জরুরি টাই-ইন কাজের জন্য জিটিসিএলের মনোহরদী অফ-ট্রান্সমিশন পয়েন্টে বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সন্ধ্যা থেকে দেশের বিভিন্ন এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। বুধবার (৪ ডিসেম্বর) এক বার্তায় এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। বার্তায় বলা হয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে শুক্রবার সন্ধ্যা ৬টা পর্যন্ত মোট ২৪ ঘণ্টা তিতাস গ্যাস অধিভুক্ত মনোহরদী উপজেলা সদর ও গোতাশিয়া এলাকা এবং কিশোরগঞ্জ জেলা সদর এলাকায় বিদ্যমান সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। news24bd.tv/এসএম
বৃহস্পতিবার সন্ধ্যা থেকে গ্যাস থাকবে না যেসব এলাকায়
অনলাইন ডেস্ক
সড়কে ৩০ গাড়ি আটকে যাত্রীদের মালামাল লুট
নিজস্ব প্রতিবেদক
অস্ত্রধারী ২০-২২ জনের ডাকাতদল অন্তত ৩০টি গাড়ি থামিয়ে যাত্রীদের মারধর করে নগদ টাকা, মোবাইল ফোন, মোটরসাইকেল ও অন্য মালামাল লুটে নিয়েছে। মঙ্গলবার রাত সাড়ে ৮টা থেকে ১০টা পর্যন্ত হবিগঞ্জের মাধবপুর উপজেলার বড়ইগাছতলা এলাকায় আন্দিউড়া-বানেশ্বর সড়কে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, অস্ত্রধারী ২০-২২ জনের ডাকাতদল রাত সাড়ে ৮টার দিকে বড়ইগাছ তলায় গাড়ি থামানো শুরু করে। রাত ১০টা পর্যন্ত আসা যাওয়া করা অন্তত ৩০টি গাড়ি থামিয়ে যাত্রী ও চালকদের মালামাল তারা লুটে নেয়। রাত সাড়ে ১২টায় মাধবপুরের বুল্লা ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য জহর লাল শাহাজীর মোবাইল নম্বরে কল দিলে তার ছেলে সুজন শাহজী কথা বলেন। এদিকে, ডাকাতের হামলায় নারীসহ সাতজন আহত হয়ে স্থানীয় হাসপাতালে চিকিৎসা নেন। তারা হলেন, মাধবপুর উপজেলার উজ্জ্বলপুর গ্রামের তমা সূত্রধর, নমি সূত্রধর, মিঠু সূত্রধর, গৌতম পাল, ফাইজুল...
বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার প্রতিবাদে চট্টগ্রাম-ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ
নিজস্ব প্রতিবেদক
ভারতের ত্রিপুরার আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার প্রতিবাদে জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে চট্টগ্রাম ও ব্রাহ্মণবাড়িয়ায় পৃথক দুটি বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রামের ষোল শহরে মঙ্গলবার (৩ ডিসেম্বর) বিকেল ৪টায় আয়োজিত সমাবেশে বক্তারা ভারতীয় আগ্রাসন ও প্রভুত্ব মনোভাবের তীব্র নিন্দা জানান। তারা বলেন, নাগরিক কমিটি ভারত বা ভারতীয় নাগরিকদের বিরুদ্ধে নয়, বরং ভারত সরকারের অন্যায় ও অন্যায্য কার্যকলাপের বিরুদ্ধে অবস্থান করছে। বক্তারা সীমান্তে হত্যার সমালোচনা এবং পানির ন্যায্য হিস্যার দাবি জানিয়ে দেশপ্রেমিক নাগরিকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। সমাবেশে বক্তব্য রাখেন জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্য সাগুফতা বুশরা মিশমা, জোবাইরুল হাসান আরিফসহ চট্টগ্রামের নাগরিক কমিটির নেতৃবৃন্দ। এদিকে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে...
চট্টগ্রাম বিমানবন্দরে অর্ধ কোটি টাকার বিদেশি মুদ্রাসহ এক যাত্রী আটক
অনলাইন ডেস্ক
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় অর্ধ কোটি টাকা সমমূল্যের বিদেশি মুদ্রাসহ এক বিমানযাত্রীকে আটক করা হয়েছে। আটক যাত্রী সাকিব নেওয়াজ, যিনি চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার বাসিন্দা, দুবাই যাওয়ার জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-১৪৭ ফ্লাইটে ছিলেন। মঙ্গলবার (৩ ডিসেম্বর) রাতে গোপন তথ্যের ভিত্তিতে বিমানবন্দরের টার্মিনাল ভবনের আন্তর্জাতিক বর্হিগমন ৭ নম্বর গেইটে সাকিবকে তল্লাশি করা হয়। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক), গোয়েন্দা সংস্থা এনএসআই এবং কাস্টমস টিমের যৌথ অভিযানে সাকিবের কাছে থাকা একটি সবজির কার্টনে ১ লাখ ৪০ হাজার সৌদি রিয়াল, ৫৭৫ ওমানি রিয়াল এবং ৯ হাজার ২০০ ইউএই দিরহাম উদ্ধার করা হয়। এগুলোর বাংলাদেশি মুদ্রায় মোট মূল্য প্রায় ৫০ লাখ ৫৮ হাজার ৯৩০ টাকা। এবং জানা গেছে, সাকিব প্রায়ই মধ্যপ্রাচ্যে যাতায়াত করেন এবং...
সর্বশেষ
সর্বাধিক পঠিত