চুয়াডাঙ্গার দর্শনা থানার নাস্তিপুর গ্রাম থেকে ১০০ ভরি ওজনের ১০টি স্বর্ণের বার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার সকাল পৌনে ১০টার দিকে নাস্তিপুর গ্রামের একটি আমবাগান থেকে স্কচটেপ দিয়ে স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়। উদ্ধার করা স্বর্ণের বারের আনুমানিক মূল্য এক কোটি ৪০ লাখ টাকা। চুয়াডাঙ্গা ৬ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লে. কর্ণেল সাঈদ মোহাম্মদ জাহিদুল রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে নাস্তিপুর গ্রামের আমবাগানে অবস্থান নেয় বিজিবি। এসময় বিজিবি সদস্যরা সন্দেহভাজন এক ব্যক্তিকে চ্যালেঞ্জ করলে সে একটি ব্যাগ ফেলে পালিয়ে যায়। পরে ব্যাগটি তল্লাশি করে ১০টি স্বর্ণের বার পাওয়া যায়। news24bd.tv/তৌহিদ
প্রায় দেড় কোটি টাকার স্বর্ণ ফেলে পালাল চোরাকারবারী
চুয়াডাঙ্গা প্রতিনিধি
চিন্ময়কাণ্ডে আট আসামির ৫ দিনের রিমান্ড
নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রামে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার চিন্ময় কৃষ্ণ দাসের জামিনকে কেন্দ্র করে পুলিশের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার আট আসামির পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। মঙ্গলবার সকালে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আলমগীর হোসেন এই আদেশ দেন। রিমান্ডে নেওয়া আসামিরা হলেন: ইমন চক্রবর্তী, সুজন চন্দ্র দাস, সৌরভ দাস, মোহাম্মদ রফিক, সুমন দাস, রুপন দাস, আহমেদ হোসেন এবং সাকিবুল আলম। পুলিশ তাদের সাত দিনের রিমান্ডের আবেদন করলে আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে, আসামিদের কড়া নিরাপত্তায় চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে আদালতে আনা হয়। পরে তাদের কারাগারে পাঠানো হয়। চিন্ময় কৃষ্ণ দাসের জামিন শুনানির সময় ২৬ নভেম্বর চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় আইনজীবী সাইফুল ইসলামকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়। সাইফুলের বাবা জামাল...
কুড়িগ্রামে ৭০ কেজি গাঁজাসহ ৬ মাদক কারবারি গ্রেপ্তার
কুড়িগ্রাম প্রতিনিধি
কুড়িগ্রামে মাদক বিরোধী অভিযানে ৭০ কেজি গাঁজাসহ ৬ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে কুড়িগ্রাম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ বিষয়ে মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাদের বিরুদ্ধে কুড়িগ্রাম সদর থানায় মামলা দায়ের করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরির্দশক তরুণ কুমার রায় জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (৯ ডিসেম্বর) রাত ৯ টার দিকে কুড়িগ্রাম শহরের ধরলা ব্রীজ সংলগ্ন পশ্চিম টোল প্লাজার সামন থেকে ২টি সন্দেহভাজন পিকআপ আটক করা হয়। এসময় পিকআপে তল্লাশি চালিয়ে বিশেষ কায়দায় রাখা ৭০ কেজি গাঁজা ও পিকআপে থাকা ৬ মাদক কারবারিকে হাতেনাতে আটক করা হয়। কারবারিরা পাটের বস্তার ভিতরে পলিথিন দিয়ে গাঁজাগুলো পেচিয়ে রেখেছিল। পরে মাদক কারবারিদের গ্রেপ্তার দেখানো হয়। গ্রেপ্তারকৃত মাদক কারবারিরা হলেন, ফুলবাড়ী উপজেলার কাশিপুর...
দৌলতদিয়া-পাটুরিয়া নৌ-রুটে তিন ঘন্টা পর ফেরি চলাচল স্বাভাবিক
রাজবাড়ী প্রতিনিধি
পদ্মা নদীতে কুয়াশার ঘনত্ব কমে আসায় ৩ ঘন্টা বন্ধ থাকার পর পুনরায় রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে। মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকাল ৯ টা ২০ মিনিট থেকে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। মাঝ নদীতে আটকে থাকা ৩ টি ফেরি তীরে এসে পৌঁছেছে। বিআইডব্লিউটিসি‘র দৌলতদিয়া ঘাট শাখার ম্যানেজার মো. সালাউদ্দিন এসব তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, খুব সকাল থেকে ফেরি চলাচল বন্ধ থাকায় বেশ কিছু যানবাহন নৌপথ পারাপারের অপেক্ষায় রয়েছে এবং সিরিয়াল অনুযায়ী সেগুলোকে ফেরিতে তোলা হচ্ছে। এর আগে সকাল ৬ টা ২০ মিনিটের পর থেকে কুয়াশার তীব্রতা বাড়ায় দুর্ঘটনা এড়াতে এ রুটে ফেরি চলাচল বন্ধ করে দেয়া হয়। news24bd.tv/DHL
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর