ছাত্রকে থাপ্পড়, একে-৪৭ নিয়ে স্কুলে হাজির অভিভাবক!

একে-৪৭ নিয়ে স্কুলে হাজির অভিভাবক

ছাত্রকে থাপ্পড়, একে-৪৭ নিয়ে স্কুলে হাজির অভিভাবক!

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

ছাত্রকে থাপ্পড় মারায় এক শিক্ষককে ‘শিক্ষা’ দিতে ‘একে-৪৭’ রাইফেল নিয়ে স্কুলে গেলেন এক অভিভাবক। তবে দুর্ঘটনা ঘটার আগেই নিরাপত্তা কর্মীরা আটক করেন ওই অভিভাবককে। মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় এমন ঘটনা ঘটে।

আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে প্রকাশ, ছেলের অভিযোগের মাত্র ১ ঘণ্টার মধ্যেই একটা একে-৪৭ রাইফেল হাতে নিয়ে স্কুলে চলে যান বাবা।

ঢুকেই ২৭ বছর বয়সী ক্রিস্টোফার ফ্রিম্যান রাইফেল উচিয়ে হুংকার দিলেন- ‘কে মেরেছে আমার ছেলেকে? তাকে আমি এখনি শেষ করব। ’

তাৎক্ষনিক তাকে লেক মিডল স্কুলের নিরাপত্তা কর্মীরা আটক করে। এরপর তাকে তুলে দেওয়া হয় পুলিশের হাতে। স্কুলচত্বরে বন্দুক নিয়ে প্রবেশের অপরাধে পুলিশ ফ্রিম্যানকে গ্রেপ্তার করেছে।

তার কাছে মিলেছে একটি গুলি ভর্তি রাইফেল।

অভিভাবকের এমন আচরণে আতঙ্ক ছড়িয়ে পড়লে বন্ধ করে দেওয়া হয় ফ্লোরিডার ওই স্কুল। ফ্রিম্যানের মামলা গড়ায় আদালতে। ৭৫ হাজার ডলার বন্ডে তাকে জামিনে মুক্তি দিতে রাজি হয় আদালত।

কিন্তু এত অর্থ দিয়ে তার জামিন নেওয়া সম্ভব নয় বলে জানিয়েছে ফ্রিম্যানের পরিবার।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর