রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের সব ধরনের কার্যক্রম ইতোমধ্যে নিষিদ্ধ করা হয়েছে। তাই শুধু অফলাইনে নয়, অনলাইনেও দলটি কোনো কার্যক্রম পরিচালনা করতে পারবে না। এরই প্রেক্ষিতে আওয়ামী লীগের ফেসবুক পেজসহ সাইবার স্পেসে দলটির কার্যক্রম রোববার (১১ মে) ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ে দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, আমরা উপদেষ্টা পরিষদের সিদ্ধান্তের পরিপত্রের জন্য অপেক্ষা করছি। পরিপত্র জারি হলে এসব পেজ নিষিদ্ধ করতে বিটিআরসির মাধ্যমে মেটাসহ সব অনলাইন প্ল্যাটফর্মের কাছে আনুষ্ঠানিক চিঠি পাঠানো হবে। বিটিআরসির মাধ্যমে চিঠি পাঠালে সেটি দ্রুত কার্যকর হবে বলে আশা করছি। এর আগে, শনিবার (১০ মে) রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে এক ব্রিফিংয়ে আইন উপদেষ্টা...
বন্ধ হচ্ছে আ.লীগ-সংশ্লিষ্ট সব পেজ
নিজস্ব প্রতিবেদক

সোমবারের মধ্যে আ.লীগ নিষিদ্ধের প্রজ্ঞাপন না হলে ফের রাস্তায় নামার হুঁশিয়ারি
অনলাইন ডেস্ক

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন আগামীকাল সোমবারের (১২ মে) মধ্যে না হলে ফের রাস্তায় নামার হুঁশিয়ারি দিয়েছেন এনসিপির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ। রোববার রাত ৮টায় শাহবাগে আহত জুলাই যোদ্ধাদের ব্যানারে অবস্থান কর্মসূচিতে উপস্থিত হয়ে তিনি এ হুঁশিয়ারি দেন। হাসনাত আবদুল্লাহ বলেন, আওয়ামী লীগের যারা দেশ ছেড়ে পালিয়ে গেছে, এর দায়ভার অন্তর্বর্তী সরকারের। আওয়ামী লীগ সরকারের সাবেক রাষ্ট্রপতিকে সরকার নিজস্ব ব্যবস্থায় পালিয়ে যেতে দিয়েছে। আপাতত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে তাদের বিচারের বিষয়টি ইতিবাচকভাবে দেখছি। তিনি বলেন, আইসিটি ট্রাইব্যুনালের মাধ্যমে আওয়ামী লীগকে স্থায়ীভাবে নিষিদ্ধকরণের দাবি জানাচ্ছি। আগাীম ৩০ কার্যদিবসের মধ্যে জুলাই ঘোষণাপত্র দিতেই হবে। আন্দোলনরতদের উদ্দেশে তিনি বলেন, আপনারা না মানলে সেই...
আওয়ামী লীগ নিষিদ্ধ নিয়ে যা বললেন জামায়াতের আমির
নিজস্ব প্রতিবেদক

রাজনৈতিক অংশীজনদের সঙ্গে কথা বলে আওয়ামী লীগ নিষিদ্ধ করলে ভালো হতো বলে মন্তব্য করেছেন জামায়াত ইসলামের আমির ডা. শফিকুর রহমান। রোববার (১১ মে) রাজধানীর সিরডাপ মিলনায়তনে বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স আয়োজিত সেমিনার শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। শফিকুর রহমান বলেন, উপদেষ্টার পরিষদ বৈঠক করে একটা সিদ্ধান্ত দিয়েছেন, ভালো হতো রাজনৈতিক অংশীজনদের সঙ্গে আলাপ করে সিদ্ধান্ত নিলে। রাজনৈতিক অংশীজন যারা তাদের সঙ্গে আলাপ করলে ভালো হতো, কেননা এটা একটা রাজনৈতিক বিষয়। তিনি বলেন, তারা নিজেদের মধ্যে আলাপ করে এটা সিদ্ধান্ত দিয়েছেন। তারপর আগামীকাল কীভাবে আসে তার ওপর ভিত্তি করে আমরা গতিপথ নির্ধারণ করবো ইনশাল্লাহ। সেখানে যদি স্পষ্ট ব্যাখ্যা থাকে তাহলে কোনো ধোঁয়াশা থাকবে না। যদি না থাকে তাহলে আমরা কী করবো তা পরে নির্ধারণ করবো। এক...
আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্তকে যেভাবে দেখছে এবি পার্টি
নিজস্ব প্রতিবেদক

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আওয়ামী লীগ ও তার নেতাদের বিচারকার্য সম্পন্ন না হওয়া পর্যন্ত দলটির যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)। এ উপলক্ষে আজ রোববার বিকেল ৫টায় রাজধানীর বিজয়নগরস্থ দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে এক অভিনন্দন অভিযাত্রা বের করে দলটি। অভিযাত্রায় এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সংশোধনের মাধ্যমে গণহত্যাকারী আওয়ামী লীগের বিচার ও দলীয় কার্যক্রমে নিষেধাজ্ঞা দেওয়ায় সরকারকে অভিনন্দন জানাই। জাতিসংঘঘোষিত গণহত্যাকারী দল আওয়ামী লীগের বিরুদ্ধে নির্বাহী আদেশে কোনো শাস্তিমূলক ব্যবস্থা না দিয়ে আমরা চাচ্ছিলাম বিচারিক প্রক্রিয়ায় পদক্ষেপ নেওয়ার জন্য। আওয়ামী লীগ যে সীমাহীন অন্যায়, জুলুম ও লুটপাট করেছে তাতে এ...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর