জাটকা সংরক্ষণ সপ্তাহ শুরু আজ

ছবি সংগৃহীত

জাটকা সংরক্ষণ সপ্তাহ শুরু আজ

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

আজ থেকে ৭ দিনব্যাপী ‘জাটকা সংরক্ষণ সপ্তাহ-২০১৯’ শুরু হয়েছে। ‘কোনো জাল ফেলব না, জাটকা ইলিশ ধরব না’ প্রতিপাদ্যের মধ্য দিয়ে ইলিশ সম্পদ রক্ষা ও উন্নয়নে সময়োপযোগী এবং বাস্তবমুখী নানা কর্মসূচি নিয়েছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়।

গতকাল শুক্রবার দুপুরে মৎস্য ভবন অধিদপ্তর সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। প্রধান অতিথি ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী মো. আশরাফ আলী খান খসরু।

প্রতিমন্ত্রী তার লিখিত বক্তব্যে বলেন, জাটকা নিধনকারীদের আইনের আওতায় আনা হচ্ছে। যারা এসব জাল তৈরি করে তাদেরও আইনের আওতায় আনা হবে। জাটকা সংরক্ষণের লক্ষ্যে ৭ দিনব্যাপী কেন্দ্রীয় এবং জেলা-উপজেলা পর্যায়ে কর্মসূচি পালিত হবে।

এ বছর ভোলা জেলার চরফ্যাশন উপজেলায় জাটকা সংরক্ষণ সপ্তাহ উদ্বোধন এবং তৎসংলগ্ন মেঘনা নদীতে র‌্যালি অনুষ্ঠিত হবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ সচিব রইছউল আলম মণ্ডল, মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক আবু সাইদ ও রাশেদুল হক।


(নিউজ টোয়েন্টিফোর/কামরুল)

সম্পর্কিত খবর