পঞ্চগড়ের মমিনপাড়া সীমান্ত এলাকায় বিএসএফের গুলিতে ১ জন বাংলাদেশি নিহত হয়েছে। তার নাম আনোয়ার হোসেন (৩৬)। শুক্রবার ভোরে সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের মোমিনপাড়া ও ভারতের শিংপাড়া সীমান্তের মেইন পিলার ৭৫১ এর ৮/৯ নম্বর সাব পিলারের মাঝামাঝি এলাকায় তাকে গুলি করে হত্যা করা হয়। নিহত আনোয়ারের বাড়ি তেতুঁলিয়া উপজেলার দেবনগর ইউনিয়নের দেবনগর এলাকায়। তিনি ওই এলাকার রফিকুল ইসলামের ছেলে। আরও পড়ুন দিনাজপুরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ ০৬ ডিসেম্বর, ২০২৪ বিজিবি জানায়, সীমান্তে গুলির শব্দ পেয়ে চোরাকারবারীদের প্রতিহত করার জন্য ৮ রাউন্ড ফাঁকা গুলি করেন ঘাগড়া বিজিবি ক্যাম্পের সদস্যরা। নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শেখ মোহাম্মদ বদরুদ্দোজা বলেন, পতাকা বৈঠকের মাধ্যমে নিহতের মরদেহ ফেরত আনা হবে। এছাড়া এ ঘটনার তীব্র...
পঞ্চগড়ে বিএসএফের গুলিতে ১ বাংলাদেশি নিহত
পঞ্চগড় প্রতিনিধি:
১১ দশমিক ৮ ডিগ্রিতে কাঁপছে দিনাজপুর
অনলাইন ডেস্ক
দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে । গতকাল বৃহস্পতিবার সকাল ৬টা থেকে আজ শুক্রবার সকাল ৬টা পর্যন্ত এই জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ১১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ সময় সর্বোচ্চ তাপমাত্রা ছিল কক্সবাজারের টেকনাফে ৩০ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। এদিকে হিমালয়ের কোলে থাকা পঞ্চগড়ও হিমেল বাতাসে কাঁপছে । কনকনে শীত ওই জেলার তেঁতুলিয়ায়। আজ সকাল ৬টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। এ ছাড়া ঘন কুয়াশায় পথঘাট ঢাকা পড়েছে। ফলে সড়কে হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহন। সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানায়, আজ সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। উত্তরবঙ্গের জেলা যেমন- রংপুর, নীলফামারি, দিনাজপুর,...
দিনাজপুরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩
অনলাইন ডেস্ক
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার যদুপুর এলাকায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিন জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৬ জন। তাৎক্ষণিক নিহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি। শুক্রবার (৬ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে বীরগঞ্জ উপজেলার ঠাকুরগাঁও দশ মাইল মহাসড়কের যদুর মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল গফুর। তিনি আরও জানান, তদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা থেকে হ্যারিটেজ পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঠাকুরগাঁওয়ে যাচ্ছিল। পথে যদুরহাট এলাকায় পৌঁছালে ঠাকুরগাঁও থেকে আসা ধান বোঝাই একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনজন মারা যান। পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যদের সহায়তায় তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।...
কুড়িগ্রামের তাপমাত্রা ১৪ ডিগ্রি, রাতভর ঝরে শিশির বিন্দু
অনলাইন ডেস্ক
উত্তরের জেলা কুড়িগ্রামে গতকালের চেয়ে আজ তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেয়েছে তবে ঘন কুয়াশায় ঢেকে আছে চারপাশ। গতকাল সন্ধ্যা থেকেই পড়তে শুরু করে কুয়াশা, রাতভর বৃষ্টির মত ঝরে শিশির বিন্দু। কুয়াশার কারণে সড়কে হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহন। ব্যাহত হচ্ছে মানুষের স্বাভাবিক কাজকর্ম। বিশেষ করে শীতে বিপাকে পড়েছে নদীপাড় ও চরাঞ্চলসহ ছিন্নমূল মানুষ। এছাড়া চরম বিপাকে পড়েছেন খেটে-খাওয়া ও নিম্ন আয়ের শ্রমজীবী মানুষ। শুক্রবার (৬ ডিসেম্বর) জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। জেলার তাপমাত্রা সপ্তাহ জুড়ে ১২ থেকে ১৪ ডিগ্রী সেলসিয়াসের মধ্যে উঠানামা করছে। ঠাণ্ডার অনুভূতি কিছুটা বেড়েছে। ভোর পর্যন্ত ঠাণ্ডা বাতাস বইছে। দুইদিন থেকে ঘন কুয়াশা পড়ছে। এ মাসে জেলায় দুই-তিনটা শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে বলে জানিয়েছেন রাজারহাট আবহাওয়া...
সর্বশেষ
সর্বাধিক পঠিত