রিসেপ তাইয়েপ এরদোয়ান, তুরস্কের প্রেসিডেন্ট।নানা ইতিবাচক কর্মকাণ্ডের জন্য ব্যাপক জনপ্রিয় তিনি। সম্প্রতি তার বক্তব্যের সমালোচনার অভিযোগে ৯ জনকে কারাগারে পাঠিয়েছেন দেশটির একটি আদালত। মঙ্গলবার ( ০৩ ডিসেম্বর) ভয়েস অব আমেরিকার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, সরকারের সমালোচনার অভিযোগে ৯ জনকে কারাগারে পাঠানো হয়েছে। গত সপ্তাহে প্রেসিডেন্ট এরদোয়ানের সমাবেশ ছিল। সেই সমাবেশ চলাকালে বিক্ষোভ করেন তারা। তাদের অভিযোগ, নিষেধাজ্ঞা সত্ত্বেও ইসরায়েলের কাছে তেল রপ্তানি অব্যাহত রেখেছে তার সরকার। ভয়েস অব আমেরিকা জানিয়েছে, শুক্রবার একটি ফোরামে বক্তব্য দিচ্ছিলেন এরদোয়ান। এ সময় তারা বলেন, তার সরকার ইসরায়েলের প্রতি সংহতি বজায় রাখতে ব্যর্থ হয়েছে। গাজায় জাহাজে করে বোমা যাচ্ছে এবং গণহত্যায় মদদ বন্ধ করো বলেও স্লোগান দেন তারা।...
এরদোয়ানের সমালোচনা করে কারাগারে ৯ তরুণ
অনলাইন ডেস্ক
ট্রাম্পের জয়ে আমেরিকা যেতে চান না ৪২% আন্তর্জাতিক শিক্ষার্থী
অনলাইন ডেস্ক
গত ৫ নভেম্বর মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প নির্বাচিত হওয়ার পর আন্তর্জাতিক শিক্ষার্থীরা পড়াশোনার জন্য দেশটি এড়িয়ে চলতে চাইছেন। অনেক শিক্ষার্থী আবার সিদ্ধান্তহীনতায় ভুগছেন। এক জরিপ থেকে এসব তথ্য পাওয়া গেছে। নির্বাচনের আগে গত অক্টোবরে কিস্টোন পালস নামে একটি সমীক্ষা প্রতিষ্ঠান একটি জরিপ চালিয়েছিল।পূর্ব এশিয়া, দক্ষিণ এশিয়া, যুক্তরাজ্য, ইউরোপের অন্য দেশ, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা ও আফ্রিকার ৬০০ শিক্ষার্থী জরিপে অংশ নিয়ে নানা প্রশ্নের উত্তর দেন। জরিপে দেখা গেছে, ট্রাম্প নির্বাচিত হওয়ায় যুক্তরাষ্ট্রকে উচ্চশিক্ষার জন্য কম আকর্ষণীয় করবে বলে মনে করেছেন আন্তর্জাতিক শিক্ষার্থীরা। ৪২ শতাংশ আন্তর্জাতিক শিক্ষার্থী পড়াশোনার জন্য যুক্তরাষ্ট্রকে এড়িয়ে চলতে চেয়েছেন। অন্যদিকে, মার্কিন...
নামিবিয়ার প্রথম নারী প্রেসিডেন্ট হলেন নাদাইতওয়া
অনলাইন ডেস্ক
নামিবিয়ার প্রথম নারি প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ক্ষমতাসীন এসডব্লিউএপিও দলের নেত্রী নেতুম্বো নান্দি নাদাইতওয়া। মঙ্গলবার (৩ ডিসেম্বর) দেশটির নির্বাচন কমিশন নির্বাচনের ফলাফল প্রকাশ করে। নান্দি নাদাইতওয়া বর্তমানে নাবিবিয়ার ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন। প্রেসিডেন্ট হিসেবে তার জয়ের মধ্য দিয়ে এসডব্লিউএপিও দলটির ক্ষমতায় থাকার মেয়াদ আরও বাড়ছে। দলটির নেতৃত্বে ১৯৯০ সালে নামিবিয়া দক্ষিণ আফ্রিকার কাছ থেকে স্বাধীন হয়। এরপর ৩৪ বছর ধরে ক্ষমতায় আছে দলটি। নামিবিয়ার নির্বাচন কমিশনের হিসাব অনুসারে, প্রেসিডেন্ট নির্বাচনে নান্দি ৫৭ শতাংশের মতো ভোট পেয়েছেন। নিয়ম অনুযায়ী, প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হতে হলে প্রার্থীকে ৫০ শতাংশের বেশি ভোট নিশ্চিত করতে হবে। প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী ঘোষণা করার পর ৭২ বছর বয়সী নান্দি নাদাইতওয়া বলেন,...
গাজায় ইসরায়েলি হামলায় আরও ৩৬ ফিলিস্তিনি নিহত
অনলাইন ডেস্ক
ইসরায়েলি হামলায় ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় গত ২৪ ঘণ্টায় আরও ৩৬ ফিলিস্তিনি নিহত হয়েছেন। বুধবার (০৪ ডিসেম্বর) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গাজাজুড়ে গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় আরও অন্তত ৩৬ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও ১০০ ফিলিস্তিনি। জাতিসংঘের হিসাবমতে, গাজায় ভবন ধসে এ পর্যন্ত ৪২ মিলিয়ন টনেরও বেশি ধ্বংসস্তূপ জমা হয়েছে। এ ধ্বংসস্তূপ সরাতে ব্যয় হবে ৫০০ থেকে ৬০০ মিলিয়ন মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় ৭ হাজার কোটি টাকার বেশি)। গাজাভিত্তিক জাতিসংঘের একজন কর্মকর্তা গার্ডিয়ানকে বলেন, অবকাঠামোর যে পরিমাণ ক্ষতি করা হয়েছে, তা পাগলামির পর্যায়ে পড়ে... দক্ষিণ গাজার খান ইউনিসে একটি ভবনও নেই যেখানে ইসরায়েল হামলা চালায়নি। উল্লেখ্য, গত বছরের ৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি হামলায়...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর