বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে সম্পর্ক উন্নয়নে এবং দুই প্রতিবেশীর মধ্যকার সম্পর্ক জোরদারে সম্মিলিত ও সমন্বিত প্রচেষ্টায় নয়াদিল্লি আগ্রহী বলে জানিয়েছেন ঢাকায় সফররত ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। সোমবার (৯ ডিসেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহম্মদ ইউনূসের সঙ্গে এক বৈঠকে এ কথা জানান তিনি। ভারতের পররাষ্ট্রসচিব বলেন, সম্পর্ক বাড়ানো ছাড়া দ্বিতীয় কোনো চিন্তা নেই। আমরা এটাকে উভয় দেশের জন্যই লাভজনক হিসেবে দেখি। পারস্পরিক স্বার্থের বিষয়ে আলোচনায় বিক্রম মিশ্রি বলেন, আমরা যেখানে ছিলাম সেখান থেকেই আবার শুরু করতে চাই। প্রায় ৪০ মিনিটের ওই বৈঠকে সংখ্যালঘু ইস্যু, অপতথ্য প্রচার, ক্ষমতাচ্যুত স্বৈরশাসক শেখ হাসিনার ভারতে অবস্থান, আঞ্চলিক সহযোগিতা এবং জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান নিয়ে আলোচনা হয়েছে।...
ড. ইউনূসের সঙ্গে বিক্রম মিশ্রির আলোচনা, উঠে এলো ‘শেখ হাসিনা’ প্রসঙ্গ
বেগম রোকেয়ার আদর্শে নারীদের উজ্জীবিত হতে হবে: মির্জা ফখরুল
বেগম রোকেয়ার আদর্শে উজ্জীবিত হয়ে নারী সমাজকে দেশ ও জাতির কল্যাণে আত্মনিবেদিত হওয়ার জন্য সব নারীর প্রতি আহবান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, বেগম রোকেয়া এদেশের নারী জাগরণের এক কিংবদন্তিতুল্য পথিকৃৎ। আজ সোমবার ( ৯ ডিসেম্বর) বেগম রোকেয়ার জন্ম ও মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক বাণীতে মির্জা ফখরুল এ কথা বলেন। তিনি বলেন, আমি তার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাই। তার রুহের মাগফিরাত কামনা করি। তিনি নারী সমাজে শিক্ষার আলো পৌঁছে দিতে যে ভূমিকা পালন করেছেন, তা বৈপ্লবিক। তার দূরদর্শী দৃষ্টিভঙ্গিতে তিনি উপলব্ধি করেছিলেন যে নারীর ভাগ্যোন্নয়নে শিক্ষা ও স্বাবলম্বিতা গুরুত্বপূর্ণ। বেগম রোকেয়ার জীবন ও তার আদর্শ বাস্তবায়নই এদেশের নারী সমাজকে আলোকিত ও আত্মনির্ভরশীল করতে প্রেরণা যোগাবে বলে মন্তব্য করেন বিএনপি মহাসচিব। বেগম...
কৃষকের কাছে না গিয়ে অফিসে এসি রুমে বসে থাকলে চলবে না: কৃষি উপদেষ্টা
স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেছেন, কৃষকের উন্নয়ন হলেই জনগণের প্রকৃত উন্নয়ন হবে। কৃষকের কীভাবে উন্নতি হবে, সেদিকে সবাইকে খেয়াল রাখতে হবে। তারা বঞ্চিত হলে কাউকে ছাড় দেওয়া হবে না। সোমবার (৯ ডিসেম্বর) বিকেলে খুলনা মহানগরীর দৌলতপুরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খুলনার আঞ্চলিক কার্যালয়ে কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন দপ্তরসমূহের খুলনা অঞ্চলের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় এ নির্দেশনা প্রদান করেন। উপদেষ্টা বলেন, কৃষি বিভাগে ডক্টরেট ডিগ্রিধারীর সংখ্যা বেশি। তার মানে তারা বেশি শিক্ষিত। এটাকে কৃষকের স্বার্থে কাজে লাগাতে হবে। তা না করে ও কৃষকের কাছে না গিয়ে অফিসের এসি রুমে বসে থাকলে চলবে না। তিনি বলেন, শুধু প্রকল্প গ্রহণ করলেই হবে না, বরং এটি জনগণের স্বার্থে কতটুকু প্রয়োজনীয় আগে তা যাচাই করে নিশ্চিত হতে...
বাংলাদেশকে 'এইট সিস্টার্স' হিসেবে দেখতো ভারত: হাসনাত আবদুল্লাহ
নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশকে ভারত নিজেদের এইট সিস্টার্স হিসেবে দেখতো দাবি করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ বলেছেন, সেভেন সিস্টার্সের পাশাপাশি বাংলাদেশকে তারা এইচ সিস্টার্স ভাবতো। ভারতের পার্শ্ববর্তী কোনো দেশের সঙ্গে সম্পর্ক ভালো নয়। তারা মালদ্বীপ থেকে উৎখাত হয়েছে, তারা শ্রীলঙ্কা থেকে উৎখাত হয়েছে, তারা ভুটান থেকে উৎখাত হয়েছে, নেপাল থেকে উৎখাত হয়েছে। তিনি আরও বলেন, ৬৬ পরবর্তীতে ভারতের যদি বড় কোনো ফেইলিউর হয়ে থাকে, সেটা ২৪-এ বাংলাদেশ থেকে উৎখাত হওয়া। তিনি প্রশ্ন করেন, ভারতের সমস্যাটা কোথায়? বলেন, এমন না যে, তাদের সঙ্গে আমাদের ধর্মীয় কোনো সমস্যা রয়েছে। যদি তাদের সঙ্গে কোনো ধর্মীয় ক্ল্যাশ থাকতো, তাহলে তাদের সবচেয়ে বড় বন্ধু হতো পার্শ্ববর্তী দেশ নেপাল। কিন্তু নেপালের সঙ্গেই তাদের সবচেয়ে বড় সমস্যা। আজ সোমবার (৯ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর