ভারতের বিরুদ্ধে খেলতে নামলেই মারকুটে হয়ে ওঠেন ট্রাভিস হেড। এইতো গত বছর টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল আবার সে বছরই ওয়ানডে বিশ্বকাপ ফাইনাল আর এবার অ্যাডিলেডে দুর্দান্ত সেঞ্চুরি হাঁকালেন ট্রাভিস হেড। সফরকারী ভারত প্রথম ইনিংসে ১৮০ রানে গুটিয়ে যায়। অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে ১৫৭ রানের লিড নিয়ে ৩৩৭ রানে অলআউট হয়। শনিবার (৭ ডিসেম্বর) দ্বিতীয় দিনের খেলা শেষ হলে ভারত অজিদের থেকে ২৯ রানে পিছিয়ে থাকে। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ৫ উইকেট হারিয়ে ১২৮ রান তোলে সফরকারীরা। এর আগে দ্বিতীয় দিনের শুরুটা ভালো করে ভারত। নিজের দ্বিতীয় ওভারেই ম্যাকসুইনিকে আউট করেন জশপ্রীত বুমরা। ব্যাক অফ দ্য লেংথ বলে খোঁচা দিয়ে ঋষভ পন্থের হাতে জমা পড়েন অজি ব্যাটার। ১০৯ বলে ৩৯ রান করেন ম্যাকসুইনি।চার নম্বরে নেমে বেশিক্ষণ টিকতে পারেননি তারকা ব্যাটার স্টিভ স্মিথও। এ বারও উইকেট নেন...
ভারতকে পেয়েই তাণ্ডব চালালেন ট্রাভিস হেড
অনলাইন ডেস্ক
১৯ গোলে বাংলাদেশকে বিধ্বস্ত করেছে চীন
অনলাইন ডেস্ক
বাংলাদেশের মেয়েদের ১৯-০ গোলে বিধ্বস্ত করেছে। ওমানের রাজধানী মাসকটে জুনিয়র এশিয়া কাপ হকিতে বাংলাদেশকে নিয়ে রীতিমতো ছিনিমিনি খেলেছেন চীনা মেয়েরা। ম্যাচের শুরু থেকেই নিজদের আধিপত্য দেখায় চীন। প্রথম কোয়ার্টারেই ৬ গোল করে চীন। এর পরের কোয়ার্টারে আরও চার গোল করে ড্রেসিংরুমে ফেরে চীনা মেয়েরা। তৃতীয় কোয়ার্টারে আরও ৪ গোল করলে ব্যবধান দাঁড়ায় ১৪-০ তে। শেষ কোয়ার্টারেও কমেনি চীনের গোল ক্ষুধা। চতুর্থ কোয়ার্টারে আরও পাঁচ গোল করলে ১৯-০ স্কোরলাইনে নিয়ে মাঠ ছাড়ে চীনা মেয়েরা। আরও পড়ুন আইরিশদের কাছে সিরিজ খোয়ালো বাংলাদেশ ০৭ ডিসেম্বর, ২০২৪ উল্লেখ্য, বাংলাদেশ নারী দল অনূর্ধ্ব-২১ হকি দল এই প্রথম এশিয়া কাপে খেলছে। বিগত জুন মাসে সিঙ্গাপুরে এএইচএফ কাপে রানার্স আপ হয়ে এশিয়া কাপ নিশ্চিত করেছিলেন বাংলাদেশের মেয়েরা। আগামীকাল ভারতের বিপক্ষে মাঠে...
ভারত বধের লড়াই আগামীকাল, খেলা দেখবেন যেভাবে!
অনলাইন ডেস্ক
আগামীকাল অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারতকে হারানোর মিশনে মাঠে নামবে বাংলাদেশ। দুই দলই শিরোপা ধরে রাখার লড়াইয়ে মুখোমুখি হবে। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগামীকাল রোববার (৮ ডিসেম্বর) বাংলাদেশ সময় বেলা ১১টায় শুরু হবে ম্যাচটি। ইতিহাসের দিক দিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সবচেয়ে সফল দল ভারত। ১০টি টুর্নামেন্টের মধ্যে ৭ বার চ্যাম্পিয়ন হয়েছে তারা। এবং একবার পাকিস্তানের সঙ্গে শিরোপা ভাগাভাগি করেছে। আরও পড়ুন দেশবাসীর কাছে ভারতকে হারাতে দোয়া চাইলেন তামিম ০৬ ডিসেম্বর, ২০২৪ অপরদিকে, বাংলাদেশ একবার যুব এশিয়া কাপ জিতেছে এবং গত চার টুর্নামেন্টে এবার তৃতীয়বার ফাইনালে উঠেছে। ২০১৯ সালে রানার্সআপ, ২০২৩ সালে চ্যাম্পিয়ন এবং আগামীকাল তাদের চ্যালেঞ্জ ভারতের বিপক্ষে। এর আগে গ্রুপ পর্বে দুই দলই রানার্সআপ হয়ে সেমিফাইনাল নিশ্চিত করে।...
মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
অনলাইন ডেস্ক
ফুটবলে সবচেয়ে বেশি উত্তাপ ছড়ায় ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচকে ঘিরে। ফুটবলের এই দুই পরাশক্তি ক্রিকেটের দিক থেকে বেশ পিছিয়ে। কখনো বিশ্বকাপ খেলতে পারেনি তাদের কেউই। তবে বরাবরই তারা অংশ নেয় আইসিসি টি২০ বিশ্বকাপের উপ আঞ্চলিক বাছাই পর্বে। আমেরিকা থেকে উপ-আঞ্চলিক বাছাই পর্বে আজ নিজ নিজ ম্যাচে মাঠে নামছে ব্রাজিল ও আর্জেন্টিনা। দুই দলের জন্যই আজকের ম্যাচ বেশ গুরুত্বপূর্ণ। উপ আঞ্চলিক বাছাই পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলবে আজ আর্জেন্টিনা। যেখানে তাদের প্রতিপক্ষ বেলিজ। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে। একই প্রতিযোগিতায় আজ মাঠে নামবে ব্রাজিল। উপ আঞ্চলিক বাছাই পর্বে সেলেসাওদেরও এটি দ্বিতীয় ম্যাচ। ব্রাজিলের প্রতিপক্ষ মেক্সিকো। এই ম্যাচটিও শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে। উল্লেখ্য, দুই দলই আমেরিকা থেকে উপ আঞ্চলিক...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর