কাজের সুবিধার্থে নির্বাচন কমিশন (ইসি) চার নির্বাচন কমিশনারের নেতৃত্বে ৪টি নতুন কমিটি গঠন করেছে। নির্বাচন কমিশন বিধিমালা, ২০১০-এর বিধি ৩-এর উপ-বিধি ২-এর উপ-বিধি অনুযায়ী এসব কমিটি করা হয়। বৃহস্পতিবার এ সংক্রান্ত ৪টি পৃথক প্রজ্ঞাপন জারি করে কমিশন। চারটি কমিটির মধ্যে ৮ সদস্যের আইন ও বিধি সংস্কার কমিটির প্রধান করা হয়েছে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছুউদ। এই কমিটির অন্যতম প্রধান কাজ হবে বিদ্যমান নির্বাচনী আইনসহ নির্বাচন কমিশন সচিবালয়ের সকল আইন ও বিধিবিধান পর্যালোচনা করা এবং সংবিধানের সাথে সামঞ্জস্য ও ধারাবাহিকতা নিশ্চিত করার জন্য সুপারিশ করা। নির্বাচন কমিশনার বেগম তাহমিদা আহমদের নেতৃত্বে গঠন করা হয়েছে ৯ সদস্যের আরেকটি কমিটি। এ কমিটির কাজ হবে নিয়োগ, পদোন্নতি, প্রশাসনিক সংস্কার ও পুনর্বিন্যাস এবং দক্ষতা উন্নয়ন সংক্রান্ত বিষয়। নির্বাচন...
নির্বাচন কমিশনে নতুন চার কমিটি গঠন
নিজস্ব প্রতিবেদক
‘আমার মাকে ভুল বুঝিয়ে বক্তব্য নিয়েছে ভারতীয় মিডিয়া’
নড়াইলের খুকুরানী নামের একজন নারীর বক্তব্য প্রচার করে বাংলাদেশ নিয়ে বিভ্রান্তি ছড়ায় ভারতীয় মিডিয়া। ওই বক্তব্যে খুকুরানীকে বলতে শোনা যায়, তাদের বাড়িতে পূজাসহ ধর্মীয় আচার অনুষ্ঠান করতে নাকি বাধা দেওয়া হচ্ছে। তবে খুকুরানীর পরিবারের সদস্যরা বলছেন, ভারতে যাওয়ার পর উদ্দেশ্যমূলকভাবে তাকে ভুল বুঝিয়ে এমন বক্তব্য নেয় ভারতীয় মিডিয়া। খুকুরানীর ওই বক্তব্য ভাইরাল হয়। ওই বক্তব্য শোনার পর মায়ের সঙ্গে কথা বলেন তার ছেলে অমলেন্দু বিশ্বাস। তিনি সংবাদ মাধ্যমকে বলেন, আমার মা ভারতীয় সংবাদ মাধ্যমে যে বক্তব্য দিয়েছেন, সেটি আমি সবটুকু শুনেছি। সম্পূর্ণ মিথ্যা ভিত্তিহীন বক্তব্য দিয়েছেন। আমি ওই বক্তব্য দেখার পরে মায়ের সঙ্গে কথা বলেছি। মা জানিয়েছেন, তাকে ভারতীয় সাংবাদিকরা বলেছেন, এই কথা বললে বাংলাদেশের হিন্দু বা ইসকনদের ভালো হবে। তাকে ভুল বুঝিয়ে এবং প্ররোচিত করে তার...
কোনো দাসত্বের সম্পর্ক বাংলাদেশের মানুষ আর মেনে নেবে না: সারজিস আলম
অনলাইন ডেস্ক
প্রোপাগান্ডাকারীদের পাত্তা দেওয়ার সময় নেই বলে মন্তব্য করেছেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম। তিনি বলেন, ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক প্রতিবেশী দেশের মতো হবে নাকি সম্পর্ক তিক্ততার হবে, সেটা ভারতই নির্ধারণ করবে। তাদের কাজের মাধ্যমে তা নির্ধারিত হবে। ভারত যদি মনে করে বিগত ১৬ বছর যেভাবে আওয়ামী লীগকে দল হিসেবে নিরাপত্তা দিয়ে বাংলাদেশ রাষ্ট্রকে শুষে খেয়েছে; এই সুযোগ বাংলাদেশের মানুষ আর দেবে না। এই সুযোগ দেওয়ার জন্য বাংলাদেশের মানুষ জীবন দেয় নাই। শুক্রবার (৭ ডিসেম্বর) সন্ধ্যায় বগুড়া শহরের মালতিনগর এলাকায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। পারিবারিক কাজে মাবাবাকে সঙ্গে নিয়ে সারজিস আলম প্রথমবারের মতো বগুড়ায় আসেন বলে জানিয়েছেন। ভারতীয় গণমাধ্যমে অপপ্রচারের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সারজিস আলম বলেন,...
ফেব্রুয়ারি পর্যন্ত ১২টি শৈত্যপ্রবাহের পূর্বাভাস, থাকতে পারে শিলাবৃষ্টি
অনলাইন ডেস্ক
দেশে চলতি ডিসেম্বর থেকে আগামী বছরের ফেব্রুয়ারি পর্যন্ত শীতের প্রকোপ বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ সময় মোট ১২টি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে, যার মধ্যে চারটি তীব্র শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে। ফেব্রুয়ারির শেষার্ধে শিলাবৃষ্টি ও বজ্রঝড়েরও আশঙ্কা রয়েছে। গত ৪ ডিসেম্বর আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মো. মমিনুল ইসলামের সই করা দীর্ঘমেয়াদি পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। এতে উল্লেখ করা হয়েছে, ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত সময়ে দেশে স্বাভাবিক বৃষ্টিপাত হতে পারে। তবে এই সময়ে দিন ও রাতের তাপমাত্রা ক্রমান্বয়ে হ্রাস পাবে। পূর্বাভাসে বলা হয়েছে, তিন থেকে আটটি মৃদু (৮-১০ ডিগ্রি সেলসিয়াস) থেকে মাঝারি (৬-৮ ডিগ্রি সেলসিয়াস) শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। এর মধ্যে উত্তরপশ্চিমাঞ্চল, উত্তরপূর্বাঞ্চল ও মধ্যাঞ্চলে তিন থেকে চারটি তীব্র শৈত্যপ্রবাহ (৪-৬ ডিগ্রি...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর