রাজধানীর চাঁদনী চক মার্কেটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে হেনস্থার প্রতিবাদ করায় দুই শিক্ষার্থীকে মারধরের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ২৬ মে রাতে কাপড় কেনাকে কেন্দ্র করে কটূক্তির প্রতিবাদে শাহেদুল ইসলাম ও আয়াজুর রহমানকে মারধর করে দোকানদার ও অন্যান্য ব্যবসায়ীরা। একজনকে ৪০ মিনিট আটকে রেখে নির্যাতনও করা হয়। বিশ্ববিদ্যালয় প্রশাসন দ্রুত বিচার দাবি করে কঠোর হুঁশিয়ারি দিয়েছে। ইতোমধ্যে পাঁচজনের নামসহ ৫০ জনকে আসামি করে মামলা করা হয়েছে এবং তিনজন গ্রেপ্তার হয়েছে। ঘটনাস্থলে প্রক্টর ও হল প্রশাসন উপস্থিত ছিলেন। আহত শিক্ষার্থীরা হাসপাতালে চিকিৎসাধীন। news24bd.tv/FA
ঢাবি শিক্ষার্থীদের মারধরের ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতিবাদ
নিজস্ব প্রতিবেদক

ঢাবি ভর্তিতে বিশেষ সুবিধা পাবেন জুলাই শহীদ-আহত পরিবারের সদস্যরা
নিজস্ব প্রতিবেদক

জুলাই গণঅভ্যুত্থানে অভ্যুত্থানে শহীদ এবং আহত ব্যক্তিদের পরিবারের সদস্যরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে বিশেষ সুবিধা পাবেন বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সোমবার (২৬ মে) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, জুলাই-আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে গেজেটভুক্ত শহীদ এবং তালিকাভুক্ত আহত ব্যক্তিদের পরিবারের সদস্যদের শুধু ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ১ম বর্ষ আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির ক্ষেত্রে বিশেষ সুবিধা প্রদান করা হবে। এতে আরও বলা হয়, পরিবারের সদস্য হিসেবে স্ত্রী-ছেলে-মেয়ে বিশেষ সুবিধা পাবেন। স্ত্রী-ছেলে-মেয়ে না থাকলে শহীদ ও আহতদের ভাই-বোনরা এই সুবিধা পাবেন। সম্প্রতি ডিনস্ কমিটির এক সভায় এসব সিদ্ধান্ত নেয়া...
সাম্যর মৃত্যুর ঘটনা তদন্তে গঠিত কমিটির প্রতিবেদন পেশ
নিজস্ব প্রতিবেদক

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষা ও গবেষণা ইন্সটিটিউটের শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্যর মৃত্যুর ঘটনা তদন্তে গঠিত বিশ্ববিদ্যালয়ের তদন্ত কমিটির প্রতিবেদন পেশ করা হয়েছে। তদন্ত কমিটির আহ্বায়ক কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান আজ সোমবার (২৬ মে) সকালে উপাচার্য ভবনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানের কাছে এই তদন্ত প্রতিবেদন হস্তান্তর করেন। এসময় অন্যান্যের মধ্যে প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদ এবং কমিটির সদস্য-সচিব সহকারী প্রক্টর শিক্ষা ও গবেষণা ইন্সটিটিউটের সহযোগী অধ্যাপক শারমীন কবীর উপস্থিত ছিলেন। সংশ্লিষ্টদের দাবি, যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে এই তদন্ত প্রতিবেদন তৈরি করা হয়েছে। এই প্রতিবেদন পর্যালোচনা করে বিশ্ববিদ্যালয়ের প্রচলিত নিয়ম অনুযায়ী পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে। গত ১৩ মে দিবাগত রাতে...
৪৬তম বিসিএস লিখিত পরীক্ষা: পুনর্নির্ধারিত সময়সূচি প্রকাশ
অনলাইন ডেস্ক

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষার নতুন সময়সূচি প্রকাশ করেছে। পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরিনের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, লিখিত পরীক্ষার আবশ্যিক বিষয়গুলোর পরীক্ষা শুরু হবে ২৪ জুলাই এবং চলবে ৩ আগস্ট পর্যন্ত। এরপর পদ-সংশ্লিষ্ট বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে ১০ আগস্ট থেকে ২১ আগস্ট পর্যন্ত। এবারের পরীক্ষাগুলো দেশের আটটি কেন্দ্রে অনুষ্ঠিত হবে—ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর এবং ময়মনসিংহ। প্রসঙ্গত, গত ৯ মে প্রকাশিত ৪৬তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার ফলে মোট ১০ হাজার ৬৩৮ জন প্রার্থী লিখিত পরীক্ষার জন্য নির্বাচিত হন। news24bd.tv/তৌহিদ