নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা টোল প্লাজা এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কদের বহনকারী গাড়িতে হামলা চালিয়ে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এতে ছাত্রনেতাদের কাছ থেকে নগদ অর্থ, মুঠোফোন, ব্যাগসহ মালামাল কেড়ে নেওয়া হয়। রোববার (৮ ডিসেম্বর) দিবাগত রাত ২টায় এ ঘটনা ঘটে। হামলায় মাইক্রোবাসের জানালার কাচ ভাঙার কারণে অন্তত দুজন আহত হয়েছেন বলে জানা গেছে। ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সদস্যসচিব আরিফ সোহেলসহ ৮ জনের একটি প্রতিনিধি দল বান্দরবানের লামা উপজেলায় একটি স্মরণসভা ও মতবিনিময়ে অংশ নিতে ঢাকা থেকে রওনা হন। মেঘনা সেতুর ঢালে পৌঁছানোর পর একদল সশস্ত্র হামলাকারী গাড়ি থামিয়ে চাপাতি দিয়ে জানালার কাচ ভেঙে ফেলে। ছাত্রনেতাদের থেকে ১০ হাজার টাকা, তিনটি মুঠোফোন, ব্যাগ এবং গুরুত্বপূর্ণ নথি কেড়ে নেওয়া হয়। হামলায় আহত হন প্রতিনিধি...
মধ্যরাতে সমন্বয়কদের গাড়িতে হামলা-ছিনতাই হলো যেভাবে
অনলাইন ডেস্ক
কাশিয়ানীতে ককটেল ও দেশীয় অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার
গোপালগঞ্জ প্রতিনিধি
গোপালগঞ্জের কাশিয়ানীতে ককটেল ও দেশীয় অস্ত্রসহ দুই ডাকাত সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার (৯ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে পোনা বালুর মাঠ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। তবে ওই দলের বাকি পাঁচজন সদস্য পালিয়ে যেতে সক্ষম হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন ঢাকার কদমতলী বস্তির নুর ইসলামের ছেলে মো. হাসান (২০) এবং ভোলার বোরহানউদ্দিন উপজেলার ইউসুফ আলীর ছেলে গাড়ির হেলপার মো. শিমুল (২৭)। কাশিয়ানী হাইওয়ে থানার ভাটিয়াপাড়া ক্যাম্পের পরিদর্শক আবুল কাশেম মজুমদার জানান, একটি পিকআপ দ্রুতগতিতে ঢাকার দিকে যাওয়ার সময় হাইওয়ে পুলিশের সিগনালে থামেনি। পুলিশ ধাওয়া করে প্রায় ১০ কিলোমিটার দূরে গিয়ে পিকআপটি আটক করে। এ সময় পাঁচজন ডাকাত পালিয়ে গেলেও দুইজনকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে সাতটি ককটেল, দেশীয় অস্ত্র এবং ডাকাতির কাজে ব্যবহৃত পিকআপ জব্দ করা...
নেত্রকোনায় আর্ন্তজাতিক দুর্নীতি প্রতিরোধ দিবস পালিত
নেত্রকোনা প্রতিনিধি
নেত্রকোনায় পালিত হয়েছে আর্ন্তজাতিক দুনীতি প্রতিরোধ দিবস। এ উপলক্ষে দুর্নীতি দমন ও প্রতিরোধে করণীয় বিষয়ক আলোচনা সভা ও মানবন্ধন অনুষ্ঠিত হয়েছে। ময়মনসিংহ অঞ্চল দুর্নীতি দমন কমিশনের উদ্যোগে জেলা প্রশাসনের সহযোগিতায় নেত্রকোনা জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে সোমবার সকালে ছোট বাজার স্থানীয় শহীদ মিনারের সমানে সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা কমিটির সদস্য আলপনা বেগমের সঞ্চালনায় কমিটির সহ সভাপতি অধ্যক্ষ মো. আব্দুল বাতেনের সভাপতিত্বে সমাবেশ উদ্বোধন করেছেন জেলা প্রশাসক বনানী বিশ্বাস। এর আগে জাতীয় সংগীতের সাথে জাতীয় ও দুদকের পতাকা উত্তোলন করা হয়। পরে বেলুন উড়িয়ে কর্মসূচীর ঘোষণা করেন উদ্বোধক জেলা প্রশাসক। এ সময় বক্তব্য রাখেন, পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ, দুদক ময়মনসিং কার্যালয়ের সহাকারী পরিচালক রাজু মো. সারওয়ার হোসেন, জেলা প্রতিরোধ কমিটির সদস্য...
৬ ঘন্টা পর শরীয়তপুর-চাঁদপুর রুটে ফেরি চলাচল শুরু
শরীয়তপুর প্রতিনিধি
শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ঘন কুয়াশা কেটে যাওয়ায় ৬ ঘন্টা পর ফেরি চলাচল শুরু হয়েছে। সোমবার (৯ ডিসেম্বর) সকাল ১০ টা থেকে ফেরি চলাচল স্বাভাবিক করে দেন বিআইডব্লিউটিসি ঘাট কর্তৃপক্ষ। এর আগে ভোর ৪টা থেকে এই রুটে ফেরি চলাচল বন্ধ করে দেয়া হয়। বিআইডব্লিউটিসি নরসিংহপুর ফেরিঘাটের উপ-ব্যবস্থাপক মো. ইকবাল হোসেন জানান, রোববার (৮ ডিসেম্বর) দিনগত রাত থেকে প্রচণ্ড কুয়াশার দেখা দেয়। কুয়াশার মধ্যে দুর্ঘটনা এড়াতে এই নৌরুটে ভোর ৪ টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। পরে ঘন কুয়াশা কুয়াশা কেটে গেলে সোমবার সকাল ১০ টার দিকে ফেরি চলাচল স্বাভাবিক করে দেয়া হয়। বর্তমানে এই নৌরুটে ছোট-বড় মিলিয়ে ৬টি ফেরি চলাচল করছে। news24bd.tv/DHL
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর