সেতু আছে অথচ তৈরি করা হয়নি সংযোগ সড়ক। ফলে বাঁশের সাকো নির্মাণ করে চলছে চলাচল। এতে ভোগান্তিতে পড়েছে শরীয়তপুর সদর উপজেলার পূর্ব সোনামুখীর এলাকার কয়েক হাজার মানুষ। সাঁকো দিয়ে পারাপারে প্রায়ই ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) ও স্থানীয় সূত্রে জানা গেছে, সদর উপজেলার পূর্ব সোনামুখী থেকে চার কিলোমিটারের একটি সড়ক ডামুড্যা উপজেলার কেওরভাঙ্গা এলাকায় মিলিত হয়েছে। এই সড়কটি দিয়ে প্রতিদিন যাতায়াত করে অন্তত ৩০টি গ্রামের লোকজন। স্থানীয়দের যাতায়াতের সুবিধার জন্য সড়কটির ওপর থাকা একটি পুরাতন কালভার্ট ভেঙে ৩৫ ফুট দৈর্ঘ্যের আরেকটি নতুন সেতু নির্মাণের জন্য গত বছর নভেম্বর মাসে কার্যাদেশপত্র দেয় এলজিইডি। বিডিআর করপোরেশন নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে ৩২ লাখ টাকা নির্মাণ চুক্তির পর কাজ শেষ হয় গেল মার্চে। ঠিকাদারি...
সেতুর সংযোগ সড়ক না থাকায় ভোগান্তি
শরীয়তপুর প্রতিনিধি
সীমান্তে কোটি টাকার চোরাই পণ্য জব্দ
সিলেট প্রতিনিধি
সবিজিবি সিলেট সেক্টরের অধীনস্থ জকিগঞ্জ ব্যাটালিয়ন ১৯ বিজিবির পৃথক অভিযানে ভারতীয় রয়েল অ্যানফিল্ড মোটরসাইকেল এবং মাদকসহ প্রায় কোটি টাকার ভারতীয় চোরাচালানী পণ্য জব্দ করা হয়েছে। আজ বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) দুপুরে জকিগঞ্জ ব্যাটালিয়নের (১৯ বিজিবি) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়। বিজিবি সূত্রে জানা যায়, বুধবার ও বৃহস্পতিবার গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সিলেট সেক্টরের জকিগঞ্জ ব্যাটালিয়ন ১৯ বিজিবি সিলেটের সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে চিনি, তাল মিছরি, শাড়ি, কম্বল এবং চোরাচালান কাজে ব্যবহৃত একটি ট্রাক জব্দ করে করে। এছাড়া একটি ভারতীয় রয়েল অ্যানফিল্ড মোটরসাইকেলও জব্দ করা হয়। আটক করা মালামালের আনুমানিক বাজারমূল্য ৯৩ লাখ ২৭ হাজার ২০০ টাকা। জব্দ করা মালামাল কাস্টমসে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানায় বিজিবি।...
একনায়কতন্ত্রে চলছে ঠাকুরগাঁও শিল্পকলা একাডেমি
ঠাকুরগাঁও প্রতিনিধি
জাতীয় ও স্থানীয় সংস্কৃতির নানামুখী কার্যক্রম ও কৃষ্টির উন্নয়ন, সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ ও প্রসারের মাধ্যমে সকল মানুষের জন্য শিল্প সংস্কৃতির প্রবাহ তৈরি করারর লক্ষ্যে ঠাকুরগাঁও শহরের টাঙ্গন নদীর তীরে জেলা শিল্পকলা একাডেমি ভবন অবস্থিত হয়। সকল মানুষ ও শিল্প সংস্কৃতির সাথে জড়িত মানুষদের নিয়ে শিল্পকলা একাডেমি পরিচালনা হওয়ার কথা থাকলে আওয়ামী লীগের সরকারের ১৫ বছরে তা চলেছে একনায়কতান্ত্রিক ভাবে। এক যুগ ধরে একই পদে আসীন দপ্তরটির কর্মকর্তা জেলা কালচারাল অফিসার সৈয়দ জাকির হোসেন ঈমন। সেইসাথে আওয়ামী লীগের ছত্রছায়ায় ১০ বছর ধরে সাধারণ সম্পাদকের পদ দখলে রেখেছেন তবলা বাদক প্রশিক্ষক পার্থ সারথী দাস। দপ্তরটির কর্মকর্তা আর সাধারণ সম্পাদকের যোগসাজশে একাডেমিতে কায়েম হয়েছে আরেক বাকশাল। তবলা বাদক প্রশিক্ষক হিসেবে শিল্পকলায় কাজ শুরু করেন পার্থ সারথী দাস।...
আইনজীবী সাইফুল ইসলাম হত্যা, প্রধান আসামি চন্দন গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রাম আদালতের আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলার প্রধান আসামি চন্দন (৩৫)কে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৪ ডিসেম্বর) রাত পৌনে ১২টার দিকে ভৈরব থানার ওসি মো. শাহিনের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে রেলওয়ে স্টেশন থেকে তাকে গ্রেপ্তার করে। চন্দন চট্টগ্রামের বান্ডেল রোডের সেবক কলোনির মেথরপট্টি এলাকার মৃত ধারীর ছেলে। পুলিশ জানায়, তিনি ট্রেন থেকে নেমে ভৈরবের মেথরপট্টিতে অবস্থিত শ্বশুরবাড়ি যাওয়ার পথে ছিলেন। চন্দন এই মামলার ১নং আসামি। বর্তমানে তাকে ভৈরব থানা হেফাজতে রাখা হয়েছে। ওসি শাহিন জানান, ঘটনার পর থেকে চট্টগ্রাম ডিবি পুলিশ চন্দনকে গ্রেপ্তার করার জন্য ভৈরবে অবস্থান করছিল। তথ্যপ্রযুক্তির মাধ্যমে জানা যায়, তিনি ভৈরবের শ্বশুরবাড়ির আশপাশে অবস্থান করছেন। এরপর পুলিশ সন্ধ্যা থেকে ভৈরব রেলস্টেশনে অবস্থান নেয়। রাত ১১টার দিকে একদল পুলিশ...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর