নেত্রকোনায় পালিত হয়েছে আর্ন্তজাতিক দুনীতি প্রতিরোধ দিবস। এ উপলক্ষে দুর্নীতি দমন ও প্রতিরোধে করণীয় বিষয়ক আলোচনা সভা ও মানবন্ধন অনুষ্ঠিত হয়েছে। ময়মনসিংহ অঞ্চল দুর্নীতি দমন কমিশনের উদ্যোগে জেলা প্রশাসনের সহযোগিতায় নেত্রকোনা জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে সোমবার সকালে ছোট বাজার স্থানীয় শহীদ মিনারের সমানে সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা কমিটির সদস্য আলপনা বেগমের সঞ্চালনায় কমিটির সহ সভাপতি অধ্যক্ষ মো. আব্দুল বাতেনের সভাপতিত্বে সমাবেশ উদ্বোধন করেছেন জেলা প্রশাসক বনানী বিশ্বাস। এর আগে জাতীয় সংগীতের সাথে জাতীয় ও দুদকের পতাকা উত্তোলন করা হয়। পরে বেলুন উড়িয়ে কর্মসূচীর ঘোষণা করেন উদ্বোধক জেলা প্রশাসক। এ সময় বক্তব্য রাখেন, পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ, দুদক ময়মনসিং কার্যালয়ের সহাকারী পরিচালক রাজু মো. সারওয়ার হোসেন, জেলা প্রতিরোধ কমিটির সদস্য...
নেত্রকোনায় আর্ন্তজাতিক দুর্নীতি প্রতিরোধ দিবস পালিত
নেত্রকোনা প্রতিনিধি
৬ ঘন্টা পর শরীয়তপুর-চাঁদপুর রুটে ফেরি চলাচল শুরু
শরীয়তপুর প্রতিনিধি
শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ঘন কুয়াশা কেটে যাওয়ায় ৬ ঘন্টা পর ফেরি চলাচল শুরু হয়েছে। সোমবার (৯ ডিসেম্বর) সকাল ১০ টা থেকে ফেরি চলাচল স্বাভাবিক করে দেন বিআইডব্লিউটিসি ঘাট কর্তৃপক্ষ। এর আগে ভোর ৪টা থেকে এই রুটে ফেরি চলাচল বন্ধ করে দেয়া হয়। বিআইডব্লিউটিসি নরসিংহপুর ফেরিঘাটের উপ-ব্যবস্থাপক মো. ইকবাল হোসেন জানান, রোববার (৮ ডিসেম্বর) দিনগত রাত থেকে প্রচণ্ড কুয়াশার দেখা দেয়। কুয়াশার মধ্যে দুর্ঘটনা এড়াতে এই নৌরুটে ভোর ৪ টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। পরে ঘন কুয়াশা কুয়াশা কেটে গেলে সোমবার সকাল ১০ টার দিকে ফেরি চলাচল স্বাভাবিক করে দেয়া হয়। বর্তমানে এই নৌরুটে ছোট-বড় মিলিয়ে ৬টি ফেরি চলাচল করছে। news24bd.tv/DHL
সেনাবাহিনীর অভিযানে ভারতীয় চিনি-কমলা জব্দ, গ্রেপ্তার ৩
অনলাইন ডেস্ক
সুনামগঞ্জের দোয়ারাবাজার সীমান্তে সেনাবাহিনীর অভিযানে চোরাচালানের মাধ্যমে আনা ভারতীয় চিনি ও কমলাসহ প্রায় ২৩ লাখ টাকার মালামাল জব্দ করা হয়েছে। এ ঘটনায় তিন চোরাকারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল রোববার (৮ ডিসেম্বর) বিকেলে দোয়ারাবাজার উপজেলার বালিউড়া বাজার ও জয়নগর এলাকায় এই অভিযান চালানো হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- আব্দুর রহিম, মফিজ মড়ল, ও বিল্লাল হোসেন। তাঁদের বাড়ি সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায়। সেনাবাহিনীর ১১ পদাতিক বিগ্রেডের ৪২ (বিয়ার) দোয়ারাবাজার ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন শোয়েব বিন আহমদ জানিয়েছেন, অভিযানকালে প্রায় ১২ হাজার কেজি কমলা, ৪ হাজার ২০০ কেজি চিনি ও চোরাই কাজে ব্যবহৃত তিনটি ট্রাক জব্দ করা হয়। গ্রেপ্তারকৃত ব্যক্তিদের এবং জব্দকৃত মালামাল বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সিলেট সেক্টরের ৪৮ ব্যাটালিয়নের কাছে হস্তান্তর করা...
৫ টাকার ভাড়া নিয়ে সংঘর্ষ, আহত ৫০
অনলাইন ডেস্ক
হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলায় ইজিবাইকের ভাড়া ৫ টাকা কম দেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন। রোববার (৮ ডিসেম্বর) সকাল ১০টার দিকে বাহুবল উপজেলার মৌচাক নামক স্থানে এই ঘটনা ঘটে। সংঘর্ষের সময় অন্তত ৭টি দোকানে অগ্নিসংযোগ করা হয়। এছাড়া ১৫টি দোকান লুটপাট করা হয়। বাহুবল থানাসূত্র অনুযায়ী, সাজিদ মিয়া নামে এক যাত্রী তার গ্রামের বাড়ি ভেড়াখাল যাওয়ার উদ্দেশে ইজিবাইকে উঠেন। তিনি ১০ টাকা ভাড়া দিলে চালক সালমান মিয়া আরও ৫ টাকা দাবি করেন। এ নিয়ে তর্কবিতর্কের একপর্যায়ে উভয়ে হাতাহাতিতে জড়িয়ে পড়েন। বিষয়টি গ্রামের লোকজনের মধ্যে ছড়িয়ে পড়ে। এরপরে তারা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তারা সংঘর্ষে জড়িয়ে পড়েন। প্রায় ৪ ঘন্টাব্যাপী রক্তক্ষয়ী সংঘর্ষে অর্ধশতাধিক মানুষ আহত হয়। খবর পেয়ে বাহুবল মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর