দেশে চলতি মে মাসে তীব্র তাপপ্রবাহের পাশাপাশি ঘূর্ণিঝড়ের শঙ্কা রয়েছে। এ মাসে প্রায় আট দিন কালবৈশাখী ঝড়ের আভাস পাওয়া গেছে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের উপ-পরিচালক (চলতি দায়িত্ব) মো. মমিনুল ইসলাম স্বাক্ষরিত মে মাসের পূর্বাভাসে বিষয়টি নিশ্চিত করা হয়। এতে বলা হয়েছে, মে মাসে বঙ্গোপসাগরে এক থেকে তিনটি লঘুচাপ সৃষ্টি হতে পারে যার মধ্যে এক থেকে দুটি নিম্নচাপ ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। দেশের কোথাও কোথাও এক থেকে তিনটি মৃদু (৩৬ থেকে ৩৭.৯ ডিগ্রি সেলসিয়াস) মাঝারি (৩৮ থেকে ৩৯.৯ ডিগ্রি সেলসিয়াস) এবং এক থেকে দুটি তীব্র (৪০ ডিগ্রি সেলসিয়াস) তাপপ্রবাহ বয়ে যেতে পারে। এছাড়া চলতি মে মাসে দেশে দুই থেকে তিনদিন বজ্র ও শিলাবৃষ্টিসহ মাঝারি/তীব্র কালবৈশাখী ঝড় এবং তিন থেকে পাঁচদিন বজ্র ও শিলাবৃষ্টিসহ হালকা কালবৈশাখী ঝড় হতে পারে। তবে এ মাসে দিনের তাপমাত্রা স্বাভাবিক ও রাতের...
জানা গেল মে মাসে ক’দিন আঘাত হানতে পারে কালবৈশাখী
অনলাইন ডেস্ক

ধেয়ে আসছে ১৭ জেলায় ৬০ কিমি বেগে বজ্রসহ ঝড় বৃষ্টি
অনলাইন ডেস্ক

ঢাকাসহ দেশের ১৭ জেলার ওপর দিয়ে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় ও বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করছে আবহাওয়া অফিস। শুক্রবার (২ মে) সকাল ৯টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেয়া এক সতর্কবার্তায় এ কথা জানানো হয়েছে। আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিকের স্বাক্ষর করা বিজ্ঞপ্তিতে বলা হয়, যশোর, কুষ্টিয়া, খুলনা, সাতক্ষীরা, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং সিলেট জেলার ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। তাই এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।...
আমাকে জামায়াত বা হেফাজত মনে করবেন না: ফরহাদ মজহার
অনলাইন ডেস্ক

রাজনীতিচিন্তক ও দার্শনিক ফরহাদ মজহার বলেছেন, ৫ আগস্টের ঘটনার মাধ্যমে তরুণরা আমাদের নতুন বাংলাদেশ উপহার দিয়েছেন। এখন আমাদের দায়িত্ব এই পরিবর্তনের ধারাকে সুসংগঠিত করা। বৃহস্পতিবার (১ মে) বিকেলে রংপুর শিল্পকলা একাডেমি মিলনায়তনে ভাববৈঠকি আয়োজিত গণঅভ্যুত্থান, রাষ্ট্রগঠন ও আমাদের দায় শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। ফরহাদ মজহার বলেন, ৫ আগস্ট একটি বড় ঘটনা। আমি আজ যেসব কথা বলছি, তা বলা সম্ভব হয়েছে ওইদিনের পরিবর্তনের জন্যই। আমাদের পথ রচনার জন্য এখন প্রয়োজন যৌথ রাজনৈতিক অভিপ্রায় বাস্তবায়নের কৌশল খুঁজে বের করা। আমার বিশ্বাস, পৃথিবীর কোনো শক্তি আমাদের সেই পথে এগিয়ে যাওয়া ঠেকাতে পারবে না। তিনি আরও বলেন, আমরা এমন একটি বিকেন্দ্রীভূত রাষ্ট্রব্যবস্থা চাই, যেখানে মানুষের চাহিদা অনুযায়ী স্থানীয়ভাবে সিদ্ধান্ত নেওয়া যাবে। গুলশান বা বনানীর হাতে দেশের...
গরম বাড়বে: আবহাওয়া অফিস
অনলাইন ডেস্ক

সারা দেশে গরম বাড়তে পারে আগামী কয়েক দিনে। বৃহস্পতিবার (১ মে) সন্ধ্যায় আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘণ্টায় দেশের দিনের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। তবে রাতের তাপমাত্রা অনেকটাই একই রকম থাকবে। পূর্বাভাসে জানানো হয়, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ হয়ে বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল পেরিয়ে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর প্রভাবে বিভিন্ন বিভাগে বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। পরবর্তী পাঁচ দিনের পূর্বাভাসে দপ্তরটি জানায়, বৃহস্পতিবার (১ মে) বরিশাল, খুলনা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু জায়গায় এবং রাজশাহী, রংপুর, ময়মনসিংহ ও ঢাকা বিভাগের দু-এক জায়গায় দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে। শুক্রবার (২ মে) চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেটের কিছু এলাকায় এবং বাকি বিভাগে বিচ্ছিন্নভাবে ঝড়বৃষ্টি হতে পারে।...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর