নতুন প্রজন্মের মধ্যে শারীরিক সুস্থতা, আত্মবিশ্বাস এবং খেলাধুলার প্রতি আগ্রহ সৃষ্টি করতে গাজীপুর জেলার ঐতিহ্যবাহী উপজেলা কাপাসিয়ায় বসুন্ধরা শুভসংঘ পাঠাগারের ব্যতিক্রমধর্মী উদ্যোগে চরখিরাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠিত হলো এক বর্ণাঢ্য ক্রীড়া প্রতিযোগিতা। শিশুদের চোখে মুখে ছিল আনন্দের ঝলক, প্রতিটি পদক্ষেপে ছিল উচ্ছ্বাস আর প্রাণচাঞ্চল্যের স্পন্দন। প্রতিযোগিতায় দৌড়, লাফ, দড়ি লাফ, বল ছোড়া প্রভৃতি ইভেন্টে শিশুদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। কেবল প্রতিযোগিতা নয়, ছিল সহপাঠীদের প্রতি উৎসাহ, বন্ধুত্বের হাত বাড়িয়ে দেওয়া, হার-জিতের ঊর্ধ্বে গিয়ে একসাথে আনন্দ ভাগ করে নেওয়ার মনোভাব। অনুষ্ঠান শেষে বিজয়ীদের হাতে তুলে দেওয়া হয় সনদপত্র ও উপহার সামগ্রী। তবে সবচেয়ে বড় পুরস্কার ছিল তাদের মুখের হাসি, চোখের উজ্জ্বলতা, আর দিনভর...
কাপাসিয়ায় বসুন্ধরা শুভসংঘ পাঠাগারের ব্যতিক্রমধর্মী ক্রীড়া প্রতিযোগিতা
বসুন্ধরা শুভসংঘ ডেস্ক

কুষ্টিয়ায় অর্ধশত শিক্ষার্থী পেল শুভসংঘের শিক্ষা উপকরণ
নিজস্ব প্রতিবেদক, কুষ্টিয়া

কুষ্টিয়া শহরের থানাপাড়ায় স্থাপিত বসুন্ধরা শুভসংঘ স্কুলের শিক্ষার্থীদের জন্যে আনন্দঘন দিন গেল আজ বুধবার (৭ মে)। এদিন বসুন্ধরা শুভসংঘের পক্ষ থেকে স্কুলের সব শিক্ষার্থী শিক্ষা উপকরণ পেয়েছে। শিক্ষা উপকরণ পেয়ে শিক্ষার্থীরা আনন্দ প্রকাশ করে এবং বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যানসহ সকল কর্মকর্তার জন্য দোয়া করে। স্কুল শেষে ছোট্ট শিক্ষার্থীদের হাতে খাতা, কলম, পেন্সিল, কার্টার ও রাবার তুলে দেওয়া হয়। শিশু থেকে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীরা শিক্ষা উপকরণ পেয়ে উল্লাস প্রকাশ করেছে। শিক্ষার্থীদের অবিভাবকরা শুভসংঘের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। এসময় জাতীয়তাবাদী সাংবাদিক ফোরাম কুষ্টিয়ার সভাপতি ও দৈনিক ইত্তেফাকের কুষ্টিয়া প্রতিনিধি মোস্তাফিজুর রহমান, শুভসংঘের উপদেষ্টা, কুষ্টিয়া জেলা প্রেসক্লাবের সভাপতি ও কালের কণ্ঠ কুষ্টিয়ার নিজস্ব প্রতিবেদক তারিকুল...
ঘোড়াঘাটে মাদ্রাসার শিক্ষার্থীদের নিয়ে বসুন্ধরা শুভসংঘের নানা আয়োজন
শুভসংঘ ডেস্ক

বসুন্ধরা শুভসংঘ ঘোড়াঘাট উপজেলা শাখার উদ্যোগে তছিরুন্নেসা হামিউস সুন্নাহ নুরানি মাদ্রাসার শিক্ষার্থীদের নিয়ে এক প্রাণবন্ত প্রতিযোগিতার আয়োজন করা হয়। আজ বুধবার (৭ মে) দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থীরা বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। প্রতিযোগিতার বিষয় ছিল শুদ্ধভাবে কোরআন তিলাওয়াত, দৌড়, মাটির হাঁড়ি ভাঙা, সুন্দর হাতের লেখা এবং গ্রুপভিত্তিক গজল প্রতিযোগিতা। শিক্ষার্থীদের মাঝে এ সময় উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায়। ওই আয়োজনে প্রায় ৫০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। শুধু বিজয়ীরাই নয়, অংশগ্রহণকারী প্রত্যেক শিক্ষার্থীকে দেওয়া হয় সান্ত্বনা পুরস্কার যা ভবিষ্যতে তাদের অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। বসুন্ধরা শুভসংঘ ঘোড়াঘাট উপজেলা শাখার সভাপতি মো....
'শিশুর সাংস্কৃতিক ও মানসিক বিকাশে বিদ্যালয়ের ভূমিকা' শীর্ষক মত বিনিময় সভা
নাজিরপুর (পিরোজপুর) প্রতিনিধি

শিশুদের সামগ্রিক বিকাশে স্কুল একটি মুখ্য ভূমিকা পালন করে। শিশু তার শৈশবকালে যে পরিবেশ এবং অভিজ্ঞতার সম্মুখীন হতে পারে, তাতে স্কুল এবং তাদের শিক্ষকমন্ডলী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পিরোজপুরের নাজিরপুরে বসুন্ধরা শুভসংঘের আয়োজনে শিশুর সাংস্কৃতিক ও মানসিক বিকাশে বিদ্যালয়ের ভূমিকা শীর্ষক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (৭ মে) উপজেলার সদরে অবস্থিত সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। বসুন্ধরা শুভসংঘের সভাপতি উথান মন্ডলের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক আল-আমিন হাজরার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত সমাদ্দার। এছাড়া মতবিনিময়ে অংশ নেন কালের কন্ঠ প্রতিনিধি অহিদুজ্জামান, বসুন্ধরা শুভসংঘের নেতৃবৃন্দ ও স্কুলের শিক্ষকবৃন্দ। এসময় বক্তাদের মতামতের...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর