‘মসজিদে হামলায় দুইজন নিহত, তিনজন নয়’

পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম। 

‘মসজিদে হামলায় দুইজন নিহত, তিনজন নয়’

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে দুটি মসজিদে বন্ধুকধারীর হামলায় দুই বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম। গণমাধ্যমে তিনজন নিহতের খবর ঠিক নয় বলেও উল্লেখ করেন তিনি।

শনিবার রাজধানীর ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্রাটেজিক স্টাডিজ (বিস) অডিটরিয়ামে এক সেমিনারে এ তথ্য জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

গণমাধ্যমে খবরে প্রকাশ হয় এ ঘটনায় তিন বাংলাদেশি নিহত হয়েছে।

কিন্তু প্রতিমন্ত্রী জানান, তিনজন নয় দুজন মারা গেছেন। তারা হলেন স্থানীয় লিঙ্কন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. আবদুস সামাদ ও হোসনে আরা ফরিদ (গৃহিণী)। নিহত বিশ্ববিদ্যালয় শিক্ষক আবদুস সামাদের স্ত্রী সানজিদা আকতার নিখোঁজ ছিলেন। পরে জানা গেছে, তিনি জীবিত আছেন।

হামলায় পাঁচজন আহত আর তিনজন নিখোঁজ রয়েছেন উল্লেখ করে তিনি আরো বলেন, আহতদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক। গুরুতর আহত দুজন হলেন লিপি ও মুমতাসিন। আহত অন্য তিনজন হলেন শেখ হাসান রুবেল, শাহজাদা আক্তার ও ওমর ফারুক।

এছাড়া মোজাম্মেল হক, জাকারিয়া ও শাওন নামের তিন বাংলাদেশি নিখোঁজ রয়েছেন বলেও জানান তিনি।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর