রাজনীতিতে হারজিত তো থাকবেই: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা- শোভন

রাজনীতিতে হারজিত তো থাকবেই: প্রধানমন্ত্রী

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ডাকসুর নবনির্বাচিত প্রতিনিধিরা কোনও দলের নয়, সব শিক্ষার্থীর জন্য কাজ করবে।

শনিবার গণভবনে ডাকসুর নবনির্বাচিত নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে দেওয়া বক্তব্যে এ কথা বলেন  প্রধানমন্ত্রী।

ডাকসু ও হল সংসদে নবনির্বাচিতদের সঠিকভাবে দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে তিনি বলেছেন, ‘তারুণ্যের মেধাকে দেশের উন্নয়নে কাজে লাগাতে চাই। এই ডাকসু নির্বাচনের মধ্য দিয়ে আমরা ভবিষ্যত নেতৃত্ব তুলে আনতে চাই।

ডাকসু নির্বাচনের মধ্য দিয়ে দেশে সুস্থ রাজনীতির ধারা ফিরে আসবে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘ভবিষ্যত নেতৃত্ব ছাত্রজীবন থেকেই গড়ে তুলতে হবে। আর সেজন্য এখন থেকেই তোমরা নিজেদের প্রস্তুত করবে। ভবিষ্যতে তোমাদের হাত ধরেই এ দেশ সামনের দিকে এগিয়ে যাবে। ’

‘কে ভোট দিল কে দিল না; এটা নয়।

যে নির্বাচিত হয়েছে সে সব শিক্ষার্থীর জন্য কাজ করবে। কে হলো কে হলো না সেটা নিয়ে আমার মাথা ব্যথা নেই। ভোটটা সুষ্ঠু হোক’, বলেন প্রধানমন্ত্রী।

ডাকসুর নির্বাচনে ভিপি পদে শোভনের পরাজয় নিয়ে শেখ হাসিনা বলেন, ‘আমাদের ভিপি পদে শোভন জয় লাভ করে নাই। আমার কাছে আসছে। আমি বলেছি- যে জিতেছে তাকে অভিনন্দন জানাতে। ধন্যবাদ জানাই শোভনকে। আমি তাদের পরিবারের সবাইকে চিনি। এটাই হচ্ছে রাজনীতি। রাজনীতিতে হারজিত তো থাকবেই। ’ 

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর