চট্টগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ কর্মসূচিতে হামলা ও গুলির ঘটনায় আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মৎস্য লীগ ও শ্রমিক লীগসহ ২০৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। চট্টগ্রাম চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-১-এর বিচারক হাসান শাহরিয়ারের আদালতে সোমবার (৯ ডিসেম্বর) মামলাটি দায়ের করেন চন্দনাইশ উপজেলার পশ্চিম এলাহবাদ এলাকার মো. জাকির হোসেনের ছেলে মো. শিবলী নোমান। মামলায় নগরীর জামালখান ওয়ার্ড কাউন্সিলর শৈবাল দাশ সুমন এবং আন্দরকিল্লা ওয়ার্ড কাউন্সিলর জহুর লাল হাজারীসহ ৭৬ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া ১০০ থেকে ১৫০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। চট্টগ্রাম আদালতের বাদীপক্ষের আইনজীবী জিয়াউল হক জিয়া এ তথ্য নিশ্চিত করে জানান, আদালত মামলাটি আমলে নিয়ে কোতয়ালী থানার ওসিকে তদন্ত করে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন।...
চট্টগ্রামে আন্দোলনে গুলি: ২০৬ জনের বিরুদ্ধে মামলা
নিজস্ব প্রতিবেদক
হাসিনাকে ভারত আশ্রয় দিয়ে ঠিক কাজ করেনি: সালাউদ্দিন টুকু
টাঙ্গাইল প্রতিনিধি
পদত্যাগের পর দেশত্যাগ করা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে অবস্থান প্রসঙ্গে বিএনপির জাতীয় নির্বাহীর প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, আমাদের দেশের মানুষের বিরুদ্ধে যারা অপপ্রচার যারা চালাচ্ছে, পতিত সরকার সেই পাশ্ববর্তী দেশ ভারতে অবস্থান নিয়েছেন। আমি মনে করি, কোনোভাবেই একটি দেশের পতিত স্বৈরাচার সরকারকে ভারত আশ্রয় দিয়ে সঠিক কাজ করেনি। তিনি আরও বলেন, এটি এদেশের জনগণের হৃদয়ে আঘাত লেগেছে। এ নিয়ে বিএনপির তিন সংগঠন যুবদল, ছাত্রদল ও সেচ্ছাসেবী দল ভারতের হাইকমিশনারে একটি স্মারকলিপি প্রদান করেছেন। তিনি বলেন, বাংলাদেশের মানুষের একটি প্রত্যাশা, এই দেশে একটি গ্রহণযোগ্য নির্বাচনের মধ্যে দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করা এবং জনবান্ধব সরকার প্রতিষ্ঠিত হোক, এটাই কিন্তু মানুষের প্রত্যাশা। এই প্রত্যাশাতেই মানুষ কিন্তু চায় দ্রুততম সময়ের...
কীর্তিনাশায় ভেসে ছিল শ্রমিকের মরদেহ
শরীয়তপুর প্রতিনিধি:
শরীয়তপুরের নড়িয়ায় কীর্তিনাশা নদী থেকে ভাসমান অবস্থায় মিরাজ মোল্লা (১৫) নামের এক বালু শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।সোমবার (৯ ডিসেম্বর) বিকেলে উপজেলার মোক্তারের চর এলাকায় কীর্তিনাশা নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া মিরাজ মোল্লা বরিশাল জেলার বানারিপাড়ার মিলন মোল্লার ছেলে। নৌ পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মিরাজ মোল্লা নামের ওই কিশোর নদীতে বালুবাহী বলগেটে শ্রমিকের কাজ করতেন। গত ৩ দিন ধরে তিনি নিখোঁজ ছিলেন। এ ঘটনায় থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন সহযোগীরা। সোমবার বিকেলে মোক্তারের চর এলাকায় কীর্তিনাশা নদীতে একটি মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে এবং পরবর্তীতে সনাক্ত করে মর্গে প্রেরণ করেন। এ ব্যাপারে সুরেশ্বর নৌ ফাড়ির পরিদর্শক আব্দুল জলিল বলেন, খবর পেয়ে আমরা মরদেহটি উদ্ধার করি। লাশ...
পরিত্যক্ত পুকুরে মিলল ৪ মোটরসাইকেল
অনলাইন ডেস্ক
চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার একটি পরিত্যক্ত পুকুর থেকে ৪টি মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৯ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে চরপাথরঘাটা ব্রিজঘাট এলাকার এস আলম মাঠের ভেতরে পরিত্যক্ত পুকুর থেকে এসব মোটরসাইকেল উদ্ধার করা হয়। কর্ণফুলী থানার সেকেন্ড অফিসার মোবারক হোসেন বলেন, ব্রিজঘাট এলাকার একটি পরিত্যক্ত পুকুর থেকে ৪টি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। সেগুলো থানায় এনে আইনি প্রক্রিয়া চলছে। news24bd.tv/কেআই
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর