<p style="text-align:justify">অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে আজ বুধবার (৪ ডিসেম্বর) সংলাপে বসবে বিএনপি। ৫ সদস্যের প্রতিনিধি দলে নেতৃত্ব দেবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। </p> <p style="text-align:justify">মঙ্গলবার (৩ ডিসেম্বর) রাতে বিএনপির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। </p> <p style="text-align:justify">প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী ও অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।</p> <p style="text-align:justify">রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বুধবার বিকেল ৪টায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।</p> <p><a href="https://www.news24bd.tv/">news24bd.tv/</a>এসএম </p>
প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির সংলাপ আজ
অনলাইন ডেস্ক
বিএনপির সঙ্গে রাজনৈতিক সম্পর্ক নতুন উচ্চতায় নেওয়ার আশা পাকিস্তানের
নিজস্ব প্রতিবেদক
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ। আজ মঙ্গলবার (৩ ডিসেম্বর) রাত সাড়ে ৮টায় বেগম খালেদা জিয়ার গুলশানের বাসায় স্ত্রীসহ যান পাকিস্তানের হাইকমিশনার। পরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন সাংবাদিকদের জানান, পাকিস্তানের হাইকমিশনার মূলত খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ খবর নিয়েছেন। এছাড়া বিএনপির সঙ্গে রাজনৈতিক দল হিসেবে পাকিস্তানের যে সম্পর্ক, সেটি আরও নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার আশা করেন তিনি। বৈঠকে বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক ভবিষ্যতে আরও ভালো হবে বলেও আশা প্রকাশ করেন পাকিস্তানের হাইকমিশনার।...
আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার প্রতিবাদে ঢাকায় বিএনপির মিছিল
অনলাইন ডেস্ক
ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশন কার্যালয়ে হামলার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি। আজ মঙ্গলবার ( ৩ নভেম্বর) বেলা সাড়ে তিনটার দিকে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে মিছিলটি হয়। মিছিলটি নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে বের হয়। সেটি নাইটিঙ্গেল মোড় ঘুরে আবার নয়াপল্টনে গিয়ে শেষ হয়। সেখানে রুহুল কবির রিজভী সংক্ষিপ্ত বক্তব্য দেন। রিজভী বলেন, ভারতে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের নিরাপত্তা নেই। তাঁদের ওপর অসংখ্য নির্মমতার ঘটনা প্রতিনিয়ত ঘটছে। সেসব নিয়ে তাদের কোনো অনুশোচনা নেই। অথচ তারা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে অস্থিরতা দেখাচ্ছে। বাংলাদেশে নিজেদের মাস্টারপ্ল্যান (মহাপরিকল্পনা) বাস্তবায়ন না হওয়ায় ভারত অযাচিত উদ্বেগ ও উগ্রতা প্রকাশ করছে। বিক্ষোভ মিছিলে আরও অংশ...
মামুনুল হককে দেখতে হাসপাতালে জামায়াত আমির
নিজস্ব প্রতিবেদক
<p style="text-align:justify">হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক অসুস্থ হয়ে রাজধানী ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন। তাকে দেখতে হাসপাতালে গিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। <br /> <br /> মঙ্গলবার (৩ ডিসেম্বর) মাওলানা মামুনুল হকের শারীরিক অবস্থার খোঁজখবর নিতে হাসপাতালে যান শফিকুর রহমান। এ সময় মামুনুল হকের দ্রুত আরোগ্য কামনা করে দোয়া করেন জামায়াত আমির।<br /> <br /> এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মো. মোবারক হোসাইন প্রমুখ।<br /> <br /> <a href="http://news24bd.tv/">news24bd.tv</a>/DHL</p>
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর