হামলা নিয়ে বিতর্কিত মন্তব্য, সিনেটরের মাথায় ডিম

বিতর্কিত মন্তব্য করায় সিনেটরের মাথায় ডিম

হামলা নিয়ে বিতর্কিত মন্তব্য, সিনেটরের মাথায় ডিম

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

ক্রাইস্টচার্চের সন্ত্রাসী হামলায় ৪৯ মুসল্লি নিহত ও অপর ৪৮ জন আহত হন। এদিকে এর দায় মুসলিমদের ওপর চাপাতে চাচ্ছেন অস্ট্রেলীয় সিনেটর ফ্রেশার এনিং। আর এতেই ক্ষুব্ধ হয়ে তার মাথায় ডিম ভেঙল এক বালক। তার মাথায় ডিম ভাঙার ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিমধ্যে ভাইরাল হয়েছে।

ভিডিওতে দেখা গেছে, ক্রাইস্টচার্চের সন্ত্রাসী হামলার দায় মুসলিমদের ওপর চাপাতে বক্তব্য দিচ্ছিলেন অস্ট্রেলীয় সিনেটর ফ্রেশার এনিং। পাশেই দাঁড়িয়ে ওই দৃশ্য মোবাইলেও ধারণ করছিল এক বালক। হাঠাৎ করেই অস্ট্রেলীয় সিনেটরের মাথায় ডিম ভাঙে ওই বালক। এতে ভীষণ ক্ষেপে যান ওই সিনেটর।

তিনি তার পাশেই দাঁড়ানো বালকটির মাথায় ঘুষি মারেন এবং তার দিকে তেড়ে যান।
পরে তার দেহরক্ষীরা গিয়ে ছেলেটিকে মাটিতে ফেলে গলা চেপে ধরে।

এদিকে সিনেটর ফ্রেশার এনিংয়ের মন্তব্যকে 'ঘৃণাজনক' আখ্যা দিয়ে অস্ট্রেলীয় প্রধানমন্ত্রী স্কট মরিসন বলেছেন, সংসদের কথা তো বাদ-ই দিলাম, পুরো অস্ট্রেলিয়াতেই এ ধরনের ধরনের মতাদর্শের জায়গা হবে না।

ক্রাইস্টচার্চের হামলাকারী ব্রেন্টন ট্যারেন্ট (২৮) একজন অস্ট্রেলীয় শ্বেতাঙ্গ। ব্রেন্টনকে 'সহিংস, ডানপন্থী ও উগ্রবাদী সন্ত্রাসী' হিসেবে অভিহিত করেছেন অস্ট্রেলীয় প্রধানমন্ত্রী স্কট মরিসন।

উল্লেখ্য, শুক্রবার স্থানীয় সময় বেলা দেড়টার দিকে জুম্মার নামাজের সময় আল নূর নামের ক্রাইস্টচার্চের ওই মসজিদে বন্দুকধারী হামলা চালায়। সন্ত্রাসী হামলায় মসজিদে কয়েকজনের প্রাণহানি ঘটেছে বলে স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে। এসময় লিটন দাস ও নাঈম হাসান ছাড়া বাংলাদেশ দলের সবাই মাঠে অনুশীলনে ছিলেন। অনুশীলন শেষে তাঁরা ওই মসজিদে জুমার নামাজ আদায়ে যান। মসজিদে প্রবেশের মুহূর্তে স্থানীয় একজন তাঁদের মসজিদে ঢুকতে নিষেধ করেন। বলেন, এখানে সন্ত্রাসী হামলা হয়েছে। আতঙ্কিত খেলোয়াড়েরা এ সময় দৌড়ে হ্যাগলি ওভালে ফেরত আসেন। হামলার পর ওই বন্দুকধারী জানালার কাঁচ ভেঙে হামলাকারী পালিয়ে যায়। বন্দুকধারীর হাতে অটোমেটিক রাইফেল ছিল।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর