দুটি ভুয়া নন-জুডিশিয়াল স্ট্যাম্প ব্যবহার করে ব্যবসায়ী গ্রুপ ট্রান্সকম লিমিটেডের বেশির ভাগ শেয়ার ট্রান্সফারের দলিল তৈরি করা হয়েছিল। ডাক বিভাগ ও ঢাকা জেলা প্রশাসকের অফিসের প্রতিবেদনে এই তথ্য উল্লেখ করা হয়েছে। মামলায় অভিযোগ ছিল গ্রুপটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সিমিন রহমান এবং ট্রান্সকমের পাঁচ কর্মকর্তা এটি করেছেন। ওই দুটি নন-জুডিশিয়াল স্ট্যাম্পে ট্রান্সকম লিমিটেডের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান লতিফুর রহমানের ছোট মেয়ে শাযরেহ হকের ভুয়া স্বাক্ষর ফরেনসিক পরীক্ষার জন্য মামলার তদন্ত কর্মকর্তা পিবিআইয়ের উপপরিদর্শক সাজেদুর রহমানের আবেদনের ওপর শুনানি ছিল গতকাল বৃহস্পতিবার (৫ ডিসেম্বর)। তবে ঢাকা মহানগর হাকিম আদালতের বিচারক শরীফুর রহমানের আদালত ফরেনসিক পরীক্ষার আবেদন মঞ্জুর করেননি। গত ফেব্রুয়ারি মাসে শাযরেহ হক গুলশান থানায় বড় বোন সিমিন...
ট্রান্সকমের দলিল জালিয়াতি
সিমিনসহ পাঁচ কর্মকর্তাকে নিয়ে আদালতে ঢাকার ডিসি অফিস ও ডাক বিভাগের প্রতিবেদন
অনলাইন ডেস্ক
আইনজীবী সাইফুল হত্যায় আরেক আসামি রুমিত দাশ গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রাম আদালতের আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলায় আরেক আসামি রুমিত দাশকে আজ বৃহস্পতিবার গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের পক্ষ থেকে এ কথা জানানো হয়েছে। এর আগে গতরাতে এই মামলার প্রধান আসামি চন্দন দাশকে গ্রেপ্তার করা হয়। এ নিয়ে এ মামলায় দুইজন গ্রেপ্তার হলেন। আসামি রুমিত দাসকে কোথা থেকে কীভাবে গ্রেপ্তার করা হয় সে বিষয়ে এখনো বিস্তারিত জানা যায়নি। পুলিশ জানায়, প্রধান আসামি চন্দন দাসকে বুধবার (৪ ডিসেম্বর) রাত পৌনে ১২টার দিকে ভৈরব থানার ওসি মো. শাহিনের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে রেলওয়ে স্টেশন থেকে তাকে গ্রেপ্তার করে। চন্দন চট্টগ্রামের বান্ডেল রোডের সেবক কলোনির মেথরপট্টি এলাকার মৃত ধারীর ছেলে। পুলিশ জানায়, তিনি ট্রেন থেকে নেমে ভৈরবের মেথরপট্টিতে অবস্থিত শ্বশুরবাড়ি যাওয়ার পথে ছিলেন। চন্দন এই মামলার ১ নম্বর আসামি। ওসি শাহিন জানান, ঘটনার...
এবার বিস্ফোরক মামলায় ব্যারিস্টার শাহজাহান ওমরকে গ্রেপ্তার দেখালো আদালত
ঝালকাঠি প্রতিনিধি
ঝালকাঠির রাজাপুর উপজেলা বিএনপি অফিস ভাংচুরের মামলায় সাবেক আইন প্রতিমন্ত্রী ব্যারিষ্টার শাহজাহান ওমরসহ ৫জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) জুডিশিয়াল ম্যাজিষ্ট্রট আদালতের বিচারক মিরুজুল ইসলাম রাসেল তাদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। বিকেল ৩টায় ব্যারিস্টার এম শাহজাহান ওমরসহ অন্য আসামিদের প্রিজন ভ্যানে করে ঝালকাঠি চিফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে হাজির করা হয়। বিকেল সাড়ে ৩টার দিকে তাদের আদালতের এজলাসে তোলা হয়। মামলার অন্য আসামিদের মধ্যে রাজাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান মনির, ইউপি সদস্য মো রাসেল ও তাওহীদ এবং জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক তরিকুল ইসলাম সুমনকে হাজির করা হয়। ২০২৩ সালের ৩০ নভেম্বর রাজাপুর উপজেলা বিএনপির কার্যালয়ে ভাংচুরের অভিযোগে বিষ্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের...
মানি লন্ডারিংয়ের মামলা থেকে খালাস পেলেন মামুন
নিজস্ব প্রতিবেদক
মানি লন্ডারিংয়ের মামলা থেকে বেকসুর খালাস পেয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী গিয়াসউদ্দিন আল মামুন। তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘনিষ্ঠ বন্ধু। আজ বৃহস্পতিবার দুপুরে বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। আদালতে আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী ওমর সাদাত ও সাব্বির হামজা। দুদকের পক্ষে ছিলেন আইনজীবী আসিফ হাসান। মামলার বিষয়ে মামুনের আইনজীবী সাব্বির হামজা চৌধুরী জানান, ২০১৯ সালে এই মামলার ফরমায়েশি রায়ে গিয়াসউদ্দিন আল মামুনকে সাত বছরের সাজা, ১২ কোটি টাকা অর্থদণ্ড এবং ৬ কোটি ১ লাখ ৫৮ হাজার ৭৬২ টাকা বাজেয়াপ্ত করেন। এরইমধ্যে তিনি ওই সাজাও খেটেছেন। তবে স্বাধীন বিচারিক রায়ে ওই মামলায় তিনি আজ বেকসুর খালাস পেলেন। উচ্চ আদালত এই রায় দেন। উল্লেখ্য, ২০১১ সালের ২২ সেপ্টেম্বর রাজধানীর ক্যান্টনমেন্ট...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর