ভারতের মেঘালয় রাজ্যে ধর্ষণের অভিযোগে সিলেট আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের চার শীর্ষ নেতাকে গ্রেপ্তার করেছে কলকাতা পুলিশ। রোববার (৮ ডিসেম্বর) দুপুরে কলকাতার নিউটাউন এলাকার একটি ফ্ল্যাট থেকে তাদের গ্রেপ্তার করা হয়। শিলং পুলিশের সহযোগিতায় এ অভিযান পরিচালিত হয়। গ্রেপ্তারকৃতরা হলেন সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের অপসারিত চেয়ারম্যান অ্যাডভোকেট নাসির উদ্দিন খান, সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি, সিলেট মহানগর যুবলীগের সহসভাপতি আব্দুল লতিফ রিপন ও মহানগর আওয়ামী লীগের সদস্য ইলিয়াস আহমদ জুয়েল। শিলং পুলিশের সূত্র মতে, সিলেট থেকে পালিয়ে শিলংয়ে অবস্থান করার সময় একটি ধর্ষণের ঘটনা ঘটে। এ ঘটনায় ভিকটিম শিলং থানায় ছয়জনকে আসামি করে মামলা দায়ের করেন। মামলার ভিত্তিতে চারজনকে গ্রেপ্তার করা হলেও দুইজন পলাতক রয়েছেন। পলাতকরা হলেন...
ধর্ষণের অভিযোগে কলকাতায় আওয়ামী লীগের চার নেতা গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক
সিরিয়ার পাশে থাকবে সৌদি আরব
অনলাইন ডেস্ক
সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের পতনের পর নতুন সিরিয়ার বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছে সৌদি আরব। রোববার (০৮ ডিসেম্বর) দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, সিরিয়ার জনগণ এবং তাদের বর্তমান সংকটজনক পর্যায়ে পাশে আছে সৌদি আরব। দেশটির পক্ষ থেকে দেয়া এক বিবৃতিতে বলা হয়েছে, সিরিয়ার ইতিহাসের এই সংকটময় পর্যায়ে ভ্রাতৃপ্রতিম সিরিয়ার জনগণ এবং তাদের পছন্দগুলোর প্রতি সমর্থন নিশ্চিত করছে সৌদি। পাশাপাশি সিরিয়ার ঐক্য এবং এর জনগণের সংহতি রক্ষার জন্য সমন্বিত প্রচেষ্টার আহ্বান জানাচ্ছে সৌদি আরব। যাতে দেশটিকে বিশৃঙ্খলার হাত থেকে রক্ষা করা যায়। বিবৃতিতে আন্তর্জাতিক সম্প্রদায়কে সিরিয়ার অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করে দেশটির জনগণকে সমর্থন করার আহ্বান জানানো হয়েছে। তারা বলেছে, বহু বছর ধরে ভ্রাতৃপ্রতিম সিরিয়ার জনগণের সহ্য করা ধ্বংসযজ্ঞ কাটিয়ে...
গোলান মালভূমির সিরিয়া নিয়ন্ত্রিত এলাকা ‘দখলের’ দাবি ইসরায়েলের
অনলাইন ডেস্ক
বাশার আল-আসাদ সরকারের পতনের পর গোলান মালভূমির সিরিয়া-নিয়ন্ত্রিত এলাকার একটি অংশ দখলে নেয়ার ঘোষণা দিয়েছে ইসরায়েল। সিরিয়ার বিরোধী বাহিনীর আক্রমণের পর ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তার সামরিক বাহিনীকে ওই অঞ্চলে এক কৌশলগত বাফার জোন প্রতিষ্ঠা করার নির্দেশ দিয়েছেন। রোববার (৮ ডিসেম্বর) আল জাজিরা জানায়, ১৯৭৪ সালের যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী, সিরিয়ার সেনারা ওই অঞ্চলের অবস্থান ত্যাগ করেছে, যা ইসরায়েলের জন্য দখল করার প্রয়োজনীয়তা তৈরি করেছে বলে মন্তব্য করেন নেতানিয়াহু। তিনি বলেন, আমরা আমাদের সীমান্তে শত্রু শক্তির উপস্থিতি সহ্য করব না। ১৯৬৭ সালের যুদ্ধে ইসরায়েল গোলান মালভূমির একটি অংশ দখল করে এবং পরে তা নিজেদের অন্তর্ভুক্ত করে, তবে আন্তর্জাতিক সম্প্রদায় বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র ছাড়া সবাই এটিকে বেআইনি বলে মনে...
সিরিয়ায় বাশারের পতনে মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ কেমন?
অনলাইন ডেস্ক
বিদ্রোহীদের মাত্র ১২ দিনের বিদ্যুৎগতির অগ্রাভিযানের মুখে বাশার আল আসাদের নিষ্ঠুর ও দানবীয় সামরিক বাহিনীর অবিশ্বাস্য পরাজয় বিস্মিত করেছে পশ্চিমা বিশ্বসহ আন্তর্জাতিক সব মহলকে। কিছু দিন আগেও বিশ্লেষকরা ধারণা করেছিলেন, সিরিয়ার গৃহযুদ্ধে বাশার আল আসাদের বিজয় হয়েছে, কারণ তিনি তাদের প্রায় দমন করতে সফল হয়েছেন। শত চেষ্টা করেও বাশারের পতন ঘটাতে ব্যর্থ হয়ে মনোবল হারিয়ে ক্লান্ত হয়ে পড়েছেন বলেও মনে করেছিলেন অনেক আন্তর্জাতিক বিশ্লেষক। এমনকি বাশার আল আসাদের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার উদ্যোগ গ্রহণ করেছিল তার প্রতিবেশী দেশগুলোসহ অনেক পশ্চিমা দেশও। তবে তাদের সবাইকে অবাক ও অপ্রস্তুত করেছে বিদ্রোহীদের এই আকস্মিক বিজয় অভিযান। এদিকে সিরিয়ার বিদ্রোহীদের বিজয় এবং বাশার আল আসাদের পতনের পরবর্তী পরিস্থিতি নিয়ে নানা ধরনের উদ্বেগ, উৎকণ্ঠা এবং অনিশ্চয়তা...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর