আগামী ২ মার্চ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন (ইসি)। সোমবার (২ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নতুন নির্বাচন কমিশনের প্রথম কমিশন সভা শেষে এ তথ্য জানানো হয়।
এদিন বেলা ১১টায় ঢাকা শহরের আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ে প্রথম বৈঠকে বসে নতুন নির্বাচন কমিশন (ইসি)।
সভায় সভাপতিত্ব করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এম এম নাসির উদ্দীন। এছাড়া, উপস্থিত ছিলেন চার নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার, আবদুর রহমানেল মাসুদ, তহমিদা আহমদ ও আবুল ফজল মো. সানাউল্লাহ।
নতুন নির্বাচন কমিশন গঠনের আগে, সরকার সার্চ কমিটির সুপারিশের ভিত্তিতে সাবেক সচিব এম এম নাসির উদ্দীনকে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ দেয়, এবং তার সঙ্গে আরও চারজনকে নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়।...
ছাত্র-জনতার আন্দোলনের ফলে ক্ষমতাচ্যুত হওয়া শেখ হাসিনার ১৫ বছরের শাসনামলে ২৮ উপায়ে দুর্নীতি এবং বিদেশে প্রায় ৩০ লাখ কোটি টাকা পাচারের অভিযোগ উঠেছে। অর্থনীতিতে অনিয়ম ও দুর্নীতি তদন্তে গঠিত শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
রোববার (১ ডিসেম্বর) কমিটির প্রধান ড. দেবপ্রিয় ভট্টাচার্য প্রতিবেদনটি প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে হস্তান্তর করেন। প্রধান উপদেষ্টার কার্যালয় জানিয়েছে, প্রতিবেদনটি শিগগির জনসাধারণের জন্য প্রকাশ করা হবে।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, বিগত সরকারের শাসনামলে রাষ্ট্রীয় সম্পদ ও অর্থনীতির বিভিন্ন খাত থেকে দুর্নীতির মাধ্যমে এই বিপুল অর্থ বিদেশে পাচার হয়েছে।
শ্বেতপত্রে দুর্নীতির জন্য সবচেয়ে বড় খাত হিসেবে ব্যাংকিং খাতের নাম উল্লেখ করা হয়েছে। ব্যাংকিং খাতের পরে দুর্নীতির প্রধান খাত হিসেবে চিহ্নিত...
লালমনিরহাটে চীনের সহায়তায় বিমানঘাঁটি নির্মাণের দাবি মিথ্যা
অনলাইন ডেস্ক
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া খবর, যেখানে বলা হয়েছে যে চীনের প্রযুক্তিগত সহায়তায় লালমনিরহাটে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম বিমানঘাঁটি নির্মাণ করবে বাংলাদেশ বিমান বাহিনী, সেটি পুরোপুরি ভিত্তিহীন বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
২৭ নভেম্বর BDMilitary/BDOSINT নামের একটি ফেসবুক পেজে পোস্ট করা হয় যে, বাংলাদেশ বিমানবাহিনী লালমনিরহাটে ৭০০ একর জমি নিয়ে একটি নতুন বিমানঘাঁটি নির্মাণ করবে। সেখানে ৭০টি যুদ্ধবিমান রাখার ব্যবস্থা থাকবে এবং এটি উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলো বিচ্ছিন্ন করার মতো কৌশলগত অবস্থানে থাকবে।
পোস্টে আরও উল্লেখ করা হয়, বিমানঘাঁটি তিনটি বিভাগে ভাগ করা হবেকমব্যাট অপারেশনস বিভাগ, রক্ষণাবেক্ষণ ও মেরামত বিভাগ (এমআরও), এবং একটি মহাকাশ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।
ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠান রিউমর স্ক্যানার জানায়, দাবিটির...
বাংলাদেশ নিয়ে প্রতিবেশী দেশের মিডিয়া মিথ্যা প্রচার করে: স্বরাষ্ট্র উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক
স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, পার্শ্ববর্তী দেশের গণমাধ্যম বাংলাদেশ নিয়ে অনেক মিথ্যা খবর প্রচার করে। আজ সোমবার (২ ডিসেম্বর) রংপুরে এক সফরে গিয়ে সংখ্যালঘু ও ইসকন ইস্যু নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি।
এসময় স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এখানে (বাংলাদেশে) কোনো অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয়নি। পার্শ্ববর্তী দেশের মিডিয়া আমাদের সম্পর্কে অনেক মিথ্যা প্রচার করে।
আরও পড়ুন
দেশের ৮৫ শতাংশ সম্পদের মালিক ১০ শতাংশ মানুষ
০২ ডিসেম্বর, ২০২৪
এসময় তিনি বলেন, বাংলাদেশের গণমাধ্যম সত্য খবর প্রচারের মাধ্যমে তাদের মিথ্যা প্রচারকে বন্ধ করতে পারে।
এসময় জুলাই-অগাস্টে আন্দোলন ঘিরে হওয়া ঢালাও মামলার বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, আন্দোলন ঘিরে যারা মিথ্যা মামলা দিচ্ছে আমরা তাদেরও আইনের আওতায় আনবো।...