‘বাংলাদেশ নিয়ে খেললে সেভেন সিস্টার্স ছিন্ন ভিন্ন হয়ে যাবে’
নিজস্ব প্রতিবেদক
ভারতে বাংলাদেশের উপ হাইকমিশনে হিন্দুত্ববাদীদের আক্রমণের প্রতিবাদ জানিয়ে বিক্ষোভে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয়। সোমবার রাতে রাজু ভাস্কর্যের সামনে জড়ো হয়ে বিক্ষোভ দেখাচ্ছে ছাত্রদের বিভিন্ন সংগঠন।
এসময় ছাত্ররা ভারতকে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে নাক না গলানোর আহ্বান জানান। তারা বলেন, বিগত স্বৈরাচার সরকারের গণঅভ্যুত্থানে পালিয়েছে। তাদের সহযোগী হয়ে ভারত বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা চালাচ্ছে তা নস্যাৎ করে দেবে ছাত্র জনতা।
এছাড়া, ভারত নিজেও সংখ্যালঘুদের উপরে নির্যাতন করে মন্তব্য করে শিক্ষার্থীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, ভারত যদি বাংলাদেশকে নিয়ে খেলে তবে বাংলাদেশ সেভেন সিস্টারস নিয়ে খেলবে।
ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লা বলেন, মমতা ব্যানার্জি বাংলাদেশের শান্তি বাহিনী পাঠাতে চান আমরা কি বসে বসে আঙ্গুল চুষবো? আপনারা একটা...
আগরতলায় বাংলাদেশি উপ হাইকমিশনে হামলা, ক্ষোভে উত্তাল বাংলাদেশ
ভারতের আগরতলায় বাংলাদেশের উপ হাইকমিশনে হামলা ও ভাঙচুরের ঘটনায় ক্ষোভে ফেটে পড়েছে বাংলাদেশ। সোমবার সন্ধ্যায় পরপরই দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ করেছে উত্তাল জনতা।
এদিন রাত আটটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে বিক্ষোভের ডাক দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। এসময় শিক্ষার্থীদের ভারতবিরোধী বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।
একইসময়ে বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে বন্দর নগরী চট্টগ্রাম। সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে বিক্ষোভে যোগ দেয় সাধারণ মানুষ। বিক্ষোভ চলছে কুমিল্লা, খুলনানহ দেশের বিভিন্ন জেলায়।
হামলার প্রতিবাদে সোমবার রাতে এক বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতের সরকারের কাছে ঘটনায় অবিলম্বে ব্যবস্থা নিয়ে পুঙ্খানুপুঙ্খ তদন্তের আহ্বান জানায়।
বিবৃতিতে বলা হয়, আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশন প্রাঙ্গণে...
আগরতলায় বাংলাদেশের উপ হাইকমিশনে হামলার প্রতিবাদে বিক্ষোভ
নিজস্ব প্রতিবেদক
আগরতলার ত্রিপুরায় অবস্থিত বাংলাদেশি উপ হাই কমিশনে হামলার প্রতিবাদে বিক্ষোভের ডাক দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক হাসনাত আব্দুল্লাহ।
সোমবার (২ ডিসেম্বর) ফেসবুকে দেয়া এক পোস্টে তিনি রাত ৮টায় রাজু ভাস্কর্যে এ বিক্ষোভের কথা জানান। পোস্টে তিনি লিখেছেন, ভারতের আগরতলাস্থ বাংলাদেশ উপ-হাই কমিশনে হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল। সময়:-রাত ০৮ টা স্থানঃ-রাজু ভাস্কর্য। এর পর থেকেই রাজু ভাস্কর্যে পাদদেশে জমা হতে শুরু করেন শিক্ষার্থীরা।
এর আগে আগরতলার ত্রিপুরায় অবস্থিত বাংলাদেশি সহকারী হাই কমিশনে হামলা চালিয়েছে উগ্র ভারতীয়রা। এ সময় বাংলাদেশের লাল সবুজ পতাকা হেনে হিঁচড়ে ছিঁড়ে ফেলা হয়।
ইসকনের সাবেক সদস্য চিন্ময় দাস প্রভুকে অবৈধভাবে গ্রেপ্তার করা হয়েছে এমন অভিযোগ তুলে ভারতের ডানপপন্থী সংস্থা হিন্দু সংগ্রাম স্মৃতি ত্রিপুরায় বাংলাদেশি...
বাংলাদেশে গত ১৫ বছরে চামচা পুঁজিবাদ চোরতন্ত্রের জন্ম দিয়েছে। ফলে উন্নয়ন বাজেটের ৪০ শতাংশ অর্থ হাওয়া হয়ে গেছে। নানা খাতে ব্যাপক লুটপাটের ঘটনা ঘটেছে। সেই সঙ্গে দেশের ১০ শতাংশ মানুষ ৮৫ শতাংশ সম্পদ ভোগ করছে। শুধু দারিদ্র্যই নয়; সম্পদ ভোগের ক্ষেত্রেও বৈষম্য তৈরি হয়েছে।
অর্থনীতির শ্বেতপত্র কমিটির পক্ষ থেকে এমনটাই তথ্য উঠে এসেছে বলে জানিয়েছেন কমিটির প্রধান ড. দেবপ্রিয় ভট্টাচার্য। সমস্যা উত্তরণে ইতোমধ্যে ৬টি সুপারিশও দেওয়া হয়েছে বলে জানান তিনি।
সোমবার রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কেন্দ্রে শ্বেতপত্র কমিটি সংবাদ সম্মেলনে এসব বিষয় তুলে দরা হয়। এতে মূল বক্তব্য দেন কমিটির প্রধান ড. দেবপ্রিয় ভট্টাচার্য। সঙ্গে অন্যান্য সদস্যরাও তাদের প্রতিক্রিয়া তুলে ধরেন।
শ্বেতপত্রে উঠে এসেছে যে, সবচেয়ে বেশি দুর্নীতি করেছেন পোশাক ছাড়া আমলারা। দ্বিতীয়...