মাদারীপুরের রাজৈরে কাঠালিয়া ব্রিজের সংলগ্ন এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক পিলারের সাথে ধাক্কা লেগে মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরোহী। শুক্রবার (১৩ ডিসেম্বর) রাত সাড়ে আটটার দিকে রাজৈর উপজেলার বদরপাশা ইউনিয়নের কাঠালিয়া ব্রিজ নামক স্থানে রাজৈর থানার মোড় থেকে ছেড়ে আসা মোটরসাইকেল কাঠালিয়া ব্রিজ এলাকায় এলে নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক পিলারের সাথে ধাক্কা লাগে। এতে মোটরসাইকেল চালক ও আরোহী গুরুতর চোট পান। এতে মোটরসাইকেল চালক ঘটনাস্থলে মারা যান। আরোহীকে গুরুতর আহত অবস্থায় রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা রেফার্ড করা হয়। নিহত মোটরসাইকেল আরোহী রাজৈর উপজেলার বদরপাশা ইউনিয়নের পূর্ব দ্বাড়াদিয়ার সাহা মুফতির ছেলে কাঠমিস্ত্রি বোরহান মুফতি (২২) এবং গুরুতর আহত কাঠমিস্ত্রি...
রাজৈরে বৈদ্যুতিক পিলারের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় নিহত ১
মাদারীপুর প্রতিনিধি
মাধবপুরে তিন কোটি টাকা মূল্যের ভারতীয় মাল জব্দ
অনলাইন ডেস্ক
হবিগঞ্জের মাধবপুর উপজেলার আন্দিউড়া এলাকায় একটি কাভার্ড ভ্যান থেকে বিপুল পরিমাণ ভারতীয় চোরাই মাল জব্দ করেছে বিজিবি। শুক্রবার (১৩ ডিসেম্বর) বিজিবি ৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল ইমদাদুল বারী খান এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, ভোরে চোরাই মালসহ পালানোর চেষ্টা করলে বিজিবির সদস্যরা কাভার্ড ভ্যানটি ধাওয়া করে। আন্দিউড়া এলাকায় চালক ভ্যানটি ফেলে পালিয়ে গেলে তা থেকে ১৪ হাজার ১৯২ পিস কিটক্যাট চকলেট, ৪১ হাজার ৭২৭ পিস ক্রিম ও অয়েন্টমেন্ট, ৯ লাখ ৭২ হাজার পিস বিভিন্ন ধরনের ট্যাবলেট, এক হাজার ৪৭৬ প্যাকেট লজেন্স, এক হাজার ১২৫ মিটার স্যুটের কাপড়, ছয় হাজার ৩৮৯ মিটার জর্জেট কাপড় এবং পাঁচ হাজার ৯৯০ পিস কসমেটিক্সসহ অন্যান্য পণ্য জব্দ করা হয়। উদ্ধারকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য প্রায় দুই কোটি ৮১ লাখ ৮০ হাজার ১৬০ টাকা বলে জানান লে. কর্নেল...
সুদ নয়, দেশের সম্পদ কাজে লাগিয়ে উন্নয়ন করেছেন জিয়াউর রহমান
সিরাজগঞ্জ প্রতিনিধি
সাবেক এমপি ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি রুমানা মাহমুদ বলেছেন, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ও স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান একজন ক্যারিসম্যাটিক নেতা ছিলেন। তিনি চরা সুদে বিদেশ থেকে টাকা এনে উন্নয়ন করে নাই। তিনি দেশের সম্পদকে কাজে লাগিয়ে মাত্র সাড়ে তিন বছরে দেশকে স্বয়ংসম্পূর্ণ করেছিলেন। শুক্রবার (১৩ ডিসেম্বর) বাদ আছর শহরের রানীগ্রাম বালক মাদ্রাসা মাঠে সিরাজগঞ্জ শহর বিএনপি ও ৭নং ওয়ার্ড বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় তিনি বলেন, অহংকারের মালিক একমাত্র আল্লাহ। কিন্তু শেখ হাসিনা অহংকার করে বলতো দেশ আমার বাবার। আর অহংকারের কারণেই আল্লাহ তার পতন ঘটিয়েছেন। অহংকারের কারণেই গণভবনে রান্না খাবারও তার কপালে জোটেনি। সিরাজগঞ্জ শহর বিএনপির সভাপতি জাহাঙ্গীর হোসেন ভুইয়া ও সেলিম ভুইয়ার সভাপতিত্বে...
রাখাইনের সংঘর্ষে স্থবির টেকনাফ স্থলবন্দর, আমদানি বন্ধ
অনলাইন ডেস্ক
মিয়ানমারের রাখাইন রাজ্যে চলমান সংঘর্ষের নেতিবাচক প্রভাব পড়েছে কক্সবাজারের টেকনাফ স্থলবন্দরে। নতুন করে মিয়ানমারের ইয়াংগুন থেকে কোনো পণ্য আমদানি হচ্ছে না। বর্তমানে কেবল আগের আমদানিকৃত পণ্য খালাসের কার্যক্রম চালু রয়েছে, তবে বন্দর কার্যক্রম প্রায় স্থবির হয়ে পড়েছে। টেকনাফ স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এহতেশামুল হক বাহাদুর জানান, মিয়ানমারে চলমান সংঘাতের কারণে আমদানি কার্যক্রমে ব্যাপক ভাটা পড়েছে। কয়েক মাসে মাত্র এক-দুটি মালবাহী বোট বন্দরে পৌঁছাচ্ছে। গত এক সপ্তাহে মিয়ানমার থেকে কেবল একটি বোট এসেছে, যা মাছ নিয়ে এসেছে। এরপর আর কোনো পণ্যবাহী বোট আসেনি। টেকনাফ স্থলবন্দরের ব্যবস্থাপক জসিম উদ্দিন জানিয়েছেন, বর্তমানে বন্দর কার্যক্রম পুরোদমে বন্ধ না হলেও আমদানি কার্যক্রম প্রায় স্থবির। স্থানীয় কাস্টমস কর্তৃপক্ষ...
সর্বশেষ
সর্বাধিক পঠিত