ময়মনসিংহের গফরগাঁওয়ে কিশোরগঞ্জ স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলীর গাড়ির গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রকৌশলী লিয়াকত আলী (৫৯) এবং গাড়িচালক আফজাল আহমেদ (৩৫) দগ্ধ হন। রোববার (৮ ডিসেম্বর) সকালে ভালুকা-গফরগাঁও সড়কের সালটিয়া ইউনিয়নের হাটুরিয়া গ্রামে এই দুর্ঘটনা ঘটে। গফরগাঁও ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রাম প্রসাদ পাল জানান, কিশোরগঞ্জ থেকে গফরগাঁওয়ের সার্কেল অফিসে যাওয়ার পথে গাড়িটির গ্যাস সিলিন্ডার হঠাৎ বিস্ফোরিত হয়। বিস্ফোরণের ফলে গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি বিদ্যুতের খুঁটিতে ধাক্কা খায় এবং সঙ্গে সঙ্গে আগুন ধরে যায়। গাড়িতে থাকা নির্বাহী প্রকৌশলী লিয়াকত আলী ও চালক আফজাল আহমেদ গুরুতর দগ্ধ হন। তাদের প্রথমে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাদের...
গফরগাঁওয়ে গাড়ির সিলিন্ডার বিস্ফোরণে স্বাস্থ্যের প্রকৌশলী ও চালক দগ্ধ
অনলাইন ডেস্ক
ঠাকুরগাঁওয়ে অনৈতিকভাবে কর্তনকৃত গাছ জব্দ করলো প্রশাসন
ঠাকুরগাঁও প্রতিনিধি
ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় একটি বিদ্যালয়ে ৪টি গাছ কর্তনের অভিযোগ উঠেছে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও স্থানীয় এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় হরিপুর উপজেলা নির্বাহী অফিসারকে অভিযোগ করলে কর্তনকৃত গাছগুলো জব্দ করে প্রশাসন। সারেজমিনে গিয়ে দেখা যায়, বিদ্যালয়ের বাউন্ডারির ভিতরে গাছ কর্তন করছেন একজন। কি কারণে গাছ কর্তন করা হচ্ছে এমন প্রশ্নে তিনি বলেন, তানজির ভাইয়ের নির্দেশ। এ সময় স্থানীয় ইউপি সদস্য গাছ কাটতে বাধা দিলে ঘটনাস্থলে আসেন স্থানীয় বাসিন্দা তানজির। তিনি নিজেকে বিদ্যালয়ের দাতা সদস্য হিসেবে পরিচয় দেন। এ ঘটনায় স্থানীয় ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্বাস আলী হরিপুর উপজেলা নির্বাহী অফিসারকে অভিযোগ করেন। সেই অভিযোগে জানা যায়, কোন প্রকার টেন্ডার ছাড়াই গত ০৬ ডিসেম্বর বিদ্যালয় মাঠে থাকা ৪টি আমগাছ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খাতিজা বেগম আইন বর্হিভূত...
গাজীপুরের সাবেক ভারপ্রাপ্ত মেয়রের ওপর জনতার ডিম-ঝাড়ু নিক্ষেপ
অনলাইন ডেস্ক
ভারতে পালানোর চেষ্টার সময় বিজিপির হাতে যশোর সীমান্তে আটক গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণকে আজ (৮ ডিসেম্বর) গাজীপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। রোববার (৮ ডিসেম্বর) সকালে গাজীপুর আদালতের সামনে এই ঘটনা ঘটে। এসময় কিরণের ফাঁসির দাবিতে বিএনপি নেতাকর্মীদের বিক্ষোভ করতে দেখা যায়। কিরণের বিরুদ্ধে কয়েকটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয় এবং আদালত তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। আদালত প্রাঙ্গণে প্রিজন ভ্যানে তোলার সময় উত্তেজিত জনতা তার দিকে ইট-পাটকেল, জুতা এবং ডিম নিক্ষেপ করে। পুলিশের কঠোর নিরাপত্তায় তাকে দ্রুত জেল হাজতে নেওয়া হয়। কিরণের বিরুদ্ধে দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে মামলা রয়েছে, যা স্থানীয় জনগণের মধ্যে তীব্র ক্ষোভের কারণ হয়ে দাঁড়িয়েছে। আইনজীবী ও প্রত্যক্ষদর্শীরা জানান,...
শেরপুরে ২১ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক
শেরপুর প্রতিনিধি
শেরপুরে অভিযান চালিয়ে ২১ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।রোববার (৮ ডিসেম্বর) ভোররাতে উপজেলা শহরের হলপট্টি মোড়ে একটি সিএনজিতে তল্লাশি চালিয়ে এসব গাঁজা উদ্ধার করা হয়। আটককৃতরা হলেন শেরপুর সদর উপজেলার কামারিয়া ইউনিয়নের তেতুলিয়া রামপুর বাজার গ্রামের মো. নওশেদের ছেলে মো. নয়ন (২২), তারাকান্দি গ্রামের মো. পিয়ার আলীর ছেলে মো. রাছেল (২৪) ও একই গ্রামের আব্দুল খালেকের ছেলে মো. আল আমিন (২৮)। দুপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় তাদের নকলা থানা পুলিশের মাধ্যমে আদালতে সোপর্দ করা হয়। জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক ফয়সাল মাহমুদ জানান, মাদক নিয়ন্ত্রণে মাদকদ্রব্যের মূল গডফাদারসহ স্থানীয় পর্যায়ের সকল মাদক ব্যবসায়ীকে আইনের আওতায় আনতে নিয়মিত এই অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায়...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর