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডেকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। বৃহস্পতিবার প্রকাশিত ওই সাক্ষাৎকারে তিনি আরও বলেন, সংবিধানের প্রস্তাবনায় একাত্তরের মুক্তিযুদ্ধের চেতনা থাকবে, তবে কিছু পরিবর্তন জরুরি। তিনি বলেন, বাংলার মানুষ ব্রিটিশসহ সব ধরনের হানাদারদের বিরুদ্ধে বীরত্বপূর্ণ লড়াই করেছে। তাহলে সে চেতনার কথা কেনো উল্লেখ করা হবে না? তিনি আরও বলেন, আর অবশ্যই ছাত্র-জনতার নেতৃত্বে জুলাই-আগস্টের অভ্যুত্থানের কথা সংবিধানের প্রস্তাবনা অংশে যথাযথভাবে উল্লেখ করে...
জুলাই আন্দোলনের কথা উল্লেখ থাকতেই হবে সংবিধানের প্রস্তাবনায়: আলী রিয়াজ
নিজস্ব প্রতিবেদক
বন্দী বিনিময় চুক্তির মাধ্যমে শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচার করা হবে: আসিফ মাহমুদ
নিজস্ব প্রতিবেদক
ফ্যাসিবাদি হাসিনা পালিয়ে গিয়েও ভারতে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে মন্তব্য করে উপদেষ্টা আসিফ মাহমুদ বলেছেন, ভারতের সাথে করা বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে। সচিবালয়ে এক অনুষ্ঠান শেষে একথা জানান উপদেষ্টা আসিফ মাহমুদ। ভারতের গণমাধ্যম বাংলাদেশের বিষয়ে মিথ্যা তথ্য ছড়াচ্ছে দাবি করে আসিফ মাহমুদ বলেন, আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতি অন্তর্বর্তী সরকারের অনুরোধ এ ব্যাপারে যেন সঠিক সংবাদ প্রচার করা হয়। শেখ হাসিনার দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেয়া থেকে শুরু করে সবশেষ আগরতলায় বাংলাদেশের উপ হাইকমিশনে হামলার ঘটনায় দুই দেশের মধ্যে সম্পর্কের তিক্ততা সৃষ্টি হয়। এ ব্যাপারে উপস্থিত আরেক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, ভারতের প্রতি মানুষের ক্ষোভ এটা স্বাভাবিক, তবে তা দুই দেশের মধ্যকার সম্পর্কে প্রভাব...
ডেঙ্গুতে গেল আরও ৫ প্রাণ
অনলাইন ডেস্ক
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় আরও ৫ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে ৩৪৪ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। আজ বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এবিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত (একদিনে) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এ বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হলো ৫৪১ জনের। আর মোট আক্রান্ত হয়েছেন ৯৭ হাজার ৯৪৭ জন। দপ্তরটি জানিয়েছে, বৃহস্পতিবার সকাল পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ঢাকার দুই সিটি করপোরেশন এলাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১৩৯ জন। এ ছাড়া ঢাকা বিভাগে ৪৪ জন, বরিশাল বিভাগে ৪১ জন, চট্টগ্রামে ৫১ জন, খুলনায় ৪১ জন, ময়মনসিংহে ৭ জন, রাজশাহীতে ১৯ জন এবং রংপুরে ২ হাসপাতালে ভর্তি হয়েছেন। ২৪ ঘণ্টায়...
বায়ুদূষণ নিয়ন্ত্রণে টাস্কফোর্স, সরানো হবে পুরনো গাড়ি: পরিবেশ উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক
বায়ুদূষণ নিয়ন্ত্রণে একটি টাস্কফোর্স গঠন করা হবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, বায়ুদূষণ নিয়ন্ত্রণে সরকার সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে। গঠিত টাস্কফোর্স আগামী বর্ষাকাল পর্যন্ত কাজ করবে। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের সম্মেলনকক্ষে শুষ্ক মৌসুমে ঢাকা ও আশেপাশের এলাকায় বায়ুদূষণ রোধে করণীয় নিয়ে আয়োজিত আন্তঃমন্ত্রণালয় সভায় তিনি এসব কথা বলেন। বায়ুদূষণের সমস্যা সমাধান রাতারাতি সম্ভব নয় উল্লেখ করে রিজওয়ানা হাসান বলেন, সেজন্য জনগণকে মাস্ক ব্যবহারে উৎসাহিত করা হচ্ছে। এছাড়া কিছু এলাকা নো ব্রিকফিল্ড জোন হিসেবে ঘোষণা করার উদ্যোগ নেয়া হচ্ছে। তিনি জানান, আগামী ছয় মাসের মধ্যে পুরোনো গাড়ি অপসারণ করা হবে এবং রাজধানীতে খোলা ট্রাক প্রবেশের বিষয়ে...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর