বিএনপির কঠিন সমালোচনা করে ইসলামী আন্দোলনের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম বলেছেন,হাজার হাজার মায়ের কোল খালি হলো, তখন আপনারা কোথায় ছিলেন? সংস্কার যেগুলো প্রয়োজন, সেগুলো সংস্কার না হতেই স্লোগান শুধু নির্বাচন আর নির্বাচন। ৫ আগস্টের পরে আপনারা কী করেছেন? আমরা দেখছি আপনারা সারা দেশে চাঁদাবাজি করে অশান্ত করে তুলেছেন। আজ শুক্রবার বিকেলে বগুড়া শহরের সাতমাথায় গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন। গণসমাবেশে আ ন ম মামুনুর রশীদের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন ইসলামী আন্দোলনের নায়েবে আমির আব্দুলাহ আজাদ, রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শেখ মুহাম্মদ নুরুন নাবী প্রমুখ। মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম বলেন, আপনারা ঘাট দখল করেছেন, স্টেশন দখল করেছেন, মামলা বাণিজ্য শুরু করেছেন। আপনারা আগে এগুলো নিয়ন্ত্রণ করেন, তারপর...
ক্ষমতায় গেলে কী করবেন; তা মানুষ জেনে গেছে, বিএনপিকে চরমোনাই পীর
অনলাইন ডেস্ক

‘সার্ক কার্যকর থাকলে ভারত-পাকিস্তান যুদ্ধ হতো না’
পঞ্চগড় প্রতিনিধি

বিএনপির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার মুহম্মদ নওশাদ জমির বলেছেন, দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা (সার্ক) যদি কার্যকর ও সক্রিয় থাকত, তাহলে ভারত-পাকিস্তানের মতো যুদ্ধ এড়ানো সম্ভব হতো। শুক্রবার বিকেলে তেঁতুলিয়া উপজেলা বিএনপির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, সার্কের স্বপ্নদ্রষ্টা প্রেসিডেন্ট জিয়াউর রহমান দক্ষিণ এশিয়ার মানুষের স্বার্থে সংগঠনটি প্রতিষ্ঠা করেছিলেন। এটি ছিল তার দূরদর্শী চিন্তার ফসল। নওশাদ জমির আরও অভিযোগ করেন, কিছু রাষ্ট্রের অসহযোগিতার কারণেই সার্ক আজ কার্যত অচল হয়ে পড়েছে। যদি প্রতিবছর সার্কের মাধ্যমে রাষ্ট্রপ্রধানরা আলোচনায় বসতেন, তাহলে এই অঞ্চলে যুদ্ধ-সংঘাতের জায়গা থাকত না,- বলেন বিএনপির এই নেতা। তিনি জিয়াউর রহমানের একটি উদ্ধৃতি উল্লেখ করে বলেন, What to be achieved sitting across the table...
‘আ. লীগকে পুনর্বাসন ও ঐক্যে ফাটল ধরানোর চেষ্টা চলছে’
অনলাইন ডেস্ক
সংস্কারের নামে সময় ক্ষেপণ করে স্বৈরাচারের দোসরদের দেশত্যাগের সুযোগ করে দিচ্ছে অন্তর্বর্তী সরকার। পাশাপাশি ফ্যাসিবাদ বিরোধী ঐক্যে ফাটল ধরানো ও আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে সরকার এমন অভিযোগ তুলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ শুক্রবার (৯ মে) রাজধানীর খামারবাড়িতে ইস্টার পুনর্মিলনী ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা বলেন। তারেক রহমান বলেছেন, দেশ কোনো ব্যক্তি বা দলের নয়, দেশটা জনগণের। আওয়ামী লীগ সংবিধানকে দলীয় সংবিধানে পরিণত করেছিলো। তাই সংবিধান সংস্কারের কোনো বিকল্প নেই। ফ্যাসিবাদ পালানোর পর দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা তৈরির সুযোগ হয়েছে। ভবিষ্যতে কেউ যাতে ষড়যন্ত্র করতে না পারে সেদিকে খেয়াল রাখতে হবে। তিনি আরও বলেন, ৫ আগস্ট যেভাবে শেখ হাসিনা পালিয়ে গেছে, সেভাবেই আব্দুল হামিদ...
আবদুল হামিদের দেশত্যাগে যা বলল এনডিবি
প্রেস বিজ্ঞপ্তি

নতুনধারা বাংলাদেশ-এনডিবির নেতৃবৃন্দ বলেছেন, সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদকে সেফ এক্সিট দিয়ে এরা জাতির সাথে বেঈমানী করেছে। এদেরকে কেবল পদচ্যুত নয়, বিচারের আওতায় আনা উচিৎ। শুক্রবাব (৯ মে) প্রেরিত এক যৌথ বিবৃতিতে তারা এসব কথা বলেন। নতুনধারা বাংলাদেশ এনডিবির নেতারা বিবৃতিতে আরও বলেন, দ্রুত সময়ের মধ্যে দেশের চলমান সংকট কাটিয়ে উঠতে অবশ্যই আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করতে হবে, গণমাধ্যমের স্বাধীনতা বজায় রাখতে হবে এবং অর্থনীতিকে শক্তিশালী রাখতে সুপরিকল্পিত পদক্ষেপ নিতে হবে। তা না হলে পাক-ভারত যুদ্ধের আঁচে দেশের অর্থনীতিতে লু-হাওয়া বইতে শুরু করলে তা মোকাবেলা করা অর্ন্তবর্তী সরকারের পক্ষে অসম্ভভ হয়ে উঠবে। নতুনধারা বাংলাদেশ এনডিবির নেতৃবৃন্দ বিবৃতিতে ফ্যাসিস্ট আমলে নিবন্ধিত ২৩ টি ভূঁইফোর রাজনৈতিক দলেরও নিবন্ধন বাতিলের বিষয়ে সকলকে ঐক্যবদ্ধ...
সর্বশেষ
সর্বাধিক পঠিত