ভেলায় চড়ে বাংলাদেশে পাড়ি, নাফ থেকে রোহিঙ্গা উদ্ধার

ফাইল ছবি

ভেলায় চড়ে বাংলাদেশে পাড়ি, নাফ থেকে রোহিঙ্গা উদ্ধার

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

কক্সবাজারের নাফ নদী থেকে আরও ১১ রোহিঙ্গাকে উদ্ধার করেছে কোস্টগার্ড। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে নাফ নদীর শাহপরীর দ্বীপ সংলগ্ন গোল্লার চর এলাকা থেকে উদ্ধার করা হয়।

উদ্ধারকৃতদের মধ্যে ২ জন পুরুষ, ২ জন নারী ও ৭ জন শিশু রয়েছেন।

এর আগে আজ ভোর ৪টার দিকে নাফ নদীর শাহপরীর দ্বীপের মাঝির পাড়া গোল্লার চর থেকে ৩২ জন রোহিঙ্গাকে উদ্ধার করে কোস্টগার্ড।

তাদের মধ্যে ৯ জন পুরুষ, ১৩ জন নারী ও ১০ জন শিশু রয়েছেন। এ নিয়ে আজ নাফ নদী থেকে ৪৩ জন রোহিঙ্গাকে উদ্ধার করা হল।

কোস্টগার্ড হেডকোয়ার্টারের গোয়েন্দা পরিদপ্তরের এল এস (মিডিয়া উইং) আবুল কালাম আজাদ জানান, বেলা ১১ ঘটিকার দিকে কয়েকজন রোহিঙ্গা ভেলায় চড়ে মিয়ানমারের আরাকান রাজ্য থেকে বাংলাদেশের উদ্দেশে নাফ নদী পাড়ি দিয়ে আসছিল। এসময় ভেলাটি ডুবে যায়।

 তৎক্ষণাৎ কোস্টগার্ডের টহলরত একটি দল দেখতে পেয়ে তাদের উদ্ধার করে।  

উদ্ধারকৃত রোহিঙ্গাদের কক্সবাজার রোহিঙ্গা সেনা ক্যাম্পে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

উল্লেখ্য, মিয়ানমার সেনাবাহিনীর নির্যাতনের শিকার হয়ে গত আগস্ট থেকে এ পর্যন্ত ৬ লাখেরও বেশি রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করেছে।

প্রতিদিনই এ সংখ্যা বাড়ছে।  এছাড়া পুরনো রোহিঙ্গাসহ এ সংখ্যা দশ লাখ ছাড়িয়েছে।

সম্পর্কিত খবর