রাজনৈতিক প্রতিহিংসার অবসান ঘটাতে আমরা ঐক্যবদ্ধ হই: তারেক রহমান
অনলাইন ডেস্ক
গতকাল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় খালাস পেয়েছেন। এরপর তিনি বলেছেন, সত্যের সৌন্দর্য হচ্ছে, এটি অপপ্রচার ও ষড়যন্ত্রের বিরুদ্ধে নিশ্চিতভাবেই বিজয় লাভ করে।
রোববার (১ ডিসেম্বর) সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে তিনি এ কথা বলেন।
এক পোস্টে তারেক রহমান বলেন, আসুন, রাজনৈতিক প্রতিহিংসার অবসান ঘটাতে আমরা ঐক্যবদ্ধ হই এবং ইতিহাসের এমন একটি নতুন অধ্যায় খুলি, যেখানে রাজনৈতিক পার্থক্যের জন্য কারও জীবন বা পরিবার ধ্বংস হবে না।
ইংরেজিতে লেখা ফেসবুক পোস্টে তারেক রহমান লিখেছেন, সত্যের সৌন্দর্য হচ্ছে, এটি অপপ্রচার ও ষড়যন্ত্রের বিরুদ্ধে নিশ্চিতভাবেই বিজয় লাভ করে। আমাদের এই বিশ্বাস দেয় যে শেষ পর্যন্ত ন্যায়বিচার ও ন্যায্যতাই জয়ী হয়।
আরও পড়ুন
একুশে আগস্ট গ্রেনেড হামলা : তারেক রহমান-বাবরসহ সব...
২১শে আগস্ট গ্রেনেড হামলার মামলা থেকে খালাস পেয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, সত্যের সৌন্দর্য হলো এটি অপপ্রচার ও ষড়যন্ত্রের ওপর শেষমেশ অনিবার্যভাবেই জয়ী হয়। ন্যায় ও সুবিচার শেষ পর্যন্ত প্রতিষ্ঠিত হয়।
আজ রোববার (১ ডিসেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে খালাসের প্রতিক্রিয়ায় এ কথা বলেন তিনি।
তিনি বলেন, আসুন, রাজনৈতিক প্রতিহিংসার অবসান ঘটাতে ঐক্যবদ্ধ হই। ইতিহাসের এক নতুন অধ্যায়ের সূচনা করি, যেখানে রাজনৈতিক মতবিরোধের কারণে কারো জীবন বা পরিবার ধ্বংস হবে না।
তারেক রহমান আরও বলেন, আমরা অঙ্গীকার করছি যে, বহু মতের, বিশ্বাসের ও মতাদর্শের বৈচিত্র্যে বিকশিত গণতন্ত্রের চেতনা ধারণ করব, যা বাংলাদেশের মানুষকে নির্বাচনী অংশগ্রহণের মাধ্যমে নিজেদের ভবিষ্যৎ নির্ধারণে ক্ষমতায়িত করবে।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান...
বিএনপি মিডিয়া সেল ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ সকল আসামির উচ্চ আদালত হাইকোর্ট থেকে খালাস পাওয়ায় স্বস্তি প্রকাশ করেছে।
রোববার হাইকোর্টের বিচারপতি এ কে এম আসাদুজ্জামান এবং বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই রায় ঘোষণা করেন। এদিন বিকেলে বিএনপি মিডিয়া সেল থেকে এক বিবৃতিতে বলা হয়, বিচারিক আদালতের রায় বাতিল করে আজকের এই রায়ের মাধ্যমে প্রমাণিত হলো, বিচার ব্যবস্থা যখন পক্ষপাতহীন এবং প্রভাবমুক্ত থাকে, তখন সত্য অসত্যের ওপর বিজয়ী হয়।
বিবৃতিতে আরও বলা হয়, ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় তারেক রহমানের বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে শাস্তি দেওয়ার ঘটনায় বিচার বিভাগের ওপর নগ্ন হস্তক্ষেপের যে চেষ্টা হয়েছিল, তা আজ উচ্চ আদালতের রায়ে খালাসের মাধ্যমে অস্বীকার হয়েছে।
বিএনপি মিডিয়া সেল দাবি করে,...
বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডাঃ শফিকুর রহমান বলেছেন, আমরা একটা মর্যাদাশীল বাংলাদেশ চাই। যে বাংলাদেশ বিদেশী সবাইকে বন্ধু হিসেবে দেখবে কাউকেই প্রভূ হিসেবে মেনে নেবে না। যে দিকে হাত বাড়বো সেদিকে বন্ধুর হাত পেতে চাই, কোন আগ্রাসী হাত দেখতে চাই না।
রোববার (১ নভেম্বর) সকালে তিনি খুলনা মহানগরীর খানজাহান আলী থানা জামায়াত আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
জামায়াতের আমির বলেন, আমরা সুশৃংখল শান্তি প্রিয় বাংলাদেশ কামনা করলেও কেউ কেউ আছে আমাদেরকে এক মিনিটও শান্তিতে থাকতে দিতে চায়না। আমাদের শান্তির আকাশে মাঝে মাঝে কালো মেঘ, আবার কখনো কালো শকুনের ছায়া দেখা যায়। এ ব্যাপারে আমাদের চৌকোশ দৃষ্টি রাখতে হবে।
দলীয় কর্মীদের উদ্দেশ্য করে আমিরে জামায়াত বলেন, জ্ঞানের আলোয় নিজেদের সমৃদ্ধ করতে হবে। কল্যানের দাওয়াত মানুষের দুয়ারে দুয়ারে পৌছে...