পরপর দুইবার এশিয়া কাপ জয়ের আনন্দে ভাসছে গোটা দেশ। ২০২২ সালের পর চব্বিশে এসে ধরে রাখা শিরোপা নিয়ে দেশে ফিরেছে জুনিয়র টাইগার্সরা। আজ সোমবার (৯ ডিসেম্বর রাতে) দুবাই থেকে ফেরে অনূর্ধ্ব-১৯ দল। রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রাত ১১টায় পা রাখে যুবারা। এর আগে, গতকাল ভারতকে হারিয়ে আবারও অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ জেতে বাংলাদেশ। গত আসরে ফাইনালে সংযুক্ত আরব আমিরাতকে ১৯৫ রানে হারিয়ে প্রথমবার অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ জেতা বাংলাদেশের যুবারা ভারতকে ৫৯ রানে হারিয়ে টানা দ্বিতীয়বার এশীয় শ্রেষ্ঠত্বের মুকুট মাথায় তোলে। এ জয়ের পর চ্যাম্পিয়ন দলকে ৫০ লাখ টাকা পুরস্কারের ঘোষণা দিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।...
এশিয়া সেরার ট্রফি নিয়ে দেশে ফিরল জুনিয়র টাইগার্সরা
অনলাইন ডেস্ক
বিপিএল দেখা যাবে টি স্পোর্টস অ্যাপেও, ভাইরাল অভিনব প্রচারণা
অনলাইন ডেস্ক
আগামী ৩০ ডিসেম্বর পর্দা উঠবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল)। বরাবরের মতো এবারও টি স্পোর্টসের পর্দায় বিপিএল আনন্দে মেতে উঠবেন সারা দেশের ক্রিকেটপ্রেমীরা। তবে শুধু টিভি নয়, বরং দেশের যেকোনো স্থান থেকে খেলা দেখা যাবে টি স্পোর্টস অ্যাপে। সেই তথ্যটি ক্রিকেটপ্রেমীদের মাঝে ছড়িয়ে দিতে বেশ অভিনব কায়দা বেছে নিয়েছে দেশের একমাত্র ক্রীড়াভিত্তিক চ্যানেলটি। বিজ্ঞাপনে ব্যবহার করা হয়েছে ভারতীয় টেলিভিশন চ্যানেল রিপাবলিক বাংলার সমালোচিত সাংবাদিক ময়ূখ রঞ্জন ঘোষ। বিজ্ঞাপনটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায় মুহূর্তেই। আওয়ামী লীগ সরকারের পতনের পর ভারতের বেশ কয়েকটি সংবাদমাধ্যম ভুল ও বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে। রিপাবলিক বাংলা যার মূলে। বিশেষ করে সংবাদমাধ্যমটির সিনিয়র এডিটর এবং হেড অফ ইনপুট ময়ূখ নাটকীয় উপস্থাপনা অনেকের কাছেই হাসির খোরাক। তারই...
আয়ারল্যান্ডের কাছে টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ বাংলাদেশ
অনলাইন ডেস্ক
আগের ম্যাচে বোলাররা ভালো করলেও ব্যাটারদের ব্যর্থতায় মেলেনি জয়। এই ম্যাচে ব্যাটাররা মোটামুটি লড়াই করার মত একটা পুঁজি এনে দেওয়ার কাজটা করলেন যথাসাধ্য। বোলারদের জন্য এরপরও চ্যালেঞ্জ ছিল ফর্মে থাকা আইরিশ ব্যাটারদের আটকে দেওয়ার। ১৫ রানে চার উইকেট হারিয়ে চাপে পড়ে গেলেও লরা ডেলানির ব্যাটে চেপে জয় নিয়েই মাঠ ছাড়ল আয়ারল্যান্ড। সিলেটে সিরিজের শেষ ম্যাচে বাংলাদেশ হেরেছে ৪ উইকেটে। নিগারদের করা ৭ উইকেটে ১২৩ রানের জবাবে আয়ারল্যান্ড নারী দল ম্যাচ জিতেছে ১ বল বাকি থাকতে। দলটি সিরিজও জিতেছে ৩-০ ব্যবধানে। এর মধ্য দিয়ে টি-টোয়েন্টি সিরিজে ধবলধোলাই হওয়ার তেতো অভিজ্ঞতা হল বাংলাদেশের মেয়েদের। এর আগে ওয়ানডে সিরিজে স্বাগতিকরা জিতেছিল ৩-০ তে। ২০ ওভারের সিরিজে সেটা না হওয়ার মূল কারণ ব্যাটারদের অধারাবাহিকতা। এই ম্যাচে অবশ্য দলকে উড়ন্ত সূচনাই এনে দেন সোবহানা...
হার দিয়ে শুরু টাইগারদের ওয়ানডে সিরিজ
অনলাইন ডেস্ক
হার দিয়ে ওয়ানডে সিরিজ শুরু করল মেহেদি হাসান মিরাজের দল। তিন ম্যাচ সিরিজের প্রথমটিতে শেরফান রাদারফোর্ডের সেঞ্চুরিতে টাইগারদের ৫ উইকেটে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। এই জয়ে সিরিজে ১-০ তে এগিয়ে গেল ক্যারিবিয়ানরা। রোববার (৮ ডিসেম্বর) সেন্ট কিটসের বাসেটেরের ওয়ার্নার পার্কে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক মিরাজ। তানজিদ হাসান তামিম, মিরাজ ও মাহমুদউল্লাহ রিয়াদের ফিফটিতে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২৯৪ রান সংগ্রহ করে বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ ৭৪ রান করেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। জবাবে ১৪ বল হাতে রেখেই ২৯৫ রান করে জয়ের বন্দরে পৌঁছে যায় ওয়েস্ট ইন্ডিজ। দলের জয়ের ম্যাচে ১১৩ রানের ইনিংস উপহার দেয় নায়ক রাদারফোর্ড। তানজিদ তামিম ৬০ বলে ৬০, মিরাজ ১০১ বলে ৭৪ ও মাহমুদউল্লাহ ৪৪ বলে ৫৫ রান করেন। ওয়েস্ট ইন্ডিজের পক্ষে রোমারিও শেফার্ড নেন...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর