সম্প্রতি শাকিব খানের সিনেমা দরদ মুক্তি পেয়েছে প্রেক্ষাগৃহগুলোতে। এর আগে তুফান সিনেমা দিয়ে দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছিলেন শাকিব। এবার জানা গেলো গোপনেই নতুন সিনেমার প্রি-প্রোডাকশনের কাজ শুরু করেছেন পরিচালক রায়হান রাফি। সাকিবকে সঙ্গে নিয়ে তিনি এবার আনছেন তাণ্ডব।
নতুন এই সিনেমায় রায়হান রাফি চুক্তিবদ্ধ হলেও সিনেমার নায়ক শাকিব খান মৌখিকভাবে অভিনয়ে আগ্রহ প্রকাশ করেছেন, এমনটাই জানিয়েছেন সিনেমার অন্যতম প্রযোজক শাহরিয়ার শাকিল। যদিও রাফি জানালেন, শাকিবকে সঙ্গে নিয়েই ফিরছেন তিনি।
এসভিএফ ও আলফা আই এন্টারটেইনমেন্টের প্রধান শাহরিয়ার শাকিল গণমাধ্যমকে বলেন, আমরা ইতিমধ্যে সিনেমাটি নিয়ে কাজ শুরু করেছি। সবাই এখন তাণ্ডব নিয়ে ব্যস্ত। পুরোদমে প্রিপ্রোডাকশনের কাজ চলছে। সিনেমার পরিচালক চুক্তিবদ্ধ হলেও নায়ক হিসেবে আমাদের পছন্দ শাকিব খানকে। তাঁর...
রোমানা ইসলাম স্বর্ণা। বাংলাদেশি অভিনেত্রী। গুঞ্জন ছিল তিনি ২৮টি বিয়ে করেছেন। বিয়ের ফাঁদে ফেলে প্রতারণা ও অর্থ আত্নসাতের অভিযোগও ছিলো তার বিরুদ্ধে। আগে কারাদণ্ড হয়েছে। জেল খেটেছেন।
আজ সোমবার (২ ডিসেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় ক্র্যাব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এসব বিষয়ে মুখ খুললেন এই অভিনেত্রী। মূলত কারাভোগের প্রতিবাদেই এই সংবাদ সম্মেলন করলেন অভিনেত্রী।
রোমানা বলেন,২০১৯ সালে যখন আমার ক্যারিয়ারে যখন সুসময় তখন জুয়েলকে বিয়ে করি। তিনি আমার দ্বিতীয় স্বামী। আগের বউয়ের কথা গোপন রেখে আমাকে বিয়ে করে। এসব জানার পর দাম্পত্য জীবনে নেমে আসে অশান্তি ও নির্যাতন। একটা পর্যায়ে তার সঙ্গে সংসার না করার সিদ্ধান্ত নেই। নির্যাতনের জন্য কয়েকবার সাধারণ ডায়েরি করেও কোনো লাভ হয়নি। বিয়ের আগে বলেছিল, অভিনয়ে অসুবিধা নেই। কিন্তু বিয়ের পর জুয়েল আমাকে...
দীর্ঘ ২৯ বছরের দাম্পত্য জীবনের অবসান ঘটিয়েছেন এ আর রহমান ও সায়রা বানু। বিষয়টি হুট করে প্রকাশ্যে এলেও বেশ কিছুদিন ধরেই তারা আলাদা হওয়ার ব্যাপারে আলোচনা চালিয়ে যাচ্ছিলেন।
এদিকে বিচ্ছেদের এই সিদ্ধান্তকে ভক্তদের মেনে নিতে অনুরোধ করেছেন এ আর রহমান। যদিও নতুন খবর হচ্ছে তাদের সম্পর্ক আবার জোড়াও লাগতে পারে।
সায়রার আইনজীবী বন্দনা শাহ বলেছেন, এই দম্পতি বিবাহবিচ্ছেদের পথে হাঁটলেও ফের তাদের সম্পর্ক জোড়াও লাগতে পারে। ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার লিখেছে, বিচ্ছেদের পরে মন ভার করা পোস্ট দিয়েছিলেন অস্কারজয়ী সুরকার।
তিনি লিখেছিলেন, অন্তত ৩০টা বছর একসঙ্গে কাটাতে পারলে ভালো হত। কিন্তু এমন পরিসমাপ্তির কথা আমরা কল্পনাও করিনি। হৃদয় ভাঙার ভারে সৃষ্টিকর্তার আসন পর্যন্ত আজ কেঁপে উঠতে পারে। যদিও, এই দুঃখের মাঝেও আমরা জীবনের অর্থ খোঁজার চেষ্টা করছি।
এই পোস্ট...
দেশের জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান। গানের পাশাপাশি নাটক ও সিনেমায় অভিনয় দিয়েও প্রশংসিত হয়েছেন এই গায়ক। তবে বেশ লম্বা সময় ধরে অভিনয়ে আর দেখা যাচ্ছে না তাকে। গানের পাশাপাশি ফের অভিনয়ে ফিরবেন এই গায়ক?
সম্প্রতি গণমাধ্যমে এক সাক্ষাৎকারে তাহসান নিজেই সেই প্রশ্নের উত্তর স্পষ্ট জানিয়েছেন। তাহসান খান বলেন, আমি এই সময়ে পুরোটা গান নিয়ে ব্যস্ত থাকব।
তিনি বলেন, আমার কাছে সবচেয়ে কঠিন মনে হয় মৌলিক গান দর্শকদের কাছে তুলে ধরা। যে কারণে দেখবেন, অনেকেই আগের পরিচিত গানগুলোই গাইছেন। কেউ গান রিমেক করছেন। সেদিকে না ঝুঁকে আমি দর্শক বুঝে নতুন গান করছি। নতুন গান হিট করানো অনেক কঠিন। এ কারণে অনেক জায়গায় মনোযোগ দিতে চাই না। তবে যুক্তরাষ্ট্রের জনপ্রিয় গেম শো ফ্যামিলি ফিউড-এর স্বত্ব কিনেছে বিঞ্জ, সেই শো দিয়ে দীর্ঘ ৮ বছর পর কোনো অনুষ্ঠানে ফিরছি।
উল্লেখ্য,...