ইসরায়েল-লেবানন যুদ্ধ শুরুর পর উত্তপ্ত অবস্থা বিরাজ করছে। ফলে দামেস্ক থেকে বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) রাতে আরও ১০৫ বাংলাদেশি দেশে ফিরেছেন। রাত ১১টায় এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইটে তারা ঢাকায় পৌঁছান। বিমানবন্দরে তাদের স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)-এর কর্মকর্তারা। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কনস্যুলার ও কল্যাণ অনুবিভাগ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, লেবাননের বৈরুতে বাংলাদেশ দূতাবাস ও আইওএম-এর সহযোগিতায় এবং সম্পূর্ণ সরকারি ব্যয়ে তাদের দেশে ফেরত আনা হয়েছে। এর আগে গত ৩ ডিসেম্বর ৪০ জন এবং ৪ ডিসেম্বর ৬৪ জন দেশে ফিরেছেন। এ নিয়ে লেবানন থেকে ১৫টি ফ্লাইটে মোট ৯৬৩ জন বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনা হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, আইওএম প্রত্যাবাসিত...
লেবানন থেকে দেশে ফিরেছেন আরও ১০৫ বাংলাদেশি
অনলাইন ডেস্ক
বাংলাদেশ-পাকিস্তান সরাসরি ফ্লাইট চালু শিগগিরই
অনলাইন ডেস্ক
বেশ কিছু দিন হলো বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সম্পর্ক উষ্ণ হতে দেখা যাচ্ছে। দেশ দুটির মধ্য বাণিজ্যিক যোগাযোগ বৃদ্ধি পাচ্ছে। এর মাঝেই জানা গেল দেশ দুটির যোগাযোগ বাড়াতে শিগগির সরাসরি ফ্লাইট চালু হতে যাচ্ছে। পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার এস এম মাহবুবুল আলম এ তথ্য জানিয়েছেন। তার মতে, এ পদক্ষেপ দুই দেশের ব্যবসায়িক সম্প্রদায়ের সম্পর্ককে উল্লেখযোগ্যভাবে শক্তিশালী করবে। তিনি জানান, পাকিস্তানের হায়দরাবাদ চেম্বার অব স্মল ট্রেডার্স অ্যান্ড স্মল ইন্ডাস্ট্রি (এইচসিএসটিএসআই)-এর সহযোগিতায় একটি বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হবে। এ প্রদর্শনীতে দুই দেশের আমদানিকারক ও রপ্তানিকারকরা অংশগ্রহণ করবেন। ডেপুটি হাইকমিশনার আরও জানান, ২০২৫ সালের জানুয়ারিতে ঢাকায় অনুষ্ঠেয় আন্তর্জাতিক বাণিজ্য মেলায় অংশগ্রহণের জন্য পাকিস্তানের ব্যবসায়ী...
২০২৫ সালের নতুন পাঠ্যবইয়ে যা থাকছে
নিজস্ব প্রতিবেদক
ব্যাপক পরিবর্তন আসছে এবারের প্রাথমিক বিদ্যালয়ের পাঠ্যবই-এ। বাদ যেতে পারে শেখ মুজিবের ছবি। যুক্ত হবেজুলাই গণঅভ্যুত্থানের গ্রাফিতি। বিশেষ করে বাংলা ও ইংরেজী বইয়ে ৭টি গদ্য ও পদ্য বাদ দিয়ে যুক্ত হচ্ছে ৮টি গদ্য ও পদ্য। আপত্তিকর কারিকুলাম থেকে বাদ যাচ্ছে শেখ মুজিবুর রহমানকে নিয়ে লেখা তিনটি গদ্য, একটি পদ্য ও একটি জীবনী। তৃতীয় শ্রেণির একটি বই থেকে শেখ মুজিবুর রহমানের জীবনী বাদ দিয়ে সেখানে জাতীয় চার নেতার জীবনী যোগ করা হচ্ছে। শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ ছেলে শেখ রাসেলকে নিয়ে লেখা ইংরেজি গদ্যও বাদ দেওয়া হচ্ছে। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) সূত্রে এসব তথ্য জানা গেছে। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড-এনসিটিবি জানিয়েছে, বিনামূল্যে বিতরণের জন্য এবার মোট পাঠ্যবইয়ের সংখ্যা ৪০ কোটিরও বেশি। নতুন শিক্ষাবর্ষে জানুয়ারি মাসেই যাতে...
‘বাংলাদেশ নিয়ে শতভাগ মিথ্যা প্রপাগান্ডা চালাচ্ছে ভারতীয় গণমাধ্যম’
নিজস্ব প্রতিবেদক
ভারতীয় গণমাধ্যম বাংলাদেশ নিয়ে শতভাগ মিথ্যা প্রপাগান্ডা চালাচ্ছে বলে মন্তব্য করেছেন ওয়াশিংটন ডিসির বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মোর্তোজা। বাংলাদেশ বিষয়ে ভারতীয় গণমাধ্যমের অবস্থান নিয়ে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, শেখ হাসিনাকে বিতাড়িত করার জন্য বাংলাদেশে একটি গণঅভ্যুত্থান সংগঠিত হয়েছে। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর তার সরকারের এমপি, মন্ত্রীসহ কিছু হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলা হয়েছে। কারও কারও ক্ষেত্রে আওয়ামী লীগের মুসলিম কর্মী-সমর্থকদের বাড়ি যেমন ভাঙচুর করা হয়েছে, তাদের হিন্দু কর্মীর বাড়িঘরও ভাঙচুর করা হয়েছে। তবে সেটা ঠিক এমন না- যা দিয়ে বড় রকম হইচই ফেলে দেওয়া যায়। অধিকাংশ জায়গায় হামলা হয়েছে আওয়ামী লীগ সমর্থক ও আওয়ামী লীগের নেতা হিসেবে। ধর্মের কারণে হয়নি। তিনি বলেন, দেড় দশকের বেশি আওয়ামী লীগ ও শেখ...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর