‘নির্বাচনের নিয়ন্ত্রণ ছাত্রলীগের হাতে’

ছাত্রদলের ভিপি প্রার্থী মোস্তাফিজুর রহমান

‘নির্বাচনের নিয়ন্ত্রণ ছাত্রলীগের হাতে’

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে প্রার্থী ও ভোটারদের ভোটকেন্দ্রে প্রবেশে বাধা দিচ্ছে ছাত্রলীগ ক্যাডাররা। ছাত্রদলের সহ-সভাপতি (ভিপি) প্রার্থী মোস্তাফিজুর রহমান এ অভিযোগ করেছেন।

সোমবার সকালে এফ রহমান হল ও হাজী মোহাম্মদ মহসিন হলের ভোট কেন্দ্রের পরিবেশ দেখে তিনি এ মন্তব্য করেন।

ভোটকেন্দ্রের নিয়ন্ত্রণ ছাত্রলীগের হাতে এ দাবি করে তিনি বলেন, হলের ফটকে ছাত্রলীগের কর্মী সমর্থকরা অবস্থান নিয়ে আছে।

ছাত্রদলের প্রার্থীদের কেন্দ্রে ঢুকতে দিচ্ছে না। বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছিল ভোটকেন্দ্রে প্রবেশ গেটের নিয়ন্ত্রণ তাদের হাতে থাকবে। কিন্তু পরিস্থিতি ঠিক তার উল্টো।

ভোটকেন্দ্রে কৃত্রিম লাইন তৈরি করা হয়েছে জানিয়ে ছাত্রদলের এ ভিপি প্রার্থী।

তিনি বলেন, ভোট কেন্দ্রে কৃত্রিম একটি লাইন তৈরি করে রাখা হয়েছে। লাইনে যারা দাঁড়িয়েছেন তারা সাধারণ ভোটারদের প্রবেশ করতে দিচ্ছে না।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর