দেশের বাজারে ফের বাড়লো স্বর্ণের দাম। এবার ভরিতে ১ হাজার ১৬৬ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ লাখ ৩৮ হাজার ৩৯৩ টাকা নির্ধারণ করা হয়েছে। সোমবার (৯ ডিসেম্বর) সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস)। আগামীকাল মঙ্গলবার (১০ ডিসেম্বর) থেকেই নতুন এ দাম কার্যকর হবে বলেও এতে উল্লেখ করা হয়েছে। বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বেড়েছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে। নতুন দাম অনুযায়ী, প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে ১ লাখ ৩৮ হাজার ৩৯৩ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৩২ হাজার ৯৫ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ১৩ হাজার ২৩৪ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ৯২ হাজার ৯৩৯ টাকা নির্ধারণ করা...
স্বর্ণের দাম বাড়লো
নিজস্ব প্রতিবেদক
মঙ্গলবার শুরু হচ্ছে অর্থনৈতিক শুমারি, তুলে ধরা হবে বিদেশিদের তথ্যও
নিজস্ব প্রতিবেদক
১০ বছর পর আগামিকাল মঙ্গলবার (১০ ডিসেম্বর) থেকে শুরু হচ্ছে দেশের চতুর্থ অর্থনৈতিক শুমারি। ২৬ ডিসেম্বর পর্যন্ত চলবে তথ্য সংগ্রহের কাজ। শুমারিতে এবারই প্রথমবারের মতো দেশে কতজন বিদেশি কর্মী নিয়োজিত রয়েছেন, তারা কোন ধরনের প্রতিষ্ঠানে এবং কোন ধরনের পদে কর্মরত আছেন, সেসব তথ্যও তুলে ধরা হবে। সোমবার (৯ ডিসেম্বর) আগারগাঁও পরিসংখ্যান ভবনে অর্থনৈতিক শুমারি ২০২৪ আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য তুলে ধরেন পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন। মো. মাহবুব হোসেন বলেন, শুমারি কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে জিওগ্রাফি ইনফরমেশন সিস্টেম (জিআইএস) জিওকোড সমন্বয় করে ডিজিটাল ম্যাপ প্রস্তুত করা হয়েছে। মাঠ পর্যায়ে তথ্য সংগ্রহে ব্যবহৃত ট্যাবলেটগুলো মোবাইল ডিভাইস ম্যানেজমেন্ট (এমডিএম) সফটওয়্যার ব্যবহার করে কেন্দ্রীয়ভাবে ডিভাইসগুলো...
শুল্কছাড়ের পরও কমেনি পণ্যের দাম, কারণ জানালেন এনবিআর চেয়ারম্যান
নিজস্ব প্রতিবেদক
জনস্বার্থে অনেক পণ্যের আমদানি শুল্ক কমানোয় সরকারের রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা পূরণ হয়নি বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আব্দুর রহমান খান। জাতীয় ভ্যাট সপ্তাহ উদযাপন উপলক্ষে সোমবার আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন এনবিআর চেয়ারম্যান। তিনি বলেন, শুল্ক কমানোর পরও কমেনি অনেক পণ্যের দাম৷ যদিও শুল্ক কমানোর পরও অনেক পণ্যের দাম না কমার কারণ হিসেবে ডলারের দাম বৃদ্ধির কথা জানিয়েছেন তিনি। আর রাজস্ব আদায়ের ক্ষেত্রে ব্যবসায়ীদের আস্থা ফেরানো প্রয়োজনীয়তার কথা জানিয়ে এনবিআর চেয়ারম্যান বলেন, জোরপূর্বক ব্যবসায়ীদের ওপর রাজস্ব চাপিয়ে দেবে না তার সংস্থা। তবে করছাড়ের সংস্কৃতি থেকে বেরিয়ে না আসলে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা পূরণ সম্ভব নয় বলেও জানান তিনি। এদিন সংবাদ সম্মেলনে জানানো হয়, ১০ ডিসেম্বর থেকে ১৭ তারিখ পর্যন্ত পালিত হবে জাতীয়...
সয়াবিন তেলের দাম বাড়লো
নিজস্ব প্রতিবেদক
প্রতি কেজি বোতলজাত সয়াবিন তেলের দাম ৮ টাকা বাড়িয়ে ১৭৫ টাকা নির্ধারণ করেছে বাণিজ্য মন্ত্রণালয়। সোমবার বিকেলে সংবাদ সম্মেলনে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন বিষয়টি জানান। উপদেষ্টা বলেন, আগে ১৬৭ টাকা ছিল বোতলজাত তেলের দাম। কিন্তু এরইমধ্যে ২০ শতাংশের বেশি দাম বেড়েছে আন্তর্জাতিক বাজারে। তাই যৌক্তিকভাবেই দাম বাড়ানো হয়েছে বলে জানান বাণিজ্য উপদেষ্টা। বাণিজ্য উপদেষ্টা বলেন, ১৪৯ টাকা থেকে ৮ টাকা বাড়িয়ে খোলা সয়াবিন তেল ১৫৭ টাকা নির্ধারণ করা হয়েছে। পাম তেলের দামও ১৫৭ টাকা করা হয়েছে। বাজারে তেল এবং আলুর দাম ছাড়া অন্যান্য পণ্যের দাম স্থিতিশীল আছে বলে জানান তিনি। news24bd.tv/FA
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর