বিএনপির সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলুকে বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় ১২ বছরের সাজা থেকে খালাস দিয়েছেন হাইকোর্ট। মঙ্গলবার (১০ ডিসেম্বর) হাইকোর্টের বিচারপতি একেএম আসাদুজ্জামান এবং বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের সমন্বয়ে গঠিত বেঞ্চ রায় ঘোষণা করেন। আদালতে রুহুল কুদ্দুস তালুকদার দুলুর পক্ষে আইনজীবী ছিলেন অ্যাভোকেট মো. আরিফুল ইসলাম। মামলায় বলা হয়, ২০০৪ সালের ফেব্রুয়ারিতে নাটোরে ১৮টি বাড়িঘর পুড়িয়ে দেয়া হয়। এই ঘটনায় নাটোরে একটি মামলা দায়ের হয়। পরে ২০০৭ সালে একই ঘটনায় আরেকটি মামলা হয়, যেখানে রুহুল কুদ্দুস তালুকদার দুলুকে আসামি করা হয়। নাটোরের বিশেষ জজ আদালত দুলুকে ১২ বছর এবং অন্য ৮৩ জন আসামিকে ১০ বছরের সাজা প্রদান করেছিল। তবে, রুহুল কুদ্দুস তালুকদার দুলুসহ ২৮ আসামি এই সাজার বিরুদ্ধে আপিল করেন। শুনানি শেষে...
১২ বছরের সাজা থেকে খালাস বিএনপির দুলু
নিজস্ব প্রতিবেদক
‘জয় বাংলা’কে জাতীয় স্লোগান ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায় স্থগিত
অনলাইন ডেস্ক
জয় বাংলাকে জাতীয় স্লোগান ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায় স্থগিত করেছেন আপিল বিভাগ। মঙ্গলবার (১০ ডিসেম্বর) প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। এর আগে জয় বাংলাকে জাতীয় স্লোগান ঘোষণা করে হাইকোর্টের দেয়া রায় স্থগিত চেয়ে আবেদন করে রাষ্ট্রপক্ষ। ২ ডিসেম্বর এ তথ্য জানান অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনীক আর হক। জয় বাংলাকে জাতীয় স্লোগান হিসেবে ঘোষণা চেয়ে ২০১৭ সালে সুপ্রিম কোর্টের আইনজীবী ড. বশির আহমেদ রিট করেন। ২০১৭ সালের ৪ ডিসেম্বর, হাইকোর্ট ওই রিটের শুনানি শেষে রুল জারি করেন। এতে জয় বাংলাকে জাতীয় স্লোগান হিসেবে ঘোষণা না করার কারণ জানতে চাওয়া হয়। ২০২০ সালের ১০ মার্চ জয় বাংলাকে জাতীয় স্লোগান ঘোষণা করে রায় দেন বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ।...
অর্থপাচার মামলায় তারেক রহমানের ৭ বছরের সাজা স্থগিত
নিজস্ব প্রতিবেদক
অর্থপাচার মামলায় ৭ বছরের কারাদণ্ডপ্রাপ্ত তারেক রহমান ওব্যবসায়ী গিয়াস উদ্দিন আল মামুনের আপিল গ্রহণ করে সাজা স্থগিত করেছেন আদালত। মঙ্গলবার (১০ ডিসেম্বর)হাইকোর্টের রায়ের বিরুদ্ধে করা আবেদনের শুনানি নিয়ে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন। এদিন আদালতে তারেক রহমানের পক্ষে শুনানিতে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন। সিঙ্গাপুরে অর্থপাচারের অভিযোগে ২০১৩ সালের ১৭ নভেম্বর একটি মামলায় ঢাকার একটি বিশেষ জজ আদালত তারেক রহমানকে খালাস দেন। ওই মামলায় বিশিষ্ট ব্যবসায়ী গিয়াস উদ্দিন আল মামুনকে সাত বছরের কারাদণ্ড দেওয়া হয়। তারেক রহমানকে খালাসের রায়ের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক) হাইকোর্টে আপিল করেন। ওই আপিল শুনানি শেষে হাইকোর্ট ২০১৬ সালের ২১ জুলাই বিচারিক আদালতের খালাসের রায় বাতিল করে তারেক রহমানকে সাত বছরের...
আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি চন্দনের, বললেন আরও ১৩ জনের নাম
নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রামে অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলার প্রধান আসামি চন্দন দাস আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এসময় হত্যাকাণ্ডের ঘটনায় আরও ১২ থেকে ১৩ জন জড়িত আছে বলে জবানবন্দিতে জানিয়েছেন তিনি। আজ সোমবার (৯ ডিসেম্বর) চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কাজী শরিফুল ইসলামের আদালতে জবানবন্দি দিয়েছেন চন্দন দাস। বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) শাকিলা সোলতানা। তিনি বলেন, সাইফুল হত্যা মামলার ১ নম্বর আসামি চন্দন দাসের ১৬৪ ধারায় জবানবন্দি নেওয়া হয়েছে। চন্দন হত্যাকাণ্ডের ঘটনায় স্বীকারোক্তিমূলত জবানবন্দি দিয়েছেন। জবানবন্দি শেষে তাকে কারাগারে পাঠানো হয়েছে। এ বিষয়ে চট্টগ্রামের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল করিম বলেন, আইনজীবী সাইফুল হত্যার ঘটনায় নিজে জড়িত...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর