কুড়িগ্রামে মাদক বিরোধী অভিযানে ৭০ কেজি গাঁজাসহ ৬ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে কুড়িগ্রাম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ বিষয়ে মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাদের বিরুদ্ধে কুড়িগ্রাম সদর থানায় মামলা দায়ের করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরির্দশক তরুণ কুমার রায় জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (৯ ডিসেম্বর) রাত ৯ টার দিকে কুড়িগ্রাম শহরের ধরলা ব্রীজ সংলগ্ন পশ্চিম টোল প্লাজার সামন থেকে ২টি সন্দেহভাজন পিকআপ আটক করা হয়। এসময় পিকআপে তল্লাশি চালিয়ে বিশেষ কায়দায় রাখা ৭০ কেজি গাঁজা ও পিকআপে থাকা ৬ মাদক কারবারিকে হাতেনাতে আটক করা হয়। কারবারিরা পাটের বস্তার ভিতরে পলিথিন দিয়ে গাঁজাগুলো পেচিয়ে রেখেছিল। পরে মাদক কারবারিদের গ্রেপ্তার দেখানো হয়। গ্রেপ্তারকৃত মাদক কারবারিরা হলেন, ফুলবাড়ী উপজেলার কাশিপুর...
কুড়িগ্রামে ৭০ কেজি গাঁজাসহ ৬ মাদক কারবারি গ্রেপ্তার
কুড়িগ্রাম প্রতিনিধি
দৌলতদিয়া-পাটুরিয়া নৌ-রুটে তিন ঘন্টা পর ফেরি চলাচল স্বাভাবিক
রাজবাড়ী প্রতিনিধি
পদ্মা নদীতে কুয়াশার ঘনত্ব কমে আসায় ৩ ঘন্টা বন্ধ থাকার পর পুনরায় রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে। মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকাল ৯ টা ২০ মিনিট থেকে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। মাঝ নদীতে আটকে থাকা ৩ টি ফেরি তীরে এসে পৌঁছেছে। বিআইডব্লিউটিসি‘র দৌলতদিয়া ঘাট শাখার ম্যানেজার মো. সালাউদ্দিন এসব তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, খুব সকাল থেকে ফেরি চলাচল বন্ধ থাকায় বেশ কিছু যানবাহন নৌপথ পারাপারের অপেক্ষায় রয়েছে এবং সিরিয়াল অনুযায়ী সেগুলোকে ফেরিতে তোলা হচ্ছে। এর আগে সকাল ৬ টা ২০ মিনিটের পর থেকে কুয়াশার তীব্রতা বাড়ায় দুর্ঘটনা এড়াতে এ রুটে ফেরি চলাচল বন্ধ করে দেয়া হয়। news24bd.tv/DHL
কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌ-রুটে ফেরি চলাচল বন্ধ
রাজবাড়ী প্রতিনিধি
ঘন কুয়াশার কারণে বন্ধ রয়েছে রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌ-রুটে ফেরি চলাচল। মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকাল ৬.২০ মিনিট থেকে কুয়াশার ঘনত্ব বেড়ে গেলে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখে ঘাট কর্তৃপক্ষ। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া কার্যালয়ের ম্যানেজার মো. সালাউদ্দিন এসব তথ্য নিশ্চিত করেছেন। ঘাট বন্ধ থাকায় নদী পারাপারের অপেক্ষায় দৌলতদিয়া ও পাটুরিয়া প্রান্তে আটকা পড়েছে শত শত যানবাহন। তীব্র শীতে ভোগান্তিতে পড়েছেন চালক ও যাত্রীরা। ঘাট কর্তৃপক্ষ জানায়, ভোর রাত সাড়ে ৫ টার পর থেকে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে কুয়াশা পড়তে শুরু করে।সকাল ৬.২০ মিনিটের পরে কুয়াশা ঘন হলে ফেরি চলাচলের চ্যানেলের বিকন বাতি ও মার্কিং পয়েন্টের কিছুই দেখা যাচ্ছিল না। এ সময় দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ করে দেয় ঘাট...
টঙ্গীতে ট্রেনে কাটা পড়ে বাবা-ছেলের মৃত্যু
অনলাইন ডেস্ক
গাজীপুরের টঙ্গীতে ট্রেনে কাটা পড়ে দুইজনের মৃত্যু হয়েছে। সোমবার (৯ ডিসেম্বর) রাত ১০টা ১৫ মিনিটে ঢাকা-ময়মনসিংহ রেলরুটের টঙ্গীর বনমালা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, নিহতদের মধ্যে একজনের বয়স আনুমানিক ৩০ এবং অন্যজনের বয়স ১০ বছর। প্রাথমিক ধারণা অনুযায়ী, তারা সম্পর্কে বাবা-ছেলে। টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) ছোটন শর্মা বলেন, "কুড়িগ্রামগামী কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে তারা মারা গেছেন। স্থানীয়রা তাদের রেললাইন দিয়ে হাঁটতে দেখেছেন। মরদেহ উদ্ধার করা হয়েছে এবং নামপরিচয় শনাক্তের চেষ্টা চলছে।" news24bd.tv/DHL
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর