আগামীকাল ভারতের পররাষ্ট্র সচিবের নেতৃত্বে যে টিম বাংলাদেশে আসবে তাদের সাথে ফলপ্রসূ বৈঠক হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। আজ রোববার (৮ ডিসেম্বর) সকালে জাতীয় প্রেসক্লাবে সার্কের ৪০ বছর উদযাপন উপলক্ষে সার্ক জার্নালিস্ট ফোরামের আলোচনা অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। এসময় তিনি জানান, ৫ আগস্টের পরে ভারতের সাথে সম্পর্কের গুনগত কিছুটা অবনতি হলেও আলোচনার মাধ্যমে অনেক কিছুই সমাধান সম্ভব। এসময় পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ১০ বছর যাবত সার্কের কোন বৈঠক না হলেও সচিব পর্যায়ের বৈঠকের মাধ্যমে অনেক বিষয়ের সমাধান হতে পারে। পররাষ্ট্র উপদেষ্টা আরও জানান, বাংলাদেশ নিয়ে ভারতের চলমান মন-মানসিকতার কারণে দুই দেশের অর্থনীতিতেই নেতিবাচক প্রভাব পড়ছে।...
দুই দেশের অর্থনীতিতেই নেতিবাচক প্রভাব পড়ছে: পররাষ্ট্র উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক
তিন সংগঠনের ছয় প্রতিনিধি যাচ্ছে ভারতীয় হাইকমিশনে
অনলাইন ডেস্ক
ভারতীয় হাইকমিশন অভিমুখে বিএনপির তিনটি অঙ্গ সংগঠনের যৌথ প্রতিবাদী পদযাত্রা ও স্মারকলিপি প্রদান কর্মসূচি আটকে দিয়েছে পুলিশ। রোববার (৮ ডিসেম্বর) দুপুরে রামপুরা ব্রিজের ওপর ব্যারিকেড দিয়ে পদযাত্রাটি আটকে দেন তারা। এরপর স্মারকলিপি দেওয়ার জন্য বিএনপির তিন সংগঠনের ছয় জন প্রতিনিধিকে ভারতীয় হাইকমিশনে নিয়ে যাওয়ার জন্য প্রস্তাব দিয়েছে পুলিশ। প্রস্তাবে রাজি হয়ে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিনিধিরা ভারতীয় হাইকমিশনের উদ্দেশে রওনা হয়েছেন। ছয় প্রতিনিধি হলেন- যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী ও সাধারণ সম্পাদক রাজিব আহসান, জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দীন নাসির। বিষয়টি পুলিশের গুলশান জোনের...
এখন থেকে দেশে অবৈধ বিদেশি নাগরিক থাকতে পারবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক
স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, এখন থেকে বাংলাদেশে কোনো অবৈধ বিদেশি নাগরিক থাকতে পারবে না। এজন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আদেশ জারি করা হয়েছে। এর সাথে আইনশৃঙ্খলা অবনতি হওয়ার কোনো সম্পর্ক নাই। আজ রোববার (৮ ডিসেম্বর) সাংবাদিকদের তিনি এ কথা বলেন। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বাংলাদেশ-ভারতের মধ্যকার বর্তমান পরিস্থিতি বর্ডারে কোনো প্রভাব ফেলবে না। সীমান্তে সতর্কতা জারি রয়েছে। সীমান্ত দিয়ে কোনো অবৈধ অনুপ্রবেশ ঘটতে দেওয়া হবে না। ভারতের কিছু মিডিয়া ভুল তথ্য প্রচার করছে এ বিষয়ে। এ নিয়ে বাংলাদেশের মিডিয়াকে আরও সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। তিনি বলেন, থার্টি ফার্স্ট নাইটে ঢাকাসহ সারা দেশের বার বন্ধ থাকবে। ফানুস ওড়ানো যাবে না, আতসবাজি ফোটানো যাবে না। সরকারের চার মাসে সারা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো...
২ জানুয়ারি খসড়া ভোটার তালিকা প্রকাশ
অনলাইন ডেস্ক
আগামী ২ জানুয়ারি দেশের খসড়া ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন (ইসি)। এ তথ্য নিশ্চিত করেছে ইসির জনসংযোগ পরিচালক মো. শরিফুল আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তি। আজ রোববার (৮ ডিসেম্বর) প্রকাশিত ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়, যেসব নাগরিকের জাতীয় পরিচয়পত্রে (এনআইডি) কোনো ভুল রয়েছে, তারা যেন দ্রুত সংশ্লিষ্ট উপজেলা বা থানা নির্বাচন অফিসে গিয়ে তা সংশোধন করেন। ভুল সংশোধনের কাজ ২ জানুয়ারির আগেই সম্পন্ন করার অনুরোধ জানানো হয়েছে। ইসি জানিয়েছে, খসড়া তালিকা প্রকাশের আগে ভুল সংশোধন না করলে তা ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হতে পারে, যা পরবর্তীতে আরও জটিলতার সৃষ্টি করবে। ভোটার তালিকা হালনাগাদের এই প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ইসি ভোটারদের যথাসময়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে।...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর