‘ডাকসু নির্বাচন সুষ্ঠু হয়েছে’

আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।

‘ডাকসু নির্বাচন সুষ্ঠু হয়েছে’

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

ছোট খাটো ঘটনা ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন সুষ্ঠু হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। বলেছেন, কিছু ভুল বোঝা-বুঝি ছাড়া নির্বাচন সুষ্ঠু হয়েছে।

বুধবার জাতীয় প্রেসক্লাবে স্বপ্ন ফাউন্ডেশন আয়োজিত ‘বঙ্গবন্ধু স্বাধীনতা ও অগ্নিঝরা মার্চ ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন হানিফ।

হানিফ বলেন, ‘ডাকসু নির্বাচন নিয়ে অনিয়মের কোনো অভিযোগ পাওয়া যায়নি।

ছোট-খাটো ঘটনা ছাড়া নির্বাচন সুষ্ঠু হয়েছে। আর নির্বাচন সুষ্ঠু হয়েছে বলেই অন্যান্য প্যানেল থেকে শিক্ষার্থীরা জয় লাভ করেছে।

ডাকসু নির্বাচন নিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভীর সমালোচনা করেন মাহবুব উল আলম হানিফ।

জবাবে তিনি বলেন, ‘বিএনপির আবাসিক নেতা যেভাবে বক্তব্য দিয়েছে, তাতে মনে হয় বিএনপির নির্বাচন হয়েছে।

তাদের জনপ্রিয়তা যে তলানিতে এ নির্বাচনে তা আবারও প্রমাণিত হলো। ’

বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান পাকিস্তানী এজেন্ট ছিলেন মন্তব্য করেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক।

বলেন, ‘তিনি ( জিয়া)  মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানী এজেন্ট ছিলেন। ৭৫’র ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে হত্যার পর জিয়া রাজাকারদের প্রতিষ্ঠিত করেছিলেন। শুধু তাই নয়, বঙ্গবন্ধুকে হত্যার মূল পরিকল্পনাকারীদের মধ্যে তিনিও ছিলেন। ’

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর