প্রথম বাংলাদেশি হিসেবে কমলা বাসিন অ্যাওয়ার্ড পেলেন জয়া চাকমা
অনলাইন ডেস্ক
প্রথম বাংলাদেশি হিসেবে ভারতের কমলা বাসিন স্পেশাল জুরি অ্যাওয়ার্ড পেয়েছেন দেশের প্রথম ফিফা নারী রেফারি ও বিকেএসপির ফুটবল কোচ জয়া চাকমা।
শনিবার দিল্লিতে জমকালো এক অনুষ্ঠানে এ পুরস্কার গ্রহণ করেন সাবেক এই ফুটবলার। বাংলাদেশের জয়া চাকমা পেয়েছেন স্পেশাল জুরি অ্যাওয়ার্ড। প্রথম বাংলাদেশি হিসাবে ভারতের এই অ্যাওয়ার্ড পেলেন তিনি।
প্রথম বাংলাদেশি হিসেবে এই পুরস্কার জিতে নিয়ে জয়া চাকমা বলেন, এ পুরস্কার পেয়ে আমি অনেক আনন্দিত। এ অর্জন আমার একার নয়, দেশের মানুষেরও। এ স্বীকৃতি আগামীতে আমাকে কাজ করতে আরও অনুপ্রাণিত করবে।
আরও পড়ুন
ব্লাইন্ড টি২০ বিশ্বকাপ: শ্রীলঙ্কাকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ
০১ ডিসেম্বর, ২০২৪
দক্ষিণ এশিয়া থেকে মোট ৯০টি আবেদন জমা পড়ে এই অ্যাওয়ার্ডের জন্য। সেখান থেকে যাচাই-বাছাই করে দুজনকে কমলা বাসিন অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে।...
চ্যাম্পিয়নস লিগে লিভারপুলের বিপক্ষে পেনাল্টি মিসের খেসারত দিতে হয়েছিলো ফরাসি তারকা এমবাপ্পেকে। রিয়াল সমর্থকরা রীতিমতো কাঠগড়ায় দাঁড় করিয়েছিলেন তাকে। সেজন্যই হয়তো এবার এমবাপ্পেকে পেনাল্টি নিতে দেননি মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তি।
পেনাল্টির সুযোগ কাজে লাগিয়ে স্পটকিক থেকে গোলের দেখা পেলেন জুড বেলিংহাম। পরে অবশ্য গোল করেছেন এমবাপ্পে নিজেও। আর তাতে ভর করে হেতাফেকে ২-০ গোলে জিতেছে লস ব্ল্যাঙ্কোসরা।
এদিকে ম্যাচের শুরু থেকে প্রতিপক্ষের ওপর চড়াও হয় রিয়াল। তবে গোলের মুখ দেখতে তাদের অপেক্ষায় থাকতে ৩০ মিনিট পর্যন্ত। পেনাল্টি থেকে গোল করার সময় হেতাফের গোলরক্ষককে ধোঁকা দেন বেলিংহাম। পানেনকা কিকে পরাস্ত হয়ে গোলরক্ষক দাভিদ সুরিয়া ডান দিকে পড়ে যান। বল ধীরে ধীরে জালে জড়িয়ে যায়।
আরও পড়ুন
এবার লিভারপুলের কাছে ম্যানসিটির ভরাডুবি
০২ ডিসেম্বর,...
আবারও হার সঙ্গী হয়েছে ম্যানচেস্টার সিটির। চারবারের ইংলিশ প্রিমিয়ার লিগের (ইপিএল) চ্যাম্পিয়নরা রোববার (১ ডিসেম্বর) রাতে লিভারপুলের কাছে ২-০ গোলে হেরেছে।
যদিও ম্যাচে ফেরার আপ্রাণ চেষ্টা চালিয়েছিলো সিটি। কিন্তু আর্লিং হালান্ড, বের্নারদো সিলভারা সিটিকে গোল এনে দিতে পারেননি। উলটো ৭৮ মিনিটে ব্যবধান বাড়ায় লিভারপুল। পেনাল্টি থেকে গোল করে জয় নিশ্চিত করেন সালাহ। সিটির ক্লাব ইতিহাসে এমন বাজে সময় আর বোধহয় কখনো আসেনি।
এই হারে ২০০৬ সালের পর এই প্রথম টানা সাত ম্যাচ জয়হীন রয়েছে পেপ গার্দিওলার সিটি। এর মধ্যে হেরেছে ছয়টিতে, ড্র একটি। এই হারে পয়েন্ট টেবিলের পাঁচে নেমে গেছে ম্যানসিটি। এদিকে শীর্ষস্থানে থাকা লিভারপুলের চেয়ে ১১ পয়েন্টে পিছিয়ে আছে ম্যানসিটি। ১৩ ম্যাচে লিভারপুলের পয়েন্ট ৩৪।
এদিকে দুইয়ে থাকা আর্সেনালের পয়েন্ট ২৫। ভাগ্য বদলানোর আশায়...
আইরিশ মেয়েদের হোয়াইটওয়াশ করার মিশনে টসে হেরে ফিল্ডিংয়ে গেছে বাংলাদেশের মেয়েরা। সোমবার (২ ডিসেম্বর) সকালে মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় সফরকারীরা।
শেষ খবর পাওয়া পর্যন্ত ২৪ ওভার ৩ বলে দুই উইকেটের বিনিময়ে ৮০ রান করেছে সফরকারীরা। উইকেট দুইটি নিয়েছেন সুলতানা খাতুন ও রাবেয়া খান। বাংলাদেশের সিরিজটা নিশ্চিত হয়েই আছে আগেই। তাই এবার লক্ষ্য সফরকারীদের হোয়াইটওয়াশ করা।
বাংলাদেশ একাদশ: নিগার সুলতানা জ্যোতি, নাহিদা আক্তার, ফারজানা হক, মুরশিদা খাতুন, শারমিন আক্তার সুপ্তা, ফাহিমা খাতুন, সোবহানা মুশতারি, স্বর্ণা আক্তার, রাবেয়া, সুলতানা খাতুন, মারুফা আক্তার।
আয়ারল্যান্ড একাদশ: গ্যাবি লুইস (অধিনায়ক), অ্যালানা ড্যালজেল, সারাহ ফোর্বস, অ্যামি হান্টার, অ্যারলেন ক্যালি, অ্যামি ম্যাগুয়ের, ক্যারা...