ভারতীয় গণমাধ্যম বাংলাদেশ নিয়ে শতভাগ মিথ্যা প্রপাগান্ডা চালাচ্ছে বলে মন্তব্য করেছেন ওয়াশিংটন ডিসির বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মোর্তোজা। বাংলাদেশ বিষয়ে ভারতীয় গণমাধ্যমের অবস্থান নিয়ে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, শেখ হাসিনাকে বিতাড়িত করার জন্য বাংলাদেশে একটি গণঅভ্যুত্থান সংগঠিত হয়েছে। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর তার সরকারের এমপি, মন্ত্রীসহ কিছু হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলা হয়েছে। কারও কারও ক্ষেত্রে আওয়ামী লীগের মুসলিম কর্মী-সমর্থকদের বাড়ি যেমন ভাঙচুর করা হয়েছে, তাদের হিন্দু কর্মীর বাড়িঘরও ভাঙচুর করা হয়েছে। তবে সেটা ঠিক এমন না- যা দিয়ে বড় রকম হইচই ফেলে দেওয়া যায়। অধিকাংশ জায়গায় হামলা হয়েছে আওয়ামী লীগ সমর্থক ও আওয়ামী লীগের নেতা হিসেবে। ধর্মের কারণে হয়নি। তিনি বলেন, দেড় দশকের বেশি আওয়ামী লীগ ও শেখ...
‘বাংলাদেশ নিয়ে শতভাগ মিথ্যা প্রপাগান্ডা চালাচ্ছে ভারতীয় গণমাধ্যম’
নিজস্ব প্রতিবেদক
আজ ৬ ডিসেম্বর, স্বৈরাচার এরশাদ পতন দিবস
অনলাইন ডেস্ক
আজ ৬ ডিসেম্বর, স্বৈরাচার পতন ও গণতন্ত্র মুক্তি দিবস। তবে এই পতন স্বৈরাচার হাসিনা সরকার নয় স্বৈরশাসক হুসেইন মুহম্মদ এরশাদ এর পতন। গণআন্দোলনের মুখে ১৯৯০ সালের এই দিনে পদত্যাগ করেন তৎকালীন স্বৈরশাসক হুসেইন মুহম্মদ এরশাদ। গণ আন্দোলনের মুখে ক্ষমতা ছাড়তে বাধ্য হন এরশাদ। তিনি তখন অস্থায়ী সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করেন। সেসময় তার পতনের মধ্য দিয়ে অবসান হয় ৯ বছরের স্বৈরশাসনের। মুক্তি পায় গণতন্ত্র। ঠিক যেমন শেখহাসিনার সরকারের সময় ছাত্র-আন্দোলন দেশকে নতুন করে মুক্ত করল। ১৯৯০ সালে দেশব্যাপী ছাত্র-জনতার তীব্র আন্দোলনের মুখে ৪ ডিসেম্বর রাতে এরশাদ অনেকটা নাটকীয়ভাবে তিন জোটের সিদ্ধান্ত অনুযায়ী পদত্যাগের ঘোষণা দেন। এরই ধারাবাহিকতায় পরদিন (৫ ডিসেম্বর) সব রাজনৈতিক দলের অনুরোধে বিচারপতি সাহাবুদ্দীন আহমদ শর্তসাপেক্ষে অস্থায়ী রাষ্ট্রপতির পদ গ্রহণে...
তারেক রহমানকে ‘ভিলেন’ বানানোর নীলনকশা!
নিজস্ব প্রতিবেদক
এক-এগারো পরিস্থিতির মতোই ফের মাইনাস টু ফর্মুলায় মেতে উঠেছে দেশের একটি শীর্ষ দৈনিক পত্রিকা। ২০০৭ সালে রাজনীতি থেকে দুই নেত্রী বেগম খালেদা জিয়া ও শেখ হাসিনাকে সরানোর নীলনকশা এঁকেছিল পত্রিকাটি। দীর্ঘ দেড় যুগ পরে উদ্ভূত পরিস্থিতিতে ফর্মুলা অভিন্ন হলেও মাইনাসের তালিকায় খালেদা জিয়ার সঙ্গে যুক্ত হয়েছেন তার বড় ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এক-এগারো ও এর পরবর্তী সময়ে তারেক রহমানকে রাজনীতিতে ভিলেন বানানোর অপ্রতিরোধ্য অপচেষ্টার অংশ হিসেবে অব্যাহতভাবে তার চরিত্র হনন করা হয়েছিল। তাকে জঙ্গি সম্পৃক্ততা, সন্ত্রাসের গডফাদার, দুর্নীতিবাজ ও বিত্ত-বৈভবের মালিক দেখিয়ে মানুষের কাছে খাটো করার পাশাপাশি তার রাজনৈতিক ক্যারিয়ার শেষ করে দেওয়ার মিশনও নেওয়া হয়েছিল। পর্দার অন্তরালে ওই দৈনিকটির এ ধরনের নীরব নীলনকশা এখনো চলছে বলে অভিযোগ রয়েছে। এ...
সার্বভৌমত্বের প্রশ্নে ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার
নিজস্ব প্রতিবেদক
জাতীয় ঐক্য গঠনের লক্ষ্যে এবার ধর্মীয় নেতাদের সঙ্গে সংলাপ করলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। গতকাল বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এ সংলাপে দেশের শীর্ষ ধর্মীয় নেতাদের সঙ্গে চলমান নানা ইস্যু এবং দেশি-বিদেশি ষড়যন্ত্র ও প্রতিরোধে করণীয় নিয়ে আলোচনা হয়। সংলাপে প্রধান উপদেষ্টার পাশাপাশি ধর্মীয় নেতারা নিজেদের বক্তব্য তুলে ধরেন। এসময় দেশের সার্বভৌমত্বের প্রশ্নে সবাই ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার ব্যক্ত করেন। একইসঙ্গে কোনো প্রোপাগান্ডার ফাঁদে না পড়ে সম্প্রীতির বাংলাদেশ বজায় রাখতে সবাই একযোগে কাজ করবেন বলে জানান। মুসলিম, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, গারোসহ বিভিন্ন ধর্ম ও গোত্রের প্রায় অর্ধশত প্রতিনিধিদের অংশগ্রহণে হওয়া বৈঠকের শুরুতেই অধ্যাপক ইউনূস উপস্থিত সবার উদ্দেশে বলেন, আমরা একটা...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর