সাবেক ইসরায়েলি প্রেসিডেন্ট রুভেন রিভলিন সম্প্রতি রানি এলিজাবেথের সঙ্গে ইসরায়েলের সম্পর্ক নিয়ে মন্তব্য করেছেন। তিনি জানান, রানি এলিজাবেথ মনে করতেন, ইসরায়েলিরা হয় সন্ত্রাসী বা সন্ত্রাসীর বংশধর। এই দৃষ্টিভঙ্গির কারণে ইসরায়েলের সঙ্গে তাঁর সম্পর্ক কখনোই সহজ ছিল না। রিভলিন বলেন, রানি এলিজাবেথ কখনোই আন্তর্জাতিক আনুষ্ঠানিক কোনো অনুষ্ঠানের বাইরে কোনো ইসরায়েলি কর্মকর্তাকে প্রাসাদে প্রবেশের অনুমতি দেননি। তবে, রিভলিন বর্তমান রাজা তৃতীয় চার্লসকে একেবারে ভিন্ন একজন ব্যক্তি হিসেবে বর্ণনা করেন। রাজা চার্লসকে তিনি বন্ধুত্বপূর্ণ এবং আন্তরিক হিসেবে উল্লেখ করেন। গত রোববার (৮ ডিসেম্বর) লন্ডনে ইসরায়েলি বিশ্ববিদ্যালয় টেকনিওন-ইসরায়েল ইনস্টিটিউট অব টেকনোলজির ১০০ বছর পূর্তি উদ্যাপন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। রাজা তৃতীয় চার্লস...
রানি এলিজাবেথের সঙ্গে কেমন ছিল ইসরায়েলের সম্পর্ক?
অনলাইন ডেস্ক
ইসরায়েল কেন সিরিয়ায় আক্রমণ করছে?
অনলাইন ডেস্ক
সিরিয়ায় বাশার আল আসাদ সরকারের পতন ঘটেছে। দেশ ছেড়ে পালিয়ে সপরিবারে রাশিয়ায় আশ্রয় নিয়েছেন আসাদ। এর মধ্য দিয়ে দেশটিতে আসাদ পরিবারের ৫৪ বছরের শাসনামলের অবসান হয়েছে। বাশার আল-আসাদের পতনের পর, ইসরায়েল সিরিয়ায় আক্রমণ জোরদার করেছে এবং তার প্রতিবেশী দেশের ভূখণ্ডে প্রবেশ করেছে। গত রোববার আসাদ রাশিয়ায় পালানোর পর থেকে ইসরায়েল সিরিয়ায় ৪০০টিরও বেশি হামলা চালিয়েছে। জাতিসংঘের আপত্তি সত্ত্বেও, তারা ১৯৭৪ সালের বাফার জোন (সংঘাতের প্রভাব এড়াতে বিশেষ অঞ্চল)ভেঙে সিরিয়ার ভূখণ্ডে সামরিক অভিযান শুরু করেছে। ইসরায়েলের হামলার কারণ ইসরায়েল দীর্ঘদিন ধরে দাবি করে আসছে, তারা সিরিয়ায় ইরানের সামরিক অবস্থান ধ্বংস করছে। তবে ইরান বলছে, বর্তমানে সিরিয়ায় তাদের কোনো সামরিক বাহিনী নেই। ইসরায়েল আরও দাবি করেছে যে তারা চরমপন্থীদের হাতে অস্ত্র পৌঁছানো...
ইরানে ফের হামলার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল
সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের পতনের সুবিধা ভালোমতোই নিয়েছে ইসরায়েল। টানা কয়েক দিন সিরিয়ায় ব্যাপক হামলা চালিয়েছে দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার পুরোটাই প্রায় ধ্বংস করে দিয়েছে। এবার ইসরায়েল ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার পরিকল্পনা করছে ও প্রস্তুতি নিচ্ছে। ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) বিশ্বাস করে যে, মধ্যপ্রাচ্যে ইরানের মিত্র গোষ্ঠীগুলোর দুর্বলতা এবং সিরিয়ার বাশার আল-আসাদ সরকারের নাটকীয় পতনের পর ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর ওপর আঘাত হানার মোক্ষম সুযোগ তৈরি হয়েছে। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) ইসরায়েলি সামরিক কর্মকর্তারা জানান, ইসরায়েলি বিমানবাহিনী (আইএএফ) সেই সম্ভাব্য হামলার প্রস্তুতির জন্য নিজেদের প্রস্তুতি ও সক্ষমতা বাড়িয়ে চলেছে। আইডিএফ আরও বিশ্বাস করে...
ভারতে মসজিদ-মন্দির নিয়ে নতুন মামলা করতে মানা
অনলাইন ডেস্ক
ভারতের উপাসনা-স্থল আইনের কয়েকটি ধারার বৈধতাকে চ্যালেঞ্জ জানিয়ে দায়ের হওয়া একাধিক আপিলের শুনানিতে বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সুপ্রিম কোর্ট জানিয়েছে উপাসনা-স্থলগুলি নিয়ে আপাতত নতুন কোনও মামলা করা যাবে না। যতদিন আইনটির বৈধতা নিয়ে প্রশ্ন তুলে দায়ের করা আবেদনগুলির শুনানি চলছে, ততদিন নতুন কোনও মামলা করা উচিত নয় বলে যেমন জানিয়েছে শীর্ষ আদালত, তেমনই তারা নিম্ন আদালতগুলিকে উপাসনা-স্থলের অবস্থা নিয়ে কোনও ধরণের রায় বা নির্দেশ দিতেও নিষেধ করেছে। বাবরি মসজিদ-রাম মন্দির বিতর্ক চলাকালীন ১৯৯১ সালে উপাসনা-স্থল আইনটি পাশ করা হয়েছিল। ওই আইন অনুযায়ী ১৫ই অগাস্ট ১৯৪৭ সাল তারিখে যে সম্প্রদায়ের উপাসনা-স্থল যে অবস্থায় ছিল, তার চরিত্র বদল করা যাবে না। বাবরি মসজিদকে অবশ্য ওই আইনের আওতার বাইরে রাখা হয়েছিল। সম্প্রতি দেশের বেশ কয়েকটি মসজিদ ও দরগাহ আদতে হিন্দু...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর