রাজধানী ঢাকাসহ দেশের ১৬ জেলার ওপর দিয়ে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় ও বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অফিস। আজ মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুর একটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেয়া এক সতর্কবার্তায় এ কথা জানানো হয়েছে। আবহাওয়াবিদ মো. ওমর ফারুকের স্বাক্ষর করা বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম এবং কক্সবাজার জেলার ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেইসঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। তাই এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এদিকে, আবহাওয়া অফিসের অপর এক বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী কয়েক দিন...
ঢাকাসহ ১৬ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা
অনলাইন ডেস্ক

আজ থেকে শুরু পুলিশ সপ্তাহ, থাকবে নির্বাচনী নির্দেশনা
নিজস্ব প্রতিবেদক

আজ মঙ্গলবার (২৯ এপ্রিল) থেকে শুরু হচ্ছে পুলিশ সপ্তাহ- ২০২৫। তিন দিনব্যাপী এবারের পুলিশ সপ্তাহের মূল প্রতিপাদ্য- আমার পুলিশ আমার দেশ, বৈষম্যহীন বাংলাদেশ। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আজ সকাল সাড়ে ১০টায় রাজারবাগ পুলিশ লাইনস মাঠে পুলিশ সদস্যদের উদ্দেশ্যে ভাষণ প্রদানের মাধ্যমে পুলিশ সপ্তাহের উদ্বোধন করবেন। এরপর তিনি কৃতি পুলিশ সদস্যদের পদক পরিয়ে দেবেন। মাঠপর্যায়ের কর্মকর্তাদের স্থিতিশীলতা নিশ্চিত ও একটি গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন আয়োজনের জন্য নির্দেশনা চূড়ান্ত করেছেন পুলিশের শীর্ষ কর্মকর্তারা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি শক্ত হাতে সামাল দিতে মাঠপর্যায়ের কর্মকর্তাদের কাছ থেকে চ্যালেঞ্জ ও দাবি-দাওয়াও শুনবেন ঊর্ধ্বতন কর্মকর্তারা। এদিকে পুলিশ কর্মকর্তারা জানান, পুলিশ সপ্তাহ ঘিরে বাহিনীর...
সৌদির পথে প্রথম হজ ফ্লাইট
নিজস্ব প্রতিবেদক

৩৯৮ জন হজযাত্রী নিয়ে সৌদি আরবের জেদ্দার উদ্দেশ্যে রওনা দিয়েছে প্রথম হজফ্লাইট। সোমবার (২৮ এপ্রিল) দিবাগত রাত ২টা ২০ মিনিটে বাংলাদেশি হজযাত্রী বহনকারী প্রথম ফ্লাইট (এসভি-৩৮০৩) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জেদ্দার উদ্দেশে ছেড়ে যায়। ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন হজ ফ্লাইট-২০২৫ উদ্বোধন করেন সোমবার সন্ধ্যায় রাজধানীর আশকোনা হজক্যাম্পে। এরপর উপদেষ্টা হজযাত্রীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এসময় তিনি হজযাত্রীদেরকে সৌদি আরবের আইন-কানুন মেনে চলতে অনুরোধ জানান। পাশাপাশি দেশের ভাবমূর্তি ক্ষুন্ন হয় এমন কাজ থেকে বিরত থাকতেও এসময় তিনি হজযাত্রীদের অনুরোধ জানান। প্রথম দিনে মোট ১০টি ফ্লাইটে চার হাজার ১৮০ জন হজযাত্রী সৌদি যাবেন। এর মধ্যে আটটি ফ্লাইট সৌদি আরবের জেদ্দায় কিং আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে এবং দুটি ফ্লাইট মদিনায় প্রিন্স...
বেতন গ্রেড নিয়ে সরকারি প্রাথমিক শিক্ষকদের জন্য সুখবর
অনলাইন ডেস্ক

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের জন্য সুখবর। সহকারী শিক্ষক ও প্রধান শিক্ষকদের বেতন গ্রেড উন্নীত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সিদ্ধান্ত কার্যকর হলে সহকারী শিক্ষকরা পাবেন ১২তম গ্রেডে এবং প্রধান শিক্ষকরা ১০ম গ্রেডে বেতন। বর্তমানে তারা যথাক্রমে ১৩তম ও ১১তম গ্রেডে বেতন পাচ্ছেন। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক মনজুর আহমদের নেতৃত্বাধীন পরামর্শক কমিটির সুপারিশ এবং আদালতের রায় অনুযায়ী। মন্ত্রণালয়ের পক্ষ থেকে সম্প্রতি প্রাথমিক শিক্ষা অধিদফতরকে (ডিপিই) একটি নির্দেশনা পাঠানো হয়েছে, যেখানে বলা হয়েছে, জনবল কাঠামো (অর্গানোগ্রাম) অনুযায়ী প্রস্তাবিত বেতন স্কেল উন্নীত করতে হবে। এ লক্ষ্যে চেকলিস্ট অনুযায়ী প্রস্তাব প্রণয়ন করে তা মন্ত্রণালয়ে জমা দিতে বলা হয়েছে।...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর