হত্যাকারীদের বিচারের দাবিতে বিক্ষোভ

হত্যাকারীদের বিচারের দাবিতে বিক্ষোভ

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুরে সদর উপজেলা ভূমি অফিসের নাজির পদে কর্মরত মোয়াজ্জেম মোল্লা হত্যার বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। মঙ্গলবার সকালে জেলা প্রশাসনের কার্যালয়ের সামনে এই মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।  

জানা যায়, গত শনিবার রাতে স্থানীয় একটি বিয়েবাড়ি থেকে মোটরসাইকেলে করে বাসায় ফেরার পথে মোয়াজ্জেম মোল্লা (৫২) উপর হামলা চালায় দুর্বৃত্তরা। দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে।

তাকে গুরতর অবস্থায় প্রথমে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে তার অবস্থা অবনতি হলে কর্ত্যবরত চিকিৎসক তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। ফরিদপুরে নেয়ার পথেই মারা যান তিনি। এ ঘটনা পর থেকেই ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

বিক্ষোভ মিছিলের নেতৃত্ব দেন ঝাউদি ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম আবুল।  

নিহত মোয়াজ্জেমের বিরুদ্ধে মাদারীপুর সদর থানায় হত্যা, নারী নির্যতনসহ ৭টি মামলা রয়েছে। তার বিরুদ্ধে হত্যা মামলায় থাকায় তাকে তার দায়িত্ব থেকে সাময়িক বরখাস্ত করা হয়। মোয়াজ্জেমের বিরুদ্ধে হামলা থাকায় তার প্রতিপক্ষের লোকজন এই হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে দাবি করছেন তার স্বজনেরা।


(নিউজ টোয়েন্টিফোর/কামরুল)

সম্পর্কিত খবর